Bangla NewsSportsOther sports Asian Games 2023 Day 13 Schedule, time, fixtures of Indian Team, When Indian Athletes will compete in Bengali
Asian Games 2023 Schedule Today, 1 October: ব্যাডমিন্টনে সোনালি ইতিহাসের হাতছানি, আজ শুরু তিরন্দাজি
Asian Games 2023 Day-13 Schedule in Bengali: তিরন্দাজি: পুরুষদের রিকার্ভ ব্যক্তিগত ইভেন্ট (ধীরজ বোমাদেবারা, অতনু দাস, মৃণাল চৌহান, তুষার শেলকে), মেয়েদের কমপাউন্ড ব্যক্তিগত ইভেন্ট (অবনীত কৌর, জ্যোতি সুরেখা ভেনম, অদিতি স্বামী, পরনীত কৌর) সকাল ৬.৩০ থেকে। মেয়েদের রিকার্ভ ব্যক্তিগত ইভেন্ট (ভজন কৌর, প্রাচী সিং, অঙ্কিতা ভকত, সিমরনজিৎ কৌর), পুরুষদের কমপাউন্ড ব্যক্তিগত রাউন্ড (প্রথমেশ জকার, রজত চৌহান, ওজস দেওতালে, অভিষেক ভার্মা) সকাল ১১.৫০ থেকে।
Image Credit source: X
Follow Us
কলকাতা: এশিয়ান গেমসে আজ সোনালি ইতিহাসের অপেক্ষা। প্রথম বার টিম ইভেন্টের ফাইনালে জায়গা করে নিয়েছে ভারত। দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে রুদ্ধশ্বাস ম্যাচ জিতেছেন প্রণয়, শ্রীকান্তরা। আজ মূল নজর থাকবে ব্যাডমিন্টনে সোনার পদকেই। শুধু তাই নয়, বক্সিংয়ে নিখাত জারিন, অ্যাথলেটিক্সে মুরলী শ্রীশঙ্কররাও নামছে। আজ থেকে তিরন্দাজির ইভেন্ট শুরু হচ্ছে। যেখানে একঝাঁক পদকের প্রত্যাশা। হানঝাউ গেমসে আজ ভারতের সূচি বিস্তারিত জেনে নিন TV9 Bangla Sports-এর এই প্রতিবেদনে।
এক নজরে ভারতের সূচি ও সময়
তিরন্দাজি: পুরুষদের রিকার্ভ ব্যক্তিগত ইভেন্ট (ধীরজ বোমাদেবারা, অতনু দাস, মৃণাল চৌহান, তুষার শেলকে), মেয়েদের কমপাউন্ড ব্যক্তিগত ইভেন্ট (অবনীত কৌর, জ্যোতি সুরেখা ভেনম, অদিতি স্বামী, পরনীত কৌর) সকাল ৬.৩০ থেকে। মেয়েদের রিকার্ভ ব্যক্তিগত ইভেন্ট (ভজন কৌর, প্রাচী সিং, অঙ্কিতা ভকত, সিমরনজিৎ কৌর), পুরুষদের কমপাউন্ড ব্যক্তিগত রাউন্ড (প্রথমেশ জকার, রজত চৌহান, ওজস দেওতালে, অভিষেক ভার্মা) সকাল ১১.৫০ থেকে।
অ্যাথলেটিক্স: মেয়েদের হেপ্টাথলন (স্বপ্না বর্মণ, নন্দিনী আগাসরা) সকাল ৬.৩০ থেকে। ফাইনাল সন্ধে ৬.১৫ থেকে। মেয়েদের ২০০ মিটার হিট (জ্যোতি ইয়ারাজি), সকাল ৭.১০। পুরুষদের ২০০মিটার হিট ও সেমিফাইনাল (অম্লান বরগোহাই), সকাল ৭.৪৫ থেকে। পদকের ইভেন্ট-পুরুষদের শট পাট ফাইনাল (তাজিন্দরপল সিং তুর, সাহিব সিং) বিকেল ৪.৩০। পুরুষদের লং জাম্প ফাইনাল (মুরলী শ্রীশঙ্কর, জেসউইন অলড্রিন) বিকেল ৪.৪০। পদকের ইভেন্ট- পুরুষদের ৩ হাজার মিটার স্টিপলচেজ ফাইনাল (অবিনাশ সাবলে), বিকেল ৪.৪৫। পদকের ইভেন্ট- মেয়েদের ডিসকাস থ্রো ফাইনাল (সীমা পুনিয়া) বিকেল ৫.৩৫। পদকের ইভেন্ট- মেয়েদের ১৫০০মিটার ফাইনাল (হরমিলন বেইন, দীক্ষা) বিকেল ৫.৫০। পদকের ইভেন্ট- পুরুষদের ১৫০০ মিটার ফাইনাল (অজয় কুমার সরোজ, জিনসন জনসন), সন্ধে ৬টা, পদকের ইভেন্ট- মেয়েদের ১০০ মিটার হার্ডলস ফাইনাল (জ্যোতি ইয়ারাজি, নিত্যা রামরাজ) সন্ধে ৬.৪৫।
ব্যাডমিন্টন: পুরুষদের টিম ইভেন্ট সোনার পদকের ম্যাচ, ভারত বনাম চিন, দুপুর ২.৩০ থেকে।
বাস্কেটবল: মেয়েদের প্রাথমিক পর্ব, গ্রুপ এ ভারত বনাম চিন, বিকেল ৫.৩০।
ক্যানোয়িং: বেশ কিছু স্প্রিন্ট রেস হিট ও সেমিফাইনাল, সকাল ৬.৩০ থেকে।
দাবা: পুরুষদের টিম রাউন্ড ৩ (গুকেশ, বিদিত গুজরাটি, অর্জুন এরিগাসি, পেন্টালা হরিকৃষ্ণ, রমেশবাবু প্রজ্ঞানন্দ), দুপুর ১২.৩০ থেকে। মেয়েদের টিম ইভেন্ট রাউন্ড ৩ (কোনেরু হাম্পি, হরিকা দ্রোণবল্লী, বৈশালি রমেশবাবু, বন্তিকা আগরওয়াল, সবিতা শ্রী) দুপুর ১২.৩০ থেকে।
ইকুয়েস্ট্রিয়ান: টিম ও ব্যক্তিগত ইভেন্ট (অপূর্ব কিশোর দাবাড়ে, বিকাশ কুমার, আশিস বিবেক লিমায়ে) সকাল ৫.৩০ থেকে।
গল্ফ: পদকের ইভেন্ট- পুরুষদের ব্যক্তিগত ও টিম ইভেন্ট রাউন্ড ৪, অনির্বাণ লাহিরি, এসএসএসপি চৌরাসিয়া, খালিন যোশী, শুভঙ্কর শর্মা, ভোর ৪টে থেকে।
পদকের ইভেন্ট-মেয়েদের ব্যক্তিগত এবং টিম ইভেন্ট, রাউন্ড ৪, প্রণবী, অবনী প্রশান্ত, অদিতি অশোক, ভোর ৪টে।
হকি: মেয়েদের গ্রুপ পর্ব, ভারত বনাম দক্ষিণ কোরিয়া, দুপুর ১.৩০।
কুরাশ: পদকের ইভেন্ট, পুরুষদের -৮১ কেজি, সকাল ৭টা থেকে, মেডেল ইভেন্ট সকাল ১১.৩০ থেকে।
রোলার স্কেটিং: পদকের ইভেন্ট-মেয়েদের স্পিড স্কেটিং ১০০০মিটার স্প্রিন্ট হিট সেমিফাইনাল, ফাইনাল সকাল ৭টা থেকে। পুরুষদের স্পিড স্কেটিং ১০০০ মিটার স্প্রিন্ট হিট, সেমিফাইনাল, ফাইনাল সকাল ৬.৩০ থেকে।
সেপাকটাকরো: মেয়েদের প্রাথমিক পর্ব, ভারত বনাম লাওস সকাল ৭.৩০, পুরুষদের প্রাথমিক পর্ব, ভারত বনাম জাপান সকাল ১১.৩০, মেয়েদের প্রাথমিক পর্ব, ভারত বনাম চিন, দুপুর ১২.৩০ থেকে।
শুটিং: পুরুষদের ট্র্যাপ যোগ্যতা অর্জন, টিম এবং ব্যক্তিগত পর্ব ২, সকাল ৬.৩০ থেকে। মেয়েদের ট্র্যাপ যোগ্যতা অর্জন পর্ব ২, টিম এবং ব্যক্তিগত পর্ব, সকাল ৬.৩০ থেকে।
স্কোয়াশ: মিক্সড ডাবলস পুল এ ভারত বনাম কোরিয়া, সকাল ৮.৩০, মিক্সড ডাবলস পুল ডি, ভারত বনাম ফিলিপিন্স সকাল ১০টা, পুরুষদের সিঙ্গলস রাউন্ড অফ ৩২, দুপুর ১.৩০, মিক্সড ডাবলস পুল এ ভারত বনাম পাকিস্তান, দুপুর ১.৩০, মিক্সড ডাবলস পুল ডি, ভারত বনাম পাকিস্তান, দুপুর ১.৩০
ভলিবল: মেয়েদের প্রাথমিক পর্ব পুল এ, ভারত বনাম চিন, বিকেল ৪.৩০ থেকে।