World Championships: বিশ্ব চ্যাম্পিয়নশিপ থেকেও নাম তুললেন মারিন

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Dec 11, 2021 | 8:45 AM

চলতি বছরটা কিন্তু দারুণ শুরু করেছিলেন মারিন। সুইস ওপেন চ্যাম্পিয়ন হওয়ার পর ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপও জিতেছিলেন। কিন্তু তারপরই হাঁটুতে চোট পেয়েছিলেন তিনি। অস্ত্রোপচারও করাতে হয়।

World Championships: বিশ্ব চ্যাম্পিয়নশিপ থেকেও নাম তুললেন মারিন
World Championships: বিশ্ব চ্যাম্পিয়নশিপ থেকেও নাম তুললেন মারিন (ছবি-টুইটার)

Follow Us

মাদ্রিদ: টোকিও অলিম্পিকে (Tokyo Olympics) নামতে পারেননি চোটের কারণে। চার মাস পর বিশ্ব চ্যাম্পিয়নশিপেও (World Championships) দেখা যাবে না ক্যারোলিনা মারিনকে (Carolina Marin)। রিও অলিম্পিকে সোনাজয়ী শাটলার এখনও কোর্টে ফেরার মতো ফিট হতে পারেননি। তাই রবিবার তাঁর শহর হুয়েলভায় অনুষ্ঠিত হতে চলা বিশ্ব চ্যাম্পিয়নশিপ থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত নিলেন স্প্যানিশ তারকা।

অলিম্পিকের ঠিক আগে হাঁটুতে অস্ত্রোপচার হয়েছিল তাঁর। মারিন টুইটারে পোস্ট করা ভিডিওতে বলেছেন, ‘এমন পরিস্থিতির মধ্যে যাচ্ছি যে, নিজেকে মোটিভেট করা খুব কঠিন হয়ে যাচ্ছে। নিজেকে ভালো রাখাটা আমার প্রথম কাজ। আর সেই কারণেই বিশ্ব চ্যাম্পিয়নশিপ থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত নিলাম। আমি যতক্ষণ না একশো শতাংশ ফিট হতে পারছি, কবে কোর্টে ফিরব, তা জানাতেও পারছি না। ফেব্রুয়ারি কিংবা মার্চের আগে তো নয়ই।’

চলতি বছরটা কিন্তু দারুণ শুরু করেছিলেন মারিন। সুইস ওপেন চ্যাম্পিয়ন হওয়ার পর ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপও জিতেছিলেন। কিন্তু তারপরই হাঁটুতে চোট পেয়েছিলেন তিনি। অস্ত্রোপচারও করাতে হয়। স্প্যানিশ শাটলার বরাবর ভারতের পিভি সিন্ধুর কঠিন প্রতিপক্ষ। রিও অলিম্পিকের ফাইনালেও তাঁর কাছে হারতে হয়েছিল ভারতীয় শাটলারকে। মারিন না থাকায় সিন্ধুর সাফল্য পাওয়ার সম্ভাবনা আরও যে বাড়ল, তা নিয়ে কোনও সন্দেহ নেই।

মারিন বলেছেন, ‘মরসুমটা দারুণ শুরু করেছিলাম। পাঁচটার মধ্যে চারটে টুর্নামেন্ট জিতেছিলাম। আত্মবিশ্বাস একেবারে তুঙ্গে ছিল। কিন্তু সব কিছু শেষ করে দিয়েছিল আমার হাঁটুর চোট। বিশ্ব চ্যাম্পিয়নশিপে হাজির থাকব, তবে কোর্টে নয়।’

আরও পড়ুন: Peng Shuai: পেংকে নিয়ে এ বার চরম অস্বস্তিতে আইওসি

Next Article