কলকাতা: হানঝাউ এশিয়ান গেমসে পদকের সংখ্যা বাড়ছে। সঙ্গে প্রত্যাশাও বাড়ছে দ্রুত। দিন বাড়ছে, ইভেন্ট কমছে, হানঝাউ এশিয়ান গেমস এখন শেষ ল্যাপের দিক। আর এমন সময়ই পদকের ঝড় উঠতে পারে। যে কদিন পদকের ইভেন্ট ছিল, টিম ইন্ডিয়ার মাত্র একদিনই সোনা-হীন কেটেছিল। বাকি সব দিনই সোনা সহ নানা পদক জিতেছে। বৃহস্পতিবারও তিনটি সোনা এল ভারতের ঝুলিতে। পদক তালিকায় চতুর্থ স্থানও ধরে রেখেছে টিম ইন্ডিয়া। বিস্তারিত জেনে নিন TV9 Bangla Sports-এর এই প্রতিবেদনে।
সেঞ্চুরি থেকে এখনও ১৪ পদক দূরে ভারত। তবে সেই দূরত্ব মেটার যথেষ্ঠ সম্ভাবনা রয়েছে। পদকের রং কতটা ভালো হবে, নজর সেদিকেই। আজই যেমন সোনার পদকের সম্ভাবনা রয়েছে হকিতে। দুরন্ত ছন্দে রয়েছে ভারতীয় পুরুষ হকি দল। হানঝাউ এশিয়াডে অপরাজিত ভারত। প্রতি ম্যাচেই বিশাল ব্যবধানে জিতেছে। হাতে গোনা ম্যাচ ছাড়া সবই ভারতের একপেশে জয়। বৃহস্পতিবার দিনের প্রথম সোনা আসে টিম ইভেন্টেই।
তিরন্দাজিতে বরাবরই ভারতের বড় প্রত্যাশা থাকে। বৃহস্পতিবার মেয়েদের টিম কমপাউন্ড ইভেন্টে সোনা জয় ভারতের। এই পদকেই ১৯তম সোনা এ বারের এশিয়াডে। মেয়েদের কমপাউন্ড টিমে রয়েছেন পরনীত কৌর, অদিতি গোপীচাঁদ স্বামী এবং জ্যোতি সুরেখা। চাইনিজ তাইপেকে হারিয়ে সোনা জেতেন তাঁরা।
টিম ইন্ডিয়াকে তৃপ্তি দিয়েছে সুপার-মমের সোনা জয়। স্কোয়াশে মিক্সড ডাবলসে মালয়েশিয়ার জুটিকে হারিয়ে সোনা জয় দীপিকা পাল্লিকাল ও হরিন্দরপল সিংয়ের। এই জুটির সোনা ভারতের সোনালি পদকের সংখ্য়া দাঁড়ায় ২০। এরপর তিরন্দাজির টিম ইভেন্টে আরও একটি সোনার পদক। পুরুষদের কমপাউন্ডে দক্ষিণ কোরিয়ার মতো শক্তিশালী প্রতিপক্ষকে হারিয়ে সোনা জেতেন অভিষেক ভার্মা, ওজস তেওতালে ও প্রথমেশ জ্বকার।
একটা আপশোস হয়তো থাকতে পারে সৌরভ ঘোষালকে নিয়ে। প্রত্যেকেই প্রার্থনা করেছিলেন ভারতের এই কিংবদন্তি স্কোয়াশ প্লেয়ার সোনা জিতুন। টিম ইভেন্টে দেশকে সেই সম্মান এনে দিয়েছেন এ বারই। তবে ব্যক্তিগত ইভেন্টে রুপোতেই সন্তুষ্ট থাকতে হল সৌরভ ঘোষালকে। কুস্তিতে ব্রোঞ্জ পদক অন্তিম পাঙ্ঘালের। বৃহস্পতিবার অবধি ভারতের ঝুলিতে মোট ৮৬টি পদক। এর মধ্যে গর্বের ২১টি সোনা।