Asian Games 2023 Highlights, Day 11: এশিয়ান গেমসের ১১তম দিনে ভারতে এল ৩ সোনা-সহ ১২ পদক

Oct 04, 2023 | 11:17 PM

Asian Games 2023 Day 11 Live Updates in Bengali: আজ এশিয়াডের একাদশতম দিন। এশিয়াডে আজ অ্যাকোয়াটিক্স, আর্চারি, অ্যাথলেটিক্স, ব্যাডমিন্টন, বক্সিং, তাস, দাবা, ইকুয়েস্ট্রিয়ান, কাবাডি, হকি, স্পোর্টস ক্লাইম্বিং, স্কোয়াশ, সেপাক তাকরাও, ভলিবল, কুস্তিতে অংশ নেবেন ভারতের অ্যাথলিটরা। এশিয়ান গেমসের পুঙ্খানুপুঙ্খ আপডেট জানতে নজর রাখুন এই লাইভব্লগে।

Asian Games 2023 Highlights, Day 11: এশিয়ান গেমসের ১১তম দিনে ভারতে এল ৩ সোনা-সহ ১২ পদক
এশিয়ান গেমসের ১১তম দিনে ভারতে এল ৩ সোনা-সহ ১২ পদক

Follow Us

হানঝাউ: ১৯তম এশিয়ান গেমসে ভারতের ১০০ পদকের প্রত্যাশা পূর্ণ করার পথে এগিয়ে চলেছেন ভারতের অ্যাথলিটরা। ‘ইস বার ১০০ পার’ থেকে খুব বেশি দূরে নেই ভারত (India)। ১৯তম এশিয়ান গেমসের (Asian Games 2023) আজ একাদশতম দিন ছিল। আজ, বুধবার ভারতের অ্যাথলিটরা ১৪টি ইভেন্টে পারফর্ম করলেন। তাতে ১১৫ জন ভারতীয় অ্যাথলিটকে দেখা গেল। হানঝাউ গেমসে আজ জ্যাভলিনে এসেছে জোড়া পদক। সোনা জিতেছেন নীরজ চোপড়া। রুপো পেয়েছেন কিশোর কুমার জেনা। এ ছাড়াও আজ সোনা জিতেছেন আর্চারিতে জ্যোতি ও প্রবীণ। এবং ৪০০ মিটার পুরুষদের রিলে টিমও সোনা জিতেছে। ভারতে সব মিলিয়ে আজ এসেছে মোট ১২টি পদক। যার মধ্যে রয়েছে ৩টি সোনা, ৫টি রুপো ও ৪টি ব্রোঞ্জ। ভারতের মোট পদকসংখ্যা দাঁড়াল ৮১টি। TV9Bangla Sports এর এই লাইভব্লগে রইল এশিয়ান গেমসের দশম দিনের একাধিক ইভেন্টের খুঁটিনাটি তথ্য।

 

LIVE NEWS & UPDATES

The liveblog has ended.
  • 04 Oct 2023 11:11 PM (IST)

    Asian Games: ভারতে এল মোট কত পদক?

    এশিয়ান গেমসের একাদশতম দিনে ভারতে এসেছে মোট ১২টি পদক। যার মধ্যে রয়েছে ৩টি সোনা, ৫টি রুপো ও ৪টি ব্রোঞ্জ। ভারতের মোট পদকসংখ্যা দাঁড়াল ৮১টি।

  • 04 Oct 2023 06:50 PM (IST)

    Asian Games: নীরজের সোনা, কিশোরের রুপো এলো যে ভাবে

    জাকার্তা গেমসে জ্যাভলিনে সোনা জিতেছিলেন নীরজ চোপড়া। হানঝাউতে সোনাই ফলালেন নীরজ। তাঁর পাশাপাশি ভারতের জ্যাভলিন থ্রোয়ার কিশোর জেনা পেলেন রুপো।

    পড়ন বিস্তারিত: অপ্রতিরোধ্য, এশিয়ার তাজ সেই নীরজের মাথায়; রুপো কিশোরের

     

     


  • 04 Oct 2023 06:21 PM (IST)

    Asian Games: ৩ মিনিটে জোড়া সোনা ভারতে

    ৩ মিনিটে ভারতে জোড়া সোনা এশিয়ান গেমসে। নীরজ চোপড়া সোনা জিততে না জিততে ৪০০ মিটার রিলেতে সোনালি ঝলক দেখালেন ভারতের ছেলেরা। মহম্মদ আনাস, আমোজ জেকব, মহম্মদ আজমল ও রাজেশ রমেশ। ১৮তম সোনা এল ভারতের ঝুলিতে। সব মিলিয়ে ৮২ পদক। ১০০ থেকে আর মাত্র ১৮ পদক দূরে ভারত।

  • 04 Oct 2023 06:13 PM (IST)

    Asian Games, Athletics: ৪x৪০০ মিটার রিলেতে সোনা ভারতের

    এশিয়ান গেমসে মেয়েদের ৪x৪০০ মিটার রিলেতে সোনা জিতল ভারতের ছেলেরা।

  • 04 Oct 2023 06:03 PM (IST)

    Asian Games, Javelin Throw: জ্যাভলিনে সোনা ও রুপো এল ভারতে

    এশিয়ান গেমসে পুরুষদের জ্যাভলিনে সোনা জিতলেন নীরজ চোপড়া। রুপো পেলেন ভারতের কিশোর জেনা।

  • 04 Oct 2023 05:52 PM (IST)

    Asian Games, Athletics: ৪x৪০০ মিটার রিলেতে রুপো ভারতের

    এশিয়ান গেমসে মেয়েদের ৪x৪০০ মিটার রিলেতে রুপো পেল ভারতের মেয়েরা।

  • 04 Oct 2023 05:00 PM (IST)

    Asian Games, Athletics: হরমিলানের রুপো

    মেয়েদের ৮০০ মিটার ফাইনালে দ্বিতীয় হলেন হরমিলান বেয়ন্স। তিনি রুপো পেলেন। এর আগে হানঝাউ গেমসে ১৫০০ মিটারে তিনি রুপো পেয়েছিলেন। ২:০৩.৭৫ সেকেন্ডে রেস শেষ করেন হরমিলান। মায়ের রেকর্ড ভাঙা হল না মেয়ের।

  • 04 Oct 2023 04:58 PM (IST)

    Asian Games, Javelin Throw: নীরজের পাশাপাশি নজর কিশোরে

    • নীরজ চোপড়ার পাশাপাশি পুরুষদের জ্যাভলিন থ্রো ফাইনালে পারফর্ম করছেন কিশোর কুমার জেনা।
    • কিশোর প্রথম প্রয়াসে থ্রো করেছেন ৮১.২৬ মিটার।
    • কিশোর দ্বিতীয় প্রয়াসে থ্রো করেছেন ৭৯.৯৬ মিটার।
    • তৃতীয় থ্রোতে কিশোরের ফল ৮৬.৭৭ মিটার। যা তাঁকে প্যারিস অলিম্পিকের টিকিট এনে দিয়েছে।
    • কিশোরের চতুর্থ থ্রো ৮৭.৫৪ মিটার।
  • 04 Oct 2023 04:49 PM (IST)

    Asian Games, WRESTLING: সুনীল পেলেন ব্রোঞ্জ

    কুস্তিতে ভারতের প্রথম পদক। সুনীল কুমার গ্রেকো রোমান ৮৭ কেজি বিভাগে ব্রোঞ্জ পদক ম্যাচ জিতলেন।

  • 04 Oct 2023 04:48 PM (IST)

    Asian Games, Javelin Throw: অ্যাকশনে নীরজ চোপড়া

    • অ্যাকশনে নীরজ চোপড়া।
    • বিশ্ব ব়্যাঙ্কিংয়ের শীর্ষে থাকা নীরজের ব্যক্তিগত সেরা ৮৯.৯৪ মিটার। চলতি মরসুমে তাঁর সেরা থ্রো ৮৮.৭৭ মিটার।
    • নীরজের প্রথম থ্রো ৮২.৩৮ মিটার।
    • নীরজের দ্বিতীয় থ্রো ৮৪.৪৯ মিটার।
    • চতুর্থ প্রয়াসে নীরজ চোপড়া ছুড়েছেন ৮৮.৮৮ মিটার।
  • 04 Oct 2023 04:35 PM (IST)

    Asian Games, Javelin Throw: তৈরি হচ্ছেন নীরজ

    একটু পরই শুরু হবে পুরুষদের জ্যাভলিন থ্রো ফাইনাল। তৈরি হচ্ছেন ভারতের সোনার ছেলে নীরজ চোপড়া।

  • 04 Oct 2023 04:29 PM (IST)

    Asian Games, Squash: ফাইনালে সৌরভ

    এশিয়ান গেমসে পুরুষদের সিঙ্গলসের ফাইনালে পৌঁছে গেলেন সৌরভ ঘোষাল। ফলে এশিয়ান গেমস থেকে আরও এক পদক নিশ্চিত।

  • 04 Oct 2023 04:04 PM (IST)

    Asian Games, Athletics: আগামী কয়েক ঘণ্টা নজর থাকবে অ্যাথলেটিক্সে

    রেডি, স্টেডি, গো…. আগামী কয়েক ঘণ্টা বিশেষ নজর থাকবে অ্যাথলেটিক্সে।

    • ৪.৩০ মিনিটে থাকছে পুরুষদের হাই জাম্প ফাইনাল। নজরে থাকবেন জেসি সন্দেশ, সর্বেশ অনিল কুশারে।
    • ৪.৩৫ মিনিটে হবে পুরুষদের জ্যাভলিন থ্রো ফাইনাল। নজর থাকবে নীরজ চোপড়া ও কিশোর কুমার জেনার দিকে।
    • 4:40 PM: মহিলাদের ট্রিপল জাম্প ফাইনালে শিনা নেলিকল ভার্কে
    • 4:55 PM: মহিলাদের 800 মিটার ফাইনালে হরমিলন বেয়ন্স, চন্দা
    • 5:10 PM: পুরুষদের 5000 মিটার ফাইনালে গুলভীর সিং, অবিনাশ মুকুন্দ সাবলে
    • 5:45 PM: মহিলাদের 4 x 400 মিটার রিলে ফাইনাল
    • 6:05 PM: পুরুষদের 4 x 400 মিটার রিলে ফাইনাল
  • 04 Oct 2023 03:08 PM (IST)

    Asian Games, Hockey: ফাইনালে ভারত

    এশিয়ান গেমসে পুরুষদের হকির ফাইনালে পৌঁছে গেল ভারত। কোরিয়াকে ৫-৩ ব্যবধানে সেমিফাইনালে হারালেন হরমনপ্রীত-অভিষেকরা।

  • 04 Oct 2023 02:21 PM (IST)

    Asian Games, Hockey: হাফটাইম

    এশিয়ান গেমসে পুরুষদের হকির সেমিফাইনালে মুখোমুখি ভারত ও কোরিয়া। প্রথমার্ধের শেষে ৪-২ ব্যবধানে এগিয়ে রয়েছে ভারত।

  • 04 Oct 2023 02:11 PM (IST)

    Asian Games, Boxing: ব্রোঞ্জ পেলেন পারভীন

    এশিয়ান গেমসে মেয়েদের ৫৭কেজি বিভাগে ব্রোঞ্জ পেয়েছেন পারভীন হুডা।

  • 04 Oct 2023 02:10 PM (IST)

    Asian Games, Squash: মিক্সড ডাবলসে ব্রোঞ্জ

    এশিয়ান গেমসে মিক্সড ডাবলসে ব্রোঞ্জ পেলেন অনাহত সিং ও অভয়। সেমিফাইনালে মালয়েশিয়ার জুটির কাছে ২-১ ব্যবধানে হেরেছেন অনাহত-অভয়রা।

  • 04 Oct 2023 02:04 PM (IST)

    Asian Games, Boxing: রুপো পেলেন লভলিনা

    মেরি কমের পর ভারতের দ্বিতীয় মহিলা বক্সার হিসেবে এশিয়ান গেমসের ফাইনালে উঠেছিলেন লভলিনা বরগোহাইন। মেয়েদের ৭৫ কেজি বিভাগের ফাইনালে অবশ্য হেরে গেলেন। তাই রুপোতেই সন্তুষ্ট থাকতে হল লভলিনাকে।

  • 04 Oct 2023 10:21 AM (IST)

    Asian Games, Squash: ফাইনালে দীপিকা-হরিন্দর

    এশিয়ান গেমসের মিক্সড ডাবলসের সেমিফাইনালে হংকংয়ের জুটিকে ২-১ ব্যবধানে হারালেন দীপিকা-হরিন্দররা। প্রথম গেমে ৭-১১ ব্যবধানে হেরেছিলেন দীপিকারা। পরের দুই গেমে অবশ্য জেতে ভারতীয় জুটি। শেষ অবধি ৭-১১, ১১-৭, ১১-৯ ব্যবধানে হংকংয়ের জুটিকে হারিয়ে রুপো নিশ্চিত করলেন দীপিকা-হরিন্দর।

     

  • 04 Oct 2023 10:00 AM (IST)

    Asian Games, Cricket: সেমিফাইনালে আফগানরা

    শ্রীলঙ্কাকে ৮ রানে হারিয়ে এশিয়ান গেমস ক্রিকেটের সেমিফাইনালে প্রবেশ করল আফগানিস্তান।

  • 04 Oct 2023 09:52 AM (IST)

    Asian Games, WRESTLING: সেমিতে হারলেন সুনীল, লড়বেন ব্রোঞ্জ পদকের জন্য

    এশিয়ান গেমসে পুরুষদের ৮৭কেজি গ্রেকো রোমান বিভাগের সেমিফাইনালে ইরানের নাসেরের হেরে গেলেন ভারতের সুনীল কুমার। তিনি আজ দুপুরে ব্রোঞ্জ পদক ম্যাচে খেলবেন।

  • 04 Oct 2023 09:44 AM (IST)

    Asian Games, Squash: ভারত-হংকংয়ের মিক্সড ডাবলস সেমিফাইনাল চলছে

    এশিয়ান গেমসে স্কোয়াশে ভারত-হংকংয়ের মিক্সড ডাবলস সেমিফাইনাল চলছে। অ্যাকশনে দীপিকা পাল্লিকাল ও হরিন্দর পাল সিং।

  • 04 Oct 2023 09:08 AM (IST)

    Asian Games, BADMINTON: সিন্ধু-প্রণয় কোয়ার্টার ফাইনালে

    • এশিয়ান গেমসে মেয়েদের সিঙ্গলসে এবং ছেলেদের সিঙ্গলসের কোয়ার্টার ফাইনালে পৌঁছলেন পিভি সিন্ধু ও এইচএস প্রণয়।
    • সিন্ধু প্রি-কোয়ার্টার ইন্দোনেশিয়ার পুত্রি কুসুমাকে ২১-১৬, ২১-১৬ ব্যবধানে হারিয়েছেন।
    • অন্যদিকে ভারতের এইচএস প্রণয় কাজাখস্তানের শাটলার দিমিত্রিকে ২১-১২, ২১-১৩ ব্যবধানে হারিয়েছেন।

     

  • 04 Oct 2023 09:04 AM (IST)

    Asian Games, WRESTLING: রইল কুস্তির আপডেট

    • এশিয়ান গেমসে পুরুষদের ৮৭কেজি গ্রেকো-রোমানের সেমিফাইনালে পৌঁছে গেলেন সুনীল কুমার। তিনি তাজাকিস্তানের কুস্তিগিরকে টেকনিক্যাল সুপিরিয়রিটিতে হারিয়েছেন। সুনীল পৌঁছে গিয়েছেন সেমিফাইনালে।
    • প্রি-কোয়ার্টার ফাইনালে ভারতের জ্ঞানেন্দ্র ইরানের মেসাম ডালখানির কাছে ৭-১ ব্যবধানে হেরেছেন।
    • ৭৭ কেজি বিভাগের কোয়ার্টার ফাইনালে চিনের লিউ রুইয়ের কাছে হেরে গিয়েছেন বিকাশ।

     

  • 04 Oct 2023 08:48 AM (IST)

    Asian Games, Archery: সোনা ফলালেন জ্যোতি-ওজেশ

    আর্চারিতে কম্পাউন্ডের মিক্সড ডাবলসে সোনা জিতলেন ভারতের জ্যোতি সুরেখা ও ওজেশ। দিনের প্রথম এবং মোট ১৬তম সোনা এল ভারতে। এবং মোট পদকসংখ্যা হল ৭১টি।

  • 04 Oct 2023 07:59 AM (IST)

    Asian Games, Archery: আর্চারিতে নিশ্চিত আরও এক রুপো

    আর্চারির কম্পাউন্ড বিভাগ থেকে আরও একটা রুপো নিশ্চিত। মিক্সড ডাবলসের ফাইনালে ওজেশ প্রবীণ দেওতলে ও জ্যোতি সুরেখা। কাজাকাস্তানের জুটি ১৫৯-১৫৪তে হারালেন।

  • 04 Oct 2023 07:58 AM (IST)

    Asian Games, Athletics: ৩৫ কিমি হাঁটা মিক্সড টিমে এল ব্রোঞ্জ

    রাম বাবু ও মঞ্জু রানি ব্রোঞ্জ পেলেন ৩৫ কিমি হাঁটা মিক্সড টিমে। ৭০তম পদক হয়ে গেল ভারতের। জাকার্তা এশিয়ান গেমস থেকে ভারত এই সংখ্য়ক পদকই এনেছিল। ১০০ পদকের স্বপ্ন কি পূরণ হবে?