
হানঝাউ: ১৯তম এশিয়ান গেমসের (Asian Games 2023) আজ ষষ্ঠ দিন ছিল। এই মাল্টি স্পোর্টস ইভেন্ট থেকে ভারতীয় অ্যাথলিটরাও প্রতিদিন একের পর এক পদক নিয়ে আসছেন। আজ, শুক্রবার ভারতের অ্যাথলিটরা একাধিক ইভেন্টে পারফর্ম করবেন। আজ এশিয়াডের ষষ্ঠ দিনে মোট ১৬টি খেলায় পারফর্ম করলেন ভারতের অ্যাথলিটদের। তার মধ্যে ১৫৮ জন অ্যাথলিটকে পারফর্ম করতে দেখা গেল। অ্যাথলেটিক্সে আজ ভারতের সফর শুরু হল। এল পদকও। এ ছাড়া সাঁতার, তাস, বাস্কেটবল, ব্যাডমিন্টন, বক্সিং, সাইক্লিং, দাবা, ই স্পোর্টস, গল্ফ, হ্যান্ডবল, হকি, শুটিং, স্কোয়াশ, টেবল টেনিস এবং টেনিসে ভারতীয় অ্যাথলিটরা পারফর্ম করলেন। ষষ্ঠ দিনের শেষে ভারতের মোট পদক সংখ্যা হল ৩৩টি। আগামিকাল এই পদকসংখ্যা আরও বাড়বে। TV9Bangla Sports এর এই লাইভব্লগে রইল ষষ্ঠ দিনের একাধিক ইভেন্টের খুঁটিনাটি তথ্য।
এশিয়ান গেমসে ষষ্ঠ দিনের শেষে ভারতের মোট পদক সংখ্যা দাঁড়াল ৩৩টি। গতকাল অবধি ভারতের মোট পদক ছিল ২৫টি। আজ এশিয়াড থেকে এসেছে ৮টি পদক।
এশিয়ান গেমসে এ দিনই শুরু হল অ্যাথলেটিক্সের ইভেন্ট। প্রথম দিনই পদক। মেয়েদের শট পাট ইভেন্টে ব্রোঞ্জ পেলেন ভারতের কিরণ বালিয়া। ৭২ বছর পর এশিয়ান গেমসে শট পাটে পদক এল ভারতে। ১৯৫১ সালে বারবারা ওয়েবস্টার শেষ বার ব্রোঞ্জ পেয়েছিলেন।
স্কোয়াশের ফাইনালে ভারত। আগামিকাল দুপুর ১টায় সোনার পদকের ম্যাচে ভারত বনাম পাকিস্তান। গত বারের গোল্ড মেডালিস্ট মালয়েশিয়াকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেন সৌরভ ঘোষালরা।
এশিয়ান গেমসে পুরুষদের ৪০০ মিটার ফাইনালে মহম্মদ আজমল। ৪৫.৭৬ সেকেন্ডে রেস শেষ করে দ্বিতীয় স্থানে শেষ করেছেন তিনি।
Muhammed Ajmal is through to FINAL of 400m.
Ajmal finished 2nd in his Heat clocking 45.76s.The other Indian fray Muhammed Ajmal missed OUT; finished 3rd in his Heat cloking 46.29.
FINAL scheduled for tomorrow.
#IndiaAtAsianGames #AGwithIAS #AsianGames2023 pic.twitter.com/dGuVI8cUjC
— India_AllSports (@India_AllSports) September 29, 2023
বক্সিং থেকে পদক নিশ্চিত। এশিয়ান গেমসে বক্সিংয়ে মেয়েদের ৫০ কেজি বিভাগের কোয়ার্টার ফাইনালে নিখাত জারিন হারালেন জর্ডনের হানান নাসারকে। ১২০ সেকেন্ডেই এশিয়ান গেমস পদক ও প্যারিস অলিম্পিক কোটা নিশ্চিত করলেন ভারতীয় বক্সার নিখাত জারিন।
বক্সিংয়ে মেয়েদের ৫০ কেজি বিভাগের কোয়ার্টার ফাইনালে অ্যাকশনে নিখাত জারিন। শেষ আটের বাউটে জর্ডনের হানান নাসারের মুখোমুখি নিখাত।
মালয়েশিয়ার বিরুদ্ধে প্রথমার্ধ শেষে ৫-০ ব্যবধানে এগিয়ে রয়েছে ভারতীয় মহিলা হকি টিম।
এশিয়ান গেমসে স্কোয়াশে পুরুষদের সেমিফাইনালে মুখোমুখি ভারত ও মালয়েশিয়া।
এ বারের এশিয়ান গেমসে ব্যাডমিন্টনে ভারতীয় পুরুষ টিম কোয়ার্টার ফাইনালে ৩-০ হারাল নেপালকে। লক্ষ্য সেন, মিথুন মঞ্জুনাথ ও কিদাম্বি শ্রীকান্ত সেমিফাইনালে ওঠায় ব্যাডমিন্টন থেকে পদক নিশ্চিত।
As expected, another medal assured for India, this time in Badminton
India beat Nepal 3-0 in QF of Men’s Team event.
Semis Opponent: Winner of South Korea/Indonesia tie #IndiaAtAsianGames #AGwithIAS #AsianGames2023 pic.twitter.com/8VoUOdFNDA
— India_AllSports (@India_AllSports) September 29, 2023
১৯তম এশিয়ান গেমসের ষষ্ঠ দিনে ভারতে এসেছে ২টি সোনা, ৩টি রুপো এবং ১টি ব্রোঞ্জ। এখনও অবধি এ বারের এশিয়াডে ভারতের পদক সংখ্যা ৩২টি। ৮টি সোনা, ১২টি রুপো এবং ১২টি ব্রোঞ্জ পেয়েছেন ভারতের অ্যাথলিটরা।
Day 6️⃣ so far goes like this for 🇮🇳 at #AsianGames2022
2⃣🥇, 3⃣🥈& 1⃣🥉by our fantastic Medalists up until now 🥳
Waiting for more as the day progresses
We are all pumped up & ready to #Cheer4India 🇮🇳#HallaBol#JeetegaBharat#BharatAtAG22 pic.twitter.com/eVwCo3VnNS
— SAI Media (@Media_SAI) September 29, 2023
চলতি এশিয়ান গেমসে টেবল টেনিসে মেয়েদের ডাবলসের কোয়ার্টার ফাইনালে পৌঁছলেন ঐহিকা-সুতীর্থা।
After their thrilling entry to Round of 16 yesterday, 🇮🇳’s Ayhika & Sutirtha scored 3-0 win against 🇹🇭’s Sawettabut & Aueawiriyayothin, clinching their spot in Women’s Doubles Quarter Finals👏
Well done girls! Give your best💪🏻#AsianGames2022#Cheer4India#HallaBol… pic.twitter.com/iT6pYzQKmd
— SAI Media (@Media_SAI) September 29, 2023
এশিয়াডে মিক্সড ডাবলসের ফাইনালে রুতুজা-রোহন বোপান্না।
𝐓𝐎 𝐏𝐋𝐀𝐘 𝐅𝐎𝐑 𝐆𝐎𝐋𝐃 #AsianGames2022! 🇮🇳
Our dynamic Mixed Doubles pair, @RutujaBhosale12, and @rohanbopanna proceeded to the finals after an electrifying semifinal!👏
Let’s cheer out loud for them and wish them the very best for the FINALS🌟👍🏻#Cheer4India… pic.twitter.com/c0QC1Glh09
— SAI Media (@Media_SAI) September 29, 2023
পুরুষদের ৫০ মিটার রাইফেল থ্রি-পজিশন ইভেন্টের ব্যক্তিগত বিভাগের ফাইনালে রুপো পেলেন ভারতীয় শুটার ঐশ্বর্য সিং টোমার।
পুরুষদের ৫০ মিটার রাইফেল থ্রি-পজিশনের ফাইনাল চলছে
মেয়েদের স্কোয়াশের সেমিফাইনালে হংকংয়ের কাছে ২-১ ব্যবধানে হেরে ব্রোঞ্জ পেলেন ভারতের মেয়েরা।
মেয়েদের টেবল টেনিসের সিঙ্গলসে রাউন্ড অব সিক্সটিনের ম্যাচে মনিকা বাত্রা হারালেন থাইল্যান্ডের সুথাসিনী সাওয়েত্তাবুতকে। কোয়ার্টার ফাইনালে জিতলেই পদকের সামনে পৌঁছে যাবেন মনিকা।
ব্যাডমিন্টনে মেয়েদের কোয়ার্টার ফাইনালে থাইল্যান্ডের বিরুদ্ধে ৩-০ ব্যবধানে হারলেন ভারতের শাটলাররা। ফলে এ বারের মতো এশিয়াডে মেয়েদের ব্যাডমিন্টন থেকে বিদায় সিন্ধুদের।
মেয়েদের ১০ মিটার এয়ার পিস্তলের ব্যক্তিগত ইভেন্টে সোনা জিতলেন পলক গুলিয়া এবং রুপো পেলেন এষা সিং। মেয়েদের ১০ মিটার এয়ার পিস্তলের টিম ইভেন্টে রুপো পেয়েছিলেন এষা-পলকরা।
৮ সোনা সহ ভারত জিতল ২৮টা পদক। যার মধ্যে ৪টে পদক হায়দরাবাদের এষা সিংয়ের।
মেয়েদের ১০ মিটার এয়ার পিস্তলের ব্যক্তিগত বিভাগের ফাইনাল চলছে। ১ এবং ২ নম্বরে রয়েছেন ভারতীয় শুটার এষা সিং ও পলক।
স্বপ্ন জাগিয়েও এশিয়ান গেমসের টেনিস ডাবলস ফাইনালে হেরে গেলেন ভারতীয় জুটি।
টেনিসে পুরুষদের ডাবলসের ফাইনালে প্রথম সেটে হেরে গেলেন রামকুমাররা। পুরুষদের ডাবলসের ফাইনালে প্রথম সেটে চাইনিজ তাইপে জিতল ৬-৪ ব্যবধানে।
চলতি এশিয়ান গেমসে শুটিং থেকে একের পর এক পদক আসছে ভারতে। পুরুষদের ৫০ মিটার রাইফেল ৩ পজিশনের টিম ইভেন্টে ভারতের ঐশ্বর্য-স্বপ্নিল-অখিল ত্রয়ী সোনা জেতার পর দোহা গেমসের পারফরম্যান্স ছাপিয়ে গেলেন ভারতীয় শুটাররা। কারণ ২০০৬ সালে দোহাতে ভারতীয় শুটাররা সর্বাধিক ১৪টি পদক পেয়েছিলেন। এ বার তা আপাতত দাঁড়াল ১৫টি পদকে। শুটিং থেকে আরও পদকের প্রত্যাশা বাড়ছে।
With This 3 position Gold from the Men, India surpasses the highest 14 medal haul at Doha 2006. #indianshootingteam @WeAreTeamIndia #AsianGames2022
— Joydeep Karmakar OLY (@Joydeep709) September 29, 2023
মেয়েদের দলগত ইভেন্টে রুপোর পর বিশ্বরেকর্ড গড়ে ৫০ মিটার প্রোনে সোনা জিতলেন স্বপ্নিল-ঐশ্বর্য-অখিলরা।
এশিয়ান গেমসের ছয় নম্বর দিনে ভারতে প্রথম পদক এল শুটিংয়ে মেয়েদর টিম ইভেন্টে। ১০ মিটার এয়ার পিস্তল টিম ইভেব্টে রুপো পেলেন এষা-পলক-দিব্যারা।