কলকাতা : কানাডা ওপেন সিঙ্গলসে ভারতের একমাত্র ভরসা লক্ষ্য সেন। দেশের এই প্রতিভাবানা শাটলার কানাডা ওপেনের ফাইনালে (Canada Open 2023) পৌঁছে গিয়েছেন। এই বিডব্লিউএফ সুপার ৫০০ ইভেন্টে পুরুষদের সিঙ্গলসের সেমিফাইনালে লক্ষ্যের প্রতিপক্ষ ছিলেন জাপানের কেন্টা নিশিমোতো। চলতি বছরে লক্ষ্যের এটা দ্বিতীয় বিডব্লিউএফ ওয়ার্ল্ড ট্যুর। শেষ বার ২০২২ সালের কমনওয়েলথ গেমসে পদক জিতেছিলেন লক্ষ্য (Lakshya Sen)। বর্তমানে তাঁর ব়্যাঙ্কিং ১৯। কানাডা ওপেনের সেমিফাইনালে নিজের থেকে ব়্যাঙ্কিংয়ে এগিয়ে থাকা নিশিমোতোকে হারিয়েছেন লক্ষ্য। জাপানি শাটলারের ব়্যাঙ্কিং ১১। স্ট্রেট গেমে ২১-১২, ২১-১৪ জাপানিজ শাটলারকে হারিয়ে ফাইনালে উঠলেন লক্ষ্য। ৪৪ মিনিট ধরে চলে সেমিফাইনাল ম্যাচ। লক্ষ্য ফাইনালে উঠলেও হতাশ করেছেন পিভি সিন্ধু (PV Sindhu)। বিস্তারিত জানুন TV9 Bangla Sports-এর এই প্রতিবেদনে।
চলতি মরসুমে লক্ষ্যের সেরা পারফরম্যান্স ছিল থাইল্যান্ড ওপেনে। তৃতীয় স্থানে শেষ করেছিলেন প্রতিযোগিতা। এ বার তাঁর কাছে মরসুমের প্রথম খেতাব জয়ের হাতছানি। ফাইনালে লক্ষ্যের প্রতিপক্ষ দ্বিতীয় সেমিফাইনাল জয়ীর সঙ্গে। রবিবার রাতে ম্যাচটি খেলা হবে কোডাই নারাওকা লি শি ফেঙ্গের মধ্যে। তারপরই লক্ষ্যের প্রতিপক্ষ নির্ধারিত হবে। ম্যাচের পর লক্ষ্য বলেছেন, “ম্যাচের সূচনাটা খুব খারাপ ছিল। শাটল ঠিক করে নিয়ন্ত্রণ করতেই পারছিলাম না। যখনই ছন্দ খুঁজে পেলাম খেলা ঘুরতে থাকল।”
যদিও মেয়েদের সিঙ্গলসে পদক জয়ের সম্ভাবনা শেষ হয়ে গিয়েছে। দেশের তারকা শাটলার পিভি সিন্ধু সেমিফাইনালে হেরে ছিটকে গেলেন। বিশ্বের এক নম্বর ব্যাডমিন্টন তারকা আকানে ইয়ামাগুচির কাছে হেরে গেলেন সিন্ধু। বর্তমানে সিন্ধুর বিশ্ব ব়্যাঙ্কিং ১৫। ইয়ামাগুচির কাছে হারলেন স্ট্রেট গেমে ১৪-২১, ১৫-২১। চলতি মরসুমে সিঙ্গাপুর ওপেন ইয়ামাগুচির কাছে প্রথম রাউন্ডে হেরে গিয়েছিলেন সিন্ধু। এই নিয়ে জাপানি শাটলারের কাছে সিন্ধুর দ্বিতীয় হার। সিন্ধু বর্তমানে খারাপ সময়ের মধ্য দিয়ে যাচ্ছেন। জানুয়ারি মাসে চোট সারিয়ে কামব্যক করেছিলেন। কিন্তু এখনও একটিও খেতাব জিততে পারেননি। শেষবার ২০২২ সালের কমনওয়েলথ গেমসে পদকের মুখ দেখেছিলেন সিন্ধু। মাদ্রিদ স্পেন মাস্টার্সে রানার আপ এবং মালয়েশিয়া মাস্টার্সে তৃতীয় স্থানে শেষ করেন সিন্ধু।