Asian Games 2023: ৬ দিন, ১৪টি রেস; পদকের প্রার্থনায় উপোস করেছে পরিবার!
Asian Games 2023, Eabad Ali: এশিয়ান গেমসে এবাদের পদকের আরও গুরুত্ব রয়েছে। উইন্ডসার্ফিংয়ে আন্তর্জাতিক স্তরে এটিই ভারতের প্রথম পদক। এবাদ বলছেন, 'এশিয়ান গেমসে আসার আগে, আমার কমান্ডিং অফিসার অলিম্পিয়ান কর্নেল এনএস জোহাল শুভেচ্ছাবার্তার পাশাপাশি আমাকে একটা নতুন বোট উপহার দিয়েছিল।' উইন্ডসার্ফিংয়ে RS:X ইভেন্টে ১৪টি রেস হয়েছে ৬ দিনের মধ্যে। আর এই ৬দিন এবাদের পরিবারও লড়াই চালিয়েছে। কীভাবে!

হানঝাউ: সাফল্য-ব্যর্থতা জীবনের। প্রতিটা ক্ষেত্রেই প্রয়োজন ধৈর্য। কখনও হয়তো প্রার্থনারও প্রয়োজন পড়ে। এশিয়ান গেমসে ইতিহাস গড়েছে সেইলর এবাদ আলি। সেইলিংয়ে প্রথম পদক এসেছে তা নয়। কিন্তু সেইলিংয়ের উইন্ড সার্ফিংয়ে পদক জিতে দেশের জন্য ইতিহাস গড়েছেন। আর তাঁর পদকের প্রার্থনায় উপোস করেছে পরিবার! তাও একদিন নয়, ৬ দিন! এমন কথাই খোলসা করলেন এশিয়াডে ব্রোঞ্জ পদক পাওয়া এবাদ আলি। আরও নানা তথ্যই উঠে এল তাঁর প্রসঙ্গে। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।
এশিয়ান গেমসে এবাদের পদকের আরও গুরুত্ব রয়েছে। উইন্ডসার্ফিংয়ে আন্তর্জাতিক স্তরে এটিই ভারতের প্রথম পদক। এবাদ বলছেন, ‘এশিয়ান গেমসে আসার আগে, আমার কমান্ডিং অফিসার অলিম্পিয়ান কর্নেল এনএস জোহাল শুভেচ্ছাবার্তার পাশাপাশি আমাকে একটা নতুন বোট উপহার দিয়েছিল।’ উইন্ডসার্ফিংয়ে RS:X ইভেন্টে ১৪টি রেস হয়েছে ৬ দিনের মধ্যে। আর এই ৬দিন এবাদের পরিবারও লড়াই চালিয়েছে। কীভাবে! ৬ দিন সকলেই উপোস করেছেন। বা বলা যায়, ‘রোজা’ রেখেছেন। এবাদ বলেন, ‘প্রতিযোগিতা শুরুর দিন থেকেই ফাইনাল রেস অবধি পরিবার উপোস করেছে।’
এবাদরা পাঁচ বোন, দুই ভাই। বাবা দুধ বিক্রি করতেন। দিনমজুরি থেকেই সংসার চলত তাদের। এখন আর তাঁর বাবা দুধ বিক্রি করতে পারেন না। বয়স হয়েছে। এবাদের সেইলিংয়ে আসার নেপথ্য কাহিনি কী? ২০১৩ সালে ভারতীয় সেনায় যোগ দেন এবাদ। তাঁর পছন্দ ছিল দৌড়। তবে সেনায় যোগ দেওয়ার পর সেইলিংয়ে আগ্রহ বাড়ে। ২০১৭ সাল থেকে আর্মির ইয়টে ট্রেনিং করছিলেন এবাদ। এশিয়ান গেমসের ২০ দিন আগে কোরিয়া এবং থাইল্যান্ডে ট্রেনিং করেছেন এবাদ। যাতে হানঝাউয়ের পরিবেশ, পরিস্থিতি প্রসঙ্গে কিছুটা পরিচিত হওয়া যায়। আর্মির অফিসারদের থেকেও প্রচুর সাপোর্ট পেয়েছেন। আর পরিবারের সাপোর্ট? সেটা যে সবসময়ই রয়েছে! এশিয়ান গেমসে যেন আরও ভালো করে উপলব্ধি করতে পারলেন।
