Asian Games 2023 Schedule Today, 3 October: ক্রিকেটে নামছে ভারত, প্যারিসের কোটায় নজর লভলিনার
Asian Games 2023 Day-15 Schedule in Bengali: অ্যাথলেটিক্স: পুরুষদের ডেকাথলন ইভেন্ট (তেজশ্বিন শঙ্কর) সকাল ৬.৩০ থেকে, পদকের ইভেন্ট সন্ধে ৬.১০। মেয়েদের ৮০০মিটার রাউন্ড ১ হিট, সকাল ৬.৪০। পুরুষদের 4X400 রিলে রাউন্ড ১ হিট, সকাল ৭.১০। পদকের ইভেন্ট-মেয়েদের হাইজাম্প ফাইনাল, বিকেল ৪.৩০। পদকের ইভেন্ট- পুরুষদের ট্রিপল জাম্প ফাইনাল বিকেল ৪.৪০ থেকে।

Image Credit source: X
কলকাতা: এশিয়ান গেমসে আজ শুরু টিম ইন্ডিয়ার ক্রিকেট! একটু ভুল হল। পুরুষদের ক্রিকেট। এ বারই প্রথম এশিয়ান গেমসে অংশ নিচ্ছে ভারতীয় ক্রিকেট দল। অভিষেকেই বাজিমাত করেছে ভারতের মহিলা ক্রিকেট দল। সোনার পদক জিতেছে তারা। এ বার ঋতুরাজ গায়কোয়াড়ের নেতৃত্বাধীন পুরুষ দলের পালা। শীর্ষবাছাই ভারত নামছে নেপালের বিরুদ্ধে। যশস্বী জসওয়াল, রিঙ্কু সিংরা এশিয়ান গেমসে কতটা আকর্ষণীয় পারফর্ম করেন, সে দিকে বাড়তি নজর থাকবে। ক্রিকেট ছাড়াও প্রচুর ইভেন্ট রয়েছে। তেমনই প্রত্যাশা পদক সংখ্যা আরও বাড়ানোয়। বক্সিংয়ে লভলিনা বরগোহাইয়ের পাখির চোখ প্যারিস অলিম্পিক কোটা নিশ্চিত করা। এশিয়াডে আজ আর কী থাকছে টিম ইন্ডিয়ার? ভারতের সূচি বিস্তারিত জেনে নিন TV9 Bangla Sports-এর এই প্রতিবেদনে।
এক নজরে ভারতের সূচি ও সময়
- তিরন্দাজি: মেয়েদের কমপাউন্ড ব্যক্তিগত ইভেন্ট কোয়ার্টারফাইনাল, সেমিফাইনাল, সকাল ৬.১০। পুরুষদের কমপাউন্ড ব্যক্তিগত কোয়ার্টার ও সেমিফাইনাল, সকাল ৭.৫০। পুরুষদের রিকার্ভ ব্যক্তিগত ইভেন্ট কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল, সকাল ১১.৫০।
- অ্যাথলেটিক্স: পুরুষদের ডেকাথলন ইভেন্ট (তেজশ্বিন শঙ্কর) সকাল ৬.৩০ থেকে, পদকের ইভেন্ট সন্ধে ৬.১০। মেয়েদের ৮০০মিটার রাউন্ড ১ হিট, সকাল ৬.৪০। পুরুষদের 4X400 রিলে রাউন্ড ১ হিট, সকাল ৭.১০। পদকের ইভেন্ট-মেয়েদের হাইজাম্প ফাইনাল, বিকেল ৪.৩০। পদকের ইভেন্ট- পুরুষদের ট্রিপল জাম্প ফাইনাল বিকেল ৪.৪০ থেকে। পদকের ইভেন্ট-মেয়েদের ৪০০মিটার হার্ডলস ফাইনাল, বিকেল ৪.৫০। পদকের ইভেন্ট-পুরুষদের ৪০০মিটার হার্ডলস ফাইনাল, বিকেল ৫.০৫। পদকের ইভেন্ট-মেয়েদের ৫০০০মিটার ফাইনাল, বিকেল ৫.২০। পদকের ইভেন্ট-মেয়েদের জ্যাভলিন থ্রো ফাইনাল, বিকেল ৫.৪০। পদকের ইভেন্ট-পুরুষদের ৮০০মিটার ফাইনাল, বিকেল ৫.৫৫।
- ব্যাডমিন্টন: পুরুষদের সিঙ্গলস রাউন্ড অফ ৩২ (এইচএস প্রণয়, কিদম্বি শ্রীকান্ত), সকাল ৭.৩০ থেকে। মেয়েদের সিঙ্গলস রাউন্ড অফ ৩২ (পিভি সিন্ধু, অস্মিতা চালিহা) সকাল ৭.৩০, মেয়েদের ডাবলস রাউন্ড অফ ৩২ (গায়ত্রী গোপীচাঁদ/ তৃষা জলি, অশ্বিনী পোনাপ্পা/তণিশা ক্রেস্টো) সকাল ৭.৩০।
- বক্সিং: মেয়েদের ৫৪কেজি সেমিফাইনাল (প্রীতি) সকাল ১১.৩০, মেয়েদের ৭৫কেজি সেমিফাইনাল (লভলিনা) দুপুর ১২.০০টা, পুরুষদের ৫৭কেজি কোয়ার্টার ফাইনাল (সচিন সিবাচ), বিকেল ৫.১৫। পুরুষদের +৯২কেজি সেমিফাইনাল (নরেন্দ্র) সন্ধে ৬.৩০।
- ব্রিজ (তাস): পুরুষদের টিম সেমিফাইনাল। সকাল ৬.৩০ থেকে।
- ক্যানোয়িং: পদকের ইভেন্ট-মেয়েদের কায়ক সিঙ্গল ৫০০মিটার স্প্রিন্ট ফাইনাল, সকাল ৭.৪৫। পদকের ইভেন্ট-পুরুষদের ক্যানয় ডাবল ১০০০মিটার স্প্রিন্ট ফাইনাল, সকাল ৮.২০। মেয়েদের কায়ক ফোর ৫০০মিটার স্প্রিন্ট ফাইনাল সকাল ৯.১৫, পদকের ইভেন্ট-মেয়েদের ক্যানয় ডাবল ২০০মিটার স্প্রিন্ট ফাইনাল সকাল ১১.৩০।
- দাবা: পুরুষদের টিম রাউন্ড ৫ (গুকেশ, বিদিত গুজরাটি, অর্জুন এরিগাসি, পেন্টালা হরিকৃষ্ণ, রমেশবাবু প্রজ্ঞানন্দ), দুপুর ১২.৩০ থেকে। মেয়েদের টিম ইভেন্ট রাউন্ড ৫ (কোনেরু হাম্পি, হরিকা দ্রোণবল্লী, বৈশালি রমেশবাবু, বন্তিকা আগরওয়াল, সবিতা শ্রী) দুপুর ১২.৩০ থেকে।
- ক্রিকেট: পুরুষদের কোয়ার্টার ফাইনাল, ভারত বনাম নেপাল, সকাল ৬.৩০।
- ডাইভিং: পদকের ইভেন্ট-পুরুষদের ৩মিটার স্প্রিংবোর্ড প্রাথমিক পর্ব এবং ফাইনাল, বিকেল ৪.৩০ থেকে।
- ইকুয়েস্ট্রিয়ান: ইভেন্টিং জাম্পিং টিম ফাইনাল ও ব্যক্তিগত ফাইনাল (অপূর্ব কিশোর দাবাড়ে, বিকাশ কুমার, আশিস বিবেক লিমায়ে) সকাল ৭টা থেকে।
- হকি: মেয়েদের গ্রুপ পর্ব, ভারত বনাম হংকং চিন, সকাল ৭.৪৫।
- কবাডি: পুরুষদের টিম গ্রুপ এ, ভারত বনাম বাংলাদেশ, সকাল ৬টা, মেয়েদের টিম গ্রুপ এ, ভারত বনাম উত্তর কোরিয়া, দুপুর ১.৩০ থেকে।
- সেপাকটাকরো: পুরুষদের কোয়াড্রান্ট প্রাথমিক পর্ব গ্রুপ বি, ভারত বনাম দক্ষিণ কোরিয়া, সকাল ৬.৩০।
- সফট টেনিস: মেয়েদের টিম প্রাথমিক পর্ব গ্রুপ এ, পুরুষদের টিম প্রাথমিক পর্ব।
- স্পোর্ট ক্লাইম্বিং: পদকের ইভেন্ট- মেয়েদের স্পিড, সকাল ৯টা থেকে, পুরুষদের স্পিড সকাল ৯.৪০ থেকে।
- স্কোয়াশ: মিক্সড ডাবলস পুল এ ভারত বনাম জাপান, সকাল ৮.৩০টা, মিক্সড ডাবলস পুল ডি, ভারত বনাম হংকং চিন, সকাল ৯.১৫। মিক্সড ডাবলস কোয়ার্টার ফাইনাল, দুপুর ২.৩০। পুরুষদের সিঙ্গলস কোয়ার্টার ফাইনাল, মেয়েদের সিঙ্গলস কোয়ার্টার ফাইনাল, দুপুর ১.৩০ থেকে।