Asian Games 2023 Opening Ceremony Highlights: জমকালো উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে এশিয়ান গেমসের শুভ সূচনা

Asian 2023 Opening Ceremony Live Updates in Bengali: ১৯ তম এশিয়ান গেমসের শুভ সূচনা আজ। হানঝাউ অলিম্পিক স্পোর্টস সেন্টার স্টেডিয়ামে আজ এশিয়াডের উদ্বোধনী অনুষ্ঠান। করোনার কারণে ২০২২ সালের জায়গায় তা পিছিয়ে ২০২৩ সালে হচ্ছে। আজ থেকে এই মাল্টি স্পোর্টস ইভেন্ট চলবে ৮ অক্টোবর অবধি।

Asian Games 2023 Opening Ceremony Highlights: জমকালো উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে এশিয়ান গেমসের শুভ সূচনা
১৯ তম এশিয়ান গেমসের শুভ সূচনা আজImage Credit source: Graphics - TV9Bangla

Sep 23, 2023 | 7:52 PM

হানঝাউ: অপেক্ষার অবসান। আজ, ২৩ সেপ্টেম্বর ১৯তম এশিয়ান গেমসের (Asian Games 2023) শুভ সূচনা হল। এশিয়াডের জন্য সেজে উঠেছে চিনের হানঝাউ। কয়েকদিন আগে অবশ্য এ বারের এশিয়াডের টিম ইভেন্টগুলি শুরু হয়ে গিয়েছিল। আজ শনিবার এই মাল্টি স্পোর্টস ইভেন্টের সরকারিভাবে উদ্বোধন হল। এক জমকালো উদ্বোধনী অনুষ্ঠানের সাক্ষী রইল বিগ লোটাস এবং ক্রীড়াপ্রেমীরা। হানঝাউ অলিম্পিক স্পোর্টস সেন্টার স্টেডিয়ামে দেখা গেল আয়োজক চিন বিভিন্ন প্রযুক্তি ব্যবহার করে উদ্বোধনী অনুষ্ঠানকে আরও নজরকাড়া করেছে। AI এর ব্যবহার বেশ ফুটে উঠেছিল এশিয়ান গেমসের উদ্বোধনী অনুষ্ঠানে। করোনার কারণে ২০২২ সালের জায়গায় তা পিছিয়ে ২০২৩ সালে হচ্ছে। আজ থেকে এই মাল্টি স্পোর্টস ইভেন্ট চলবে ৮ অক্টোবর অবধি। TV9Bangla Sports এর এই লাইভব্লগে দেখুন এশিয়ান গেমসের উদ্বোধনী অনুষ্ঠানের (Asian Games 2023 Opening Ceremony) খুঁটিনাটি তথ্য।

 

LIVE NEWS & UPDATES

The liveblog has ended.
  • 23 Sep 2023 06:16 PM (IST)

    গর্বের মুহূর্ত

    দেখে নিন এশিয়ান গেমসের উদ্বোধনী অনুষ্ঠানে ভারতীয় টিমের প্রবেশের ভিডিয়ো।

  • 23 Sep 2023 06:05 PM (IST)

    শীর্ষে ভারত…

    বিগ লোটাসের গ্যালারি থেকে ভারতীয় অ্যাথলিটরা দেশের হয়ে গলা ফাটান। স্পোর্টস অথরিটি অব ইন্ডিয়ার শেয়ার করা ভিডিয়োতে দেখা গিয়েছে, ভারতীয় অ্যাথলিটরা সমবেত কণ্ঠে বলছে, ‘সবার আগে থাকবে ভারত…’

     

  • 23 Sep 2023 05:49 PM (IST)

    ভারতের হয়ে পতাকা বইলেন হরমনপ্রীত সিং ও লভলিনা

    এশিয়ান গেমসের উদ্বোধনী অনুষ্ঠানে ভারতের হয়ে পতাকা বইলেন ভারতীয় পুরুষ হকি দলের অধিনায়ক হরমনপ্রীত সিং এবং ভারতীয় তারকা বক্সার লভলিনা বোরগোহাইন।

  • 23 Sep 2023 05:41 PM (IST)

    আফগানিস্তানের প্রতিনিধিরা মঞ্চে প্রবেশ করলেন

    জাতীয় পতাকা নিয়ে এক এক করে এশিয়ান গেমসে অংশগ্রহণকারী দেশগুলি উদ্বোধনী অনুষ্ঠানের মঞ্চে প্রবেশ করছে।

  • 23 Sep 2023 05:32 PM (IST)

    ওপেনিং সেরেমনি শুরু

    ‘বিগ লোটাস’-এ শুরু এশিয়ান গেমসের জমকালো উদ্বোধনী অনুষ্ঠান। AI এবং ইকো ফ্রেন্ডলি টেকনোলজি ব্যবহার করা হয়েছে এই উদ্বোধনী অনুষ্ঠানে।

  • 23 Sep 2023 05:30 PM (IST)

    বিগ লোটাসের অন্দরে…

    স্পোর্টস অথরিটি অব ইন্ডিয়ার পক্ষ থেকে বিগ লোটাসের ভিতরের ছবি তুলে ধরা হয়েছে।

  • 23 Sep 2023 05:00 PM (IST)

    এশিয়াডের উদ্বোধনী অনুষ্ঠানে দর্শকরা পাবেন এক মিষ্টি গিফ্ট ব্যাগ

    এশিয়ান গেমসের উদ্বোধনী অনুষ্ঠান দেখতে যাওয়া দর্শকদের আয়োজকদের পক্ষ থেকে একটি মিষ্টি ব্যাগ উপহার দেওয়া হচ্ছে। যেখানে একাধিক জিনিস রয়েছে। দেখুন সেই মিষ্টি ব্যাগটির ভিডিয়ো

  • 23 Sep 2023 04:50 PM (IST)

    একফ্রেমে টিম ইন্ডিয়ার দুই পতাকাবাহক…

    ভারতের দুই পতাকাবাহক হরমনপ্রীত সিং এবং লভলিনা বোরগোহাইন এশিয়ান গেমসের উদ্বোধনী অনুষ্ঠানের জন্য তৈরি।

  • 23 Sep 2023 04:45 PM (IST)

    হানঝাউ গেমসের উদ্বোধন করবেন চিনের প্রেসিডেন্ট শি জিনপিং

    ভারতীয় সময় অনুসারে আজ, ২৩ সেপ্টেম্বর বিকেল ৫.৩০ মিনিটে চিনের প্রেসিডেন্ট শি জিনপিং হানঝাউ গেমসের শুভ উদ্বোধন করবেন।

  • 23 Sep 2023 04:40 PM (IST)

    ভারত তৈরি…

    এশিয়ান গেমসের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য তৈরি ভারতীয় অ্যাথলিটরা। এ বার হানঝাউতে বসেছে এশিয়াডের আসর। ১৯তম এশিয়ান গেমসের উদ্বোধনী অনুষ্ঠানে ভারতের পতাকাবাহক পুরুষ হকি দলের অধিনায়ক হরমনপ্রীত সিং এবং ভারতীয় তারকা বক্সার লভলিনা বোরগোহাইন।

  • 23 Sep 2023 04:31 PM (IST)

    আজ এশিয়াডের শুভ সূচনা

    আর ঠিক ১ ঘণ্টা পর ১৯তম এশিয়ান গেমসের শুভ উদ্বোধন হবে। সেজে উঠেছে বিগ লোটাস।