Asian Games: এশিয়ান গেমসে ভারতের ৬৩৪ অ্যাথলিট; কোন বিভাগে কত জন, জেনে নিন
Asian Games 2023: ভারতের লক্ষ্য এ বার একশোর বেশি পদক জেতা। এশিয়ান গেমসে এ বার অংশ নেবে ভারতীয় ক্রিকেট এবং ফুটবল দলও।
এশিয়ান গেমসে কতজন ভারতীয় অ্যাথলিট অংশ নিচ্ছে তার বিস্তারিত তালিকা দিল ক্রীড়ামন্ত্রক। সাই মিডিয়ার তরফে সেই তালিকা পাঠানো হয়েছে। সব মিলিয়ে ৩৮টি বিভাগে অংশ নেবেন ভারতীয় অ্যাথলিটর। ভারতীয় অলিম্পিক সংস্থার তরফে মোট ৮৫০জন অ্যাথলিটের তালিকা দেওয়া হয়েছিল ক্রীড়ামন্ত্রকে। এর মধ্যে ৬৩৪ জনের টিম বেছে নেওয়া হয়েছে। ২০১৮ সালে জাকার্তা এশিয়ান গেমসে ভারতের ৫৭২ জন অ্যাথলিট অংশ নিয়েছিল। টিম এবং ব্যক্তিগত ইভেন্ট মিলিয়ে এই তালিকা। গত এশিয়ান গেমসে সব মিলিয়ে ৭০টি পদক জিতেছিল ভারত। এর মধ্যে ১৬টি সোনা। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।
এ বারের এশিয়ান গেমস হবে চিনের হাংঝৌতে। চার বছরের ব্যবধানে হয় এশিয়ান গেমস। কোভিড পরিস্থিতির কারণে এক বছর পিছিয়ে দেওয়া হয়েছিল এই মাল্টি স্পোর্টস ইভেন্ট। ২৩ সেপ্টেম্বর শুরু হবে মূল ইভেন্ট। ভারতের লক্ষ্য এ বার একশোর বেশি পদক জেতা। এশিয়ান গেমসে এ বার অংশ নেবে ভারতীয় ক্রিকেট এবং ফুটবল দলও। সবমিলিয়ে ৩২০ জন পুরুষ এবং ৩১৪ জন মহিলা অ্যাথলিট যাচ্ছেন। কোন ইভেন্টে কতজন অ্যাথলিট রয়েছে, জেনে নিন বিস্তারিত।
তিরন্দাজি ১৬, অ্যাকোয়াটিক্স ২২, অ্যাথলেটিক্স ৬৫, ব্যাডমিন্টন ১৯, বক্সিং ১৩, সাইক্লিং ১০, জুডো ৪, রোয়িং ৩৩, শুটিং ৩০, টেবল টেনিস ১০, ভারোত্তলন ২ (এই ইভেন্টে পুরুষ অ্যাথলিট নেই), ব্রিজ ১৮, দাবা ১০, গল্ফ, সফ্ট টেনিস ১০, স্কোয়াশ ৮, জু-জিৎসু ৬, কুরাস ২, টেনিস ৯, ইস্পোর্টস ১৫, উশু ১০, সেইলিং ১৬, কায়াকিং ও ক্যানোয়িং ১৭, সেপাকটাকরো ১৬, রোলার স্কেটিং ১৪, জিমন্যাস্টিক্স ১, ফেন্সিং ৯, কুস্তি ১৮, ইকুস্টেরিয়ান ১১, স্পোর্টস ক্লাইম্বিং ৭, ক্রিকেট ৩০, হ্যান্ডবল ১৬, হকি ৩৬, কবাডি ২৪, রাগবি ১২, বাস্কেটবল ২০, ভলিবল ২৪, ফুটবল ৪৪।