Image Credit source: AFP, PTI
কলকাতা: হকিতে হাল্লা-বোল হয়েছে। এ বার অপেক্ষা লে-পাঙ্গায় জোড়া সোনার পদক। এশিয়ান গেমসে আজ ভারতের দিন সোনালি হতে পারে। বেশ কিছু পদকের প্রত্যাশা। এর মধ্যে তিন-চারটি সোনার পদক এলে অবাক হওয়ার কিছু নেই। পুরুষদের ক্রিকেটের ফাইনালে নামছে ভারত। কবাডিতে পুরুষ ও মহিলা দু-দলই নামছে সোনার পদকের ম্যাচে। একই ভাবে ব্যাডমিন্টন ডাবলস ফাইনালে অনেক বড় কীর্তির সামনে সাত্বিক-চিরাগ জুটি। পুরুষদের ডাবলসের ফাইনালে নামছেন সাত্বিকরা। এ ছাড়াও নানা পদকের ইভেন্ট রয়েছে। তিরন্দাজিতেও জোড়া সোনার ম্যাচ। হানঝাউ এশিয়ান গেমসে আজ ভারতের সূচি বিস্তারিত জেনে নিন TV9 Bangla Sports-এর এই প্রতিবেদনে।
এক নজরে ভারতের সূচি ও সময়
- তিরন্দাজি: পদকের ইভেন্ট-মেয়েদের কমপাউন্ড ব্যক্তিগত ব্রোঞ্জ পদকের ম্যাচ সকাল ৬.১০। পদকের ইভেন্ট-মেদের কমপাউন্ড ব্যক্তিগত সোনার পদকের ম্যাচ সকাল ৬.৩০টা। পদকের ইভেন্ট-পুরুষদের কমপাউন্ড ব্যক্তিগত সোনার পদকের ম্যাচ, সকাল ৭.১০।
- ব্যাডমিন্টন: পুরুষদের ডাবলস ফাইনাল (চিরাগ শেঠি-সাত্বিকসাইরাজ), সকাল ১১.৩০।
- ক্যানয় স্লালম: পদকের ইভেন্ট-পুরুষদের কায়ক সেমিফাইনাল ও ফাইনাল, সকাল ৬.৫৫ থেকে।
- দাবা: পদকের ইভেন্ট-পুরুষদের টিম রাউন্ড ৯ (গুকেশ, বিদিত গুজরাটি, অর্জুন এরিগাসি, পেন্টালা হরিকৃষ্ণ, রমেশবাবু প্রজ্ঞানন্দ), দুপুর ১২.৩০ থেকে। পদকের ইভেন্ট-মেয়েদের টিম ইভেন্ট রাউন্ড ৯ (কোনেরু হাম্পি, হরিকা দ্রোণবল্লী, বৈশালি রমেশবাবু, বন্তিকা আগরওয়াল, সবিতা শ্রী) দুপুর ১২.৩০ থেকে।
- ক্রিকেট: পুরুষদের ফাইনাল ভারত বনাম আফগানিস্তান, সকাল ১১.৩০।
- হকি: পদকের ইভেন্ট- মহিলাদের ব্রোঞ্জ পদকের ম্যাচ ভারত বনাম জাপান, দুপুর ১.৩০।
- জু-জিৎসু: পদকের ইভেন্ট-মেয়েদের -৬৩ কেজি সকাল ৬.৩০, পদকের ইভেন্ট- পুরুষদের -৮৫ কেজি, সকাল ৬.৩০।
- কবাডি: মেয়েদের সোনার পদকের ম্যাচ, ভারত বনাম চাইনিজ তাইপে, সকাল ৭.০০ থেকে। পুরুষদের সোনার পদকের ম্যাচ, ভারত বনাম ইরান, দুপুর ১২.৩০টা।
- রোলার স্কেটিং: মহিলাদের সিঙ্গল ফ্রি স্কেটিং লং প্রোগ্রাম ফাইনাল, সকাল ৬.৩০।
- সফ্ট টেনিস: পদকের ইভেন্ট-পুরুষ ও মহিলাদের সিঙ্গলস, সকাল ৭.৩০।
- স্পোর্ট ক্লাইম্বিং: মহিলাদের বোল্ডার এবং লিড সেমিফাইনাল ও ফাইনাল সকাল ৬.৩০।
- ভলিবল: মহিলাদের ক্লাসিফিকেশন ম্যাচ ৯-১১০, ভারত বনাম হংকং চিন, সকাল ৮টা।
- কুস্তি: পদকের ইভেন্ট-পুরুষদের ফ্রিস্টাইল ৭৪কেজি, ৮৬ কেজি, ৯৭কেজি, ১২৫ কেজি, সকাল ৭.৩০ থেকে।