Asian Games 2023 Highlights, Day 3: ইকুস্ট্রিয়ানে সোনা, অলরাউন্ড ফাইনাল থেকে সরে দাঁড়ালেন প্রণতি, আরও আপটেড এই লিঙ্কে

সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী | Edited By: দীপঙ্কর ঘোষাল

Sep 27, 2023 | 12:04 AM

Asian Games 2023 Day 2 Live Updates in Bengali: আজ এশিয়াডের তৃতীয় দিন। মোট ১৫টি খেলায় আজ দেখা যাবে ভারতের অ্যাথলিটদের। সাঁতার, বক্সিং, দাবা, সাইক্লিং, ইস্পোর্টস, ইকুস্ট্রিয়ান, ফেন্সিং, হকি, জুডো, সেইলিং, শুটিং, স্কোয়াশ, টেনিস, উসু ও ভলিবলে পারফর্ম করবেন ভারতের একাধিক অ্যাথলিট। এশিয়াডের পুঙ্খানুপুঙ্খ আপডেট জানতে নজর রাখুন এই লাইভব্লগে।

Asian Games 2023 Highlights, Day 3: ইকুস্ট্রিয়ানে সোনা, অলরাউন্ড ফাইনাল থেকে সরে দাঁড়ালেন প্রণতি, আরও আপটেড এই লিঙ্কে
হানঝাউ গেমস ২০২৩

Follow Us

হানঝাউ: ১৯তম এশিয়ান গেমসের (Asian Games 2023) আজ ছিল সরকারি ভাবে তৃতীয় দিন। মাল্টি স্পোর্টস ইভেন্টের প্রথম দিন ভারতে এসেছিল ৫টি পদক। এশিয়াডের দ্বিতীয় দিন আসে আরও ৬টি পদক। যার মধ্যে এসেছে শুটিং ও ক্রিকেটে সোনা। এশিয়ান গেমসের দ্বিতীয় দিনের শেষে পদক তালিকায় ৬ নম্বরে ছিল ভারত। ২টি সোনা, ৩টি রুপো এবং ৬টি ব্রোঞ্জ এসেছে। আজ এশিয়াডের তৃতীয় দিন ভারতের ঝুলিতে ঐতিহাসিক সোনার পদক। ইকুস্ট্রিয়ানে ড্রেসজ টিম ইভেন্টে ৪১ বছর পর সোনা। এ ছাড়াও সেইলিংয়ে রুপো এসেছে নেহা ঠাকুরের সৌজন্যে। সেইলিংয়ে ব্রোঞ্জ এবাদত আলির। কিছুটা হতাশা ফেন্সিংয়ে। পদক মিস ভবানী দেবীর। তৃতীয় দিনের শেষে ভারতের ঝুলিতে মোট ১৪টি পদক। চতুর্থ দিন নজর থাকবে পদকের দৌড়ে থাকা মানু ভাকেরের দিকে। এ ছাড়াও নানা ইভেন্ট। তবে তৃতীয় দিনের শেষে অস্বস্তি, জিমন্যাস্টিক্সে অলরাউন্ড ফাইনাল থেকে সরে দাঁড়িয়েছেন প্রণতি নায়েক। TV9Bangla Sports এর এই লাইভব্লগে নজর রাখুন, তা হলে পাবেন এশিয়ান গেমসের তৃতীয় দিনের একাধিক ইভেন্টের খুঁটিনাটি তথ্য।

LIVE NEWS & UPDATES

The liveblog has ended.
  • 26 Sep 2023 10:06 PM (IST)

    জিমন্যাস্টিক্স আপডেট

    জিমন্যাস্টিক্সের অলরাউন্ড এবং ভল্টের ফাইনালে জায়গা করে নিয়েছিলেন বাংলার প্রণতি নায়েক। কিছুক্ষণ আগেই সাই মিডিয়ার তরফে জানানো হয়েছে, অলরাউন্ড ফাইনাল থেকে সরে দাঁড়িয়েছেন প্রণতি। তবে কেন এই সিদ্ধান্ত, পরিষ্কার নয়।

  • 26 Sep 2023 07:20 PM (IST)

    Asian Games, Swimming: সাঁতারে নতুন জাতীয় রেকর্ড

    সুইমিংয়ে ৪x৪০০ মিটার Medley ইভেন্টে নতুন জাতীয় রেকর্ড গড়লেন ভারতের সাঁতারুরা। ৫ নম্বরে রেস শেষ করলেন শ্রীহরিরা।


  • 26 Sep 2023 07:18 PM (IST)

    Asian Games, SQUASH: কাতারকে হারাল ভারত

    পুরুষদের পুল এ এর ম্যাচে স্কোয়াশে ভারত ৩-০ ব্যবধানে হারাল কাতারকে।

  • 26 Sep 2023 04:11 PM (IST)

    Asian Games, Tennis: কোয়ার্টার ফাইনালে সুমিত

    এশিয়ান গেমসে পুুরুষদের টেনিসের কোয়ার্টার ফাইনালে প্রবেশ করলেন সুমিত নাগাল। রাউন্ড অব সিক্সটিনের ম্যাচে কাজাখস্তানের বেবিত জুকায়েভকে ৭-৬, ৬-৪ ব্যবধানে হারালেন সুমিত নাগাল।

  • 26 Sep 2023 02:56 PM (IST)

    Asian Games, Equestrian: ইকুস্ট্রিয়ানে সোনা এল ভারতে

    এশিয়াডের তৃতীয় দিনে ইকুস্ট্রিয়ানে সোনা এল ভারতে। ৪১ বছরের ইতিহাসে এই প্রথম ইকুস্ট্রিয়ান থেকে সোনা জিতল ভারত। এ বারের এশিয়াডে ইকুস্ট্রিয়ানে ভারতের মিক্সড টিম সোনা জিতল। এই টিমের সদস্যরা হলেন – হৃদয় ছেদা, দিব্যাকৃতি সিং, অনুষ আগরওয়াল্লা এবং সুদীপ্তি হ্যাজেলা। ভারতের পয়েন্ট ২০৯.২০৫। ২০৪.৮৮২ পয়েন্ট নিয়ে রুপো পেয়েছে চিন এবং ২০৪.৮৫২ পয়েন্ট নিয়ে ব্রোঞ্জ পেয়েছে হংকং, চিন। শুটিং, ক্রিকেটের পর ১৯তম এশিয়ান গেমসে এটি ভারতের তৃতীয় সোনা।

     

  • 26 Sep 2023 01:37 PM (IST)

    Asian Games, Sailing: সেইলিংয়ে এল দ্বিতীয় পদক

    এশিয়াডের তৃতীয় দিন সেইলিং থেকে দেশকে রুপো দিয়েছেন নেহা ঠাকুর। এ বার সেইলিংয়ে ব্রোঞ্জ পেলেন ইবাদ আলি। RS:X পুরুষদের ইভেন্টে ব্রোঞ্জ পেলেন ইবাদ আলি।

  • 26 Sep 2023 01:15 PM (IST)

    চলছে এশিয়াডের তৃতীয় দিনের ইভেন্ট

    আজ এশিয়াডের তৃতীয় দিন। একাধিক ইভেন্টে ভারতের অ্যাথলিটরা পারফর্ম করছেন। আজ, মঙ্গলবার এখনও অবধি সেইলিং থেকে রুপো পেয়েছেন ভারতের মহিলা সেইলর নেহা ঠাকুর।