Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Avinash Sable: পোল্যান্ড থেকে প্যারিসের টিকিট নিশ্চিত অবিনাশ সাবলের

Paris 2024: ট্র্যাকে প্রথম ভারতীয় এবং ট্র্যাক অ্যান্ড ফিল্ড ইভেন্টে ভারতের ষষ্ঠ অ্যাথলিট হিসেবে প্যারিস অলিম্পিকের যোগ্যতা অর্জন করলেন অবিনাশ সাবলে।

Avinash Sable: পোল্যান্ড থেকে প্যারিসের টিকিট নিশ্চিত অবিনাশ সাবলের
Image Credit source: twitter
Follow Us:
| Edited By: | Updated on: Jul 17, 2023 | 1:23 AM

সিলেসিয়া ডায়মন্ড লিগে নজর ছিল ভারতের স্টিপলচেজার অবিনাশ সাবলের দিকে। এক দিকে, ডায়মন্ড লিগের ফল ভালো করা। অন্য দিকে, নজর ছিল প্যারিস অলিম্পিকের যোগ্যতা অর্জন। কেরিয়ারের দ্বিতীয় সেরা পারফরম্যান্স। পোল্যান্ডের ডায়মন্ড ইভেন্টে ষষ্ঠ স্থানে শেষ করেন অবিনাশ সাবলে। প্যারিস অলিম্পিকের যোগ্যতাও অর্জন করেন। বিস্তারিত রইল TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।

ভারতের প্রথম ট্র্যাক অ্যাথলিট হিসেবে প্যারিস অলিম্পিকের যোগ্যতা অর্জন করলেন অবিনাশ সাবলে। সিলেসিয়া ডায়মন্ড লিগে ৩০০০ মিটার স্টিপলচেজে কেরিয়ারের অন্যতম সেরা পারফরম্যান্স। ষষ্ঠ স্থানে শেষ করলেও অলিম্পিকের কোয়ালিফাইং মার্ক ছিল ৮.১৫.০০ মিনিট। সেখানে অবিনাশ সাবলে সময় নিলেন ৮ মিনিট ১১.৬৩ সেকেন্ড। অল্পের জন্য নিজের জাতীয় রেকর্ড ৮.১১.২০ সেকেন্ডে শেষ করা হল না।

২০২৪ সালের প্যারিস অলিম্পিকের যোগ্যতা অর্জন পর্ব শুরু হয়েছে ১ জুলাই থেকেই। ২০২৪ সালের ৩০ জুন অবধি বিভিন্ন টুর্নামেন্ট থেকে অলিম্পিক যোগ্যতা অর্জনের সুযোগ থাকবে। সিলেসিয়া ডায়মন্ড লিগে শীর্ষস্থানে শেষ করলেন অলিম্পিক এবং বিশ্ব চ্যাম্পিয়ন মরক্কোর এল বাকালি সুফিয়ানে। ৮.০৩.১৬ মিনিটে শেষ করেন সুফিয়ানে।

ট্র্যাকে প্রথম ভারতীয় এবং ট্র্যাক অ্যান্ড ফিল্ড ইভেন্টে ভারতের ষষ্ঠ অ্যাথলিট হিসেবে প্যারিস অলিম্পিকের যোগ্যতা অর্জন করলেন অবিনাশ সাবলে। ইতিমধ্যেই প্যারিসের যোগ্যতা অর্জন করেছিলেন ২০কিমি রেস ওয়াকার অক্ষদীপ সিং, বিকাশ সিং, পরমজিৎ সিং বিস্ত এবং প্রিয়াঙ্কা গোস্বামী। লং জাম্পার মুরলী শ্রীশঙ্করও প্যারিসের যোগ্যতা অর্জন করেছেন।