Asian Games 2023, Athletics: এশিয়ান গেমসে ১০ হাজার মিটার রেসে রুপো কার্তিকের, ব্রোঞ্জ গুলবীরের

Asian Games, Men's 10000m Race: হানঝাউ গেমসে অ্যাথলেটিক্স থেকে তৃতীয় পদক এল ভারতে। চলতি এশিয়ান গেমসে পুরুষদের ১০ মিটার রেসে রুপো পেয়েছেন ভারতের কার্তিক কুমার (Kartik Kumar)। একই ইভেন্টে ব্রোঞ্জ পেয়েছেন ভারতের লং ডিসট্যান্স রানার গুলবীর সিং (Gulveer Singh)।

Asian Games 2023, Athletics: এশিয়ান গেমসে ১০ হাজার মিটার রেসে রুপো কার্তিকের, ব্রোঞ্জ গুলবীরের
এশিয়াডে ১০ হাজার মিটার রেসে জোড়া পদক এল ভারতে।Image Credit source: PTI

| Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Sep 30, 2023 | 7:50 PM

হানঝাউ: ভারতীয় অ্যাথলিটরা ১৯তম এশিয়ান গেমস (Asian Games 2023) থেকে একের পর এক পদক দিয়েই চলেছেন দেশকে। গতকাল, ২৯ সেপ্টেম্বর শুরু হয়েছে অ্যাথলেটিক্সের ইভেন্ট। প্রথম দিন অ্যাথলেটিক্স থেকে দেশকে পদক দিয়েছিলেন কিরণ বালিয়া। মেয়েদের শট পাট ইভেন্টে তিনি ব্রোঞ্জ পেয়েছিলেন। ৭২ বছর পর শট পাট থেকে দেশকে পদক এনে দিয়েছেন কিরণ বালিয়া। এ বার আজ, শনিবার এশিয়ান গেমসে অ্যাথলেটিক্স (Athletics) থেকে ভারতকে (India) আরও ২টি পদক দিলেন দুই লং ডিসট্যান্স রানার। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।

হানঝাউ গেমসে পুরুষদের ১০ হাজার মিটার রেসে রুপো পেয়েছেন ভারতের কার্তিক কুমার। একই ইভেন্টে ব্রোঞ্জ পেয়েছেন ভারতের লং ডিসট্যান্স রানার গুলবীর সিং। এশিয়াডে পুরুষদের ১০ হাজার মিটারের ফাইনালে রেস শেষ করতে কার্তিক কুমার সময় নেন ২৮:১৫.৩৮ সেকেন্ড। অন্যদিকে গুলবীর সিং ১০ হাজার মিটারের ফাইনাল রেস শেষ করতে সময় নেন ২৮:১৭.২১ সেকেন্ড।

১০ হাজার মিটার দৌড়ে জোড়া পদক ভারতে এসেছে। আর বাহরিনের লং ডিসট্যান্স রানার বিরহানু ইয়েমাতাও বালেউ সোনা জিতেছেন। এশিয়ান গেমসে পুরুষদের ১০ হাজার মিটার রেসের ফাইনাল ২৭ বছরের বিরহানু শেষ করেন ২৮:১৩.৬২ সেকেন্ডে।


ফিনিশিং লাইন থেকে ১০০ মিটার দূরে যখন ছিলেন কার্তিক ও গুরবীর, সেই সময় পরপর তিন প্রতিযোগী ধাক্কা খেয়ে পড়ে যান। অবশ্য তাতে চাপে পড়েননি ভারতের দুই লং ডিসট্যান্স রানার। তাঁরা নিজেদের ব্যক্তিগত সেরা পারফরম্যান্সের মাধ্যমে দেশকে পদক এনে দিলেন।