Rohan Bopanna: মাথা উঁচু করেই ডেভিসে কেরিয়ার ইতি বোপান্নার

Bopanna ends Davis Cup career: সিঙ্গলসে ভারতীয়দের মধ্যে শীর্ষে থাকা সুমিত নাগাল জয়ের ধারা বজায় রাখেন। প্রথম রিভার্স সিঙ্গলসে ইয়াসিন দিলিমিকে ৬-৩, ৬-৩ ব্যবধানে হারান সুমিত। মরক্কোর বিরুদ্ধে দুটি সিঙ্গলস ম্যাচেই জেতেন সুমিত নাগাল। এর আগে তাঁর কেরিয়ারে এমনটা হয়েছিল ২০১৯ সালে কাজাখস্তানের বিরুদ্ধে। মরক্কোর বিরুদ্ধে জিতে ডেভিস কাপে ওয়ার্ল্ড গ্রুপ ওয়ান প্লে-অফে জায়গা করে নিল ভারতীয় টিম।

Rohan Bopanna: মাথা উঁচু করেই ডেভিসে কেরিয়ার ইতি বোপান্নার
Image Credit source: twitter

| Edited By: দীপঙ্কর ঘোষাল

Sep 17, 2023 | 8:34 PM

লখনউ: ডেভিস কাপ কেরিয়ার শেষ করলেন ভারতের টেনিস তারকা রোহন বোপান্না। মরক্কোর বিরুদ্ধে ৩-১ ব্যবধানে জিতল ভারত। ইউকি ভামরির সঙ্গে জুটিতে সহজ জয় রোহন বোপান্নার। ৪৩ বছরে বোপান্না কেরিয়ারের ৩৩তম তথা শেষ ডেভিস কাপ টাইয়ে নেমেছিলেন। ভামরির সঙ্গে জুটিতে জয় ৬-২, ৬-১ ব্যবধানে। লখনউয়ের মিনি স্টেডিয়ামে এক ঘণ্টা এগারো মিনিটের লড়াই। সহজেই জিতলেন বোপান্নারা। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।

সিঙ্গলসে ভারতীয়দের মধ্যে শীর্ষে থাকা সুমিত নাগাল জয়ের ধারা বজায় রাখেন। প্রথম রিভার্স সিঙ্গলসে ইয়াসিন দিলিমিকে ৬-৩, ৬-৩ ব্যবধানে হারান সুমিত। দুটি সিঙ্গলস ম্যাচেই জেতেন সুমিত নাগাল। তাঁর ক্ষেত্রে এর আগে এমনটা হয়েছিল ২০১৯ সালে কাজাখস্তানের বিরুদ্ধে। মরক্কোর বিরুদ্ধে জিতে ডেভিস কাপের ওয়ার্ল্ড গ্রুপ ওয়ান প্লে-অফে জায়গা করে নিল ভারতীয় টিম।

ম্যাচের পর আবগঘন মুহূর্ত ভারতীয় দলের জন্য। জাতীয় দলের জার্সি তুলে রাখলেন রোহন বোপান্না। ডেভিস কাপের বর্ণময় কেরিয়ারে ৩৩টি টাইয়ে ৫০টি ম্যাচ খেলেছেন বোপান্না। এর মধ্যে জিতেছেন ২৩টি ম্যাচ। ১৩টি ডাবলস ম্যাচে জয়। ডেভিস কাপ তাঁর শেষ ম্যাচে উপস্থিত ছিলেন আত্মীয়-স্বজন এবং বন্ধুরা। গ্যালারিতে বোপান্নার ছবি, পোস্টার, টি-শার্টে বোপান্নার ছবি, এমন অনেক উপহারই ছিল ভারতের কিংবদন্তি টেনিস তারকার জন্য।