Badminton, HS Prannoy: স্বপ্ন ছিল সোনার, ব্রোঞ্জেও সন্তুষ্ট প্রণয়

HS Prannoy Comment: গত মরসুমে পদক জিতেছিল সাত্বিকসাইরাজ রাঙ্কিরেড্ডি-চিরাগ শেট্টি জুটি। এ বছর দুরন্ত ছন্দে থাকা এই জুটি কোয়ার্টার ফাইনালে বিদায় নিয়েছে। প্রণয়ের পদক ভারতের কাছেও বড় প্রাপ্তি।

Badminton, HS Prannoy: স্বপ্ন ছিল সোনার, ব্রোঞ্জেও সন্তুষ্ট প্রণয়
Image Credit source: twitter

| Edited By: দীপঙ্কর ঘোষাল

Aug 27, 2023 | 12:05 AM

কোপেনহেগেন: স্বপ্ন ছিল সোনার পদক। এর জন্য আগে ফাইনালে উঠতে হত। সেমিফাইনালে বিদায় হয়ে গেল। সোনার স্বপ্ন পূরণ না হওয়ায় হতাশ। তবে ব্রোঞ্জকেও ছোট সাফল্য হিসেবে দেখছেন না। বিশ্ব চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে থাইল্যান্ডের কুনলাভুত ভিতিসর্নের কাছে হারের পর এমনটাই জানালেন। বিশ্ব ক্রমতালিকায় তিন নম্বরে থাকা কুনলাভুত ভিতিসর্নের বিরুদ্ধে প্রথম গেমটি ২১-১৮ ব্য়বধানে জেতেন প্রণয়। পরের দুটি গেম হেরে ব্রোঞ্জেই সন্তুষ্ট থাকতে হল ভারতীয় শাটলারকে। ম্যাচ শেষে কী বলছেন ভারতীয় ব্যাডমিন্টন তারকা? বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।

বিশ্ব চ্যাম্পিয়নশিপে ২০১১ সাল থেকেই ধারাবাহিকতা বজায় রেখেছে ভারত। প্রতিটি সংস্করণেই অন্তত একটা হলেও পদক জিতেছেন ভারতীয় প্রতিযোগিরা। এ বার সেই পদক জিতলেন প্রণয়। বিশ্ব চ্যাম্পিয়নশিপে তাঁর প্রথম পদক। সাফল্যের পথে প্রথম ধাপ, বলছেন প্রণয়। সেমিফাইনালে বিদায়ের পর বলেন, ‘ব্যক্তিগত ভাবে এই ব্রোঞ্জ পদকও আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ। বিশ্ব চ্যাম্পিয়নশিপে আমার প্রথম পদক। প্রায় ১২ বছরের চেষ্টায় এই সাফল্য পেয়েছি। সকলেই পদক জিততে চায়। আমিও চাইতাম। সোনা জিততে না পারাটা অবশ্যই হতাশার। ব্রোঞ্জ থেকেই হয়তো ভালো কিছুর শুরু হল।’

গত মরসুমে পদক জিতেছিল সাত্বিকসাইরাজ রাঙ্কিরেড্ডি-চিরাগ শেট্টি জুটি। এ বছর দুরন্ত ছন্দে থাকা এই জুটি কোয়ার্টার ফাইনালে বিদায় নিয়েছে। প্রণয়ের পদক ভারতের কাছেও বড় প্রাপ্তি। প্রণয় বলেন, ‘গত কয়েক বছর ধরে আমার সঙ্গে প্রচুর মানুষ পরিশ্রম করেছে। এই সাফল্যের জন্য তাদেরও কৃতিত্ব দিতে হবে। আমার সঙ্গে যারা দিন-রাত পরিশ্রম করেছে, সকলকে ধন্যবাদ। ওদের জন্যই আরও ভালো পারফর্ম করার তাগিদ থাকে। পরিবারের অবদানও ভোলার নয়।’

প্রণয়ের পরবর্তী লক্ষ্য এশিয়ান গেমস। ভারতের লক্ষ্য একশোর বেশি পদক। এর জন্য নজর থাকবে প্রণয়ের দিকেও। বিশ্ব চ্যাম্পিয়নশিপের এই পদক প্রণয়কে আত্মবিশ্বাস জোগাবে। হতেই পারে, এশিয়ান গেমসে পদকের রং অন্য হল!