Viswanathan Anand: প্রশাসনে আসছেন বিশ্বনাথন আনন্দ, লক্ষ্য?

TV9 Bangla Digital | Edited By: দীপঙ্কর ঘোষাল

Jun 18, 2022 | 6:22 PM

চেস অলিম্পিয়াড নিয়ে উত্তেজনায় ফুটছেন গ্র্যান্ডমাস্টার বিশ্বনাথন আনন্দ।

Viswanathan Anand: প্রশাসনে আসছেন বিশ্বনাথন আনন্দ, লক্ষ্য?
Image Credit source: TWITTER

Follow Us

 

নয়াদিল্লি: আন্তর্জাতিক দাবা ফেডারেশনের (FIDE) সহ সভাপতির পদে লড়ছেন বিশ্বনাথন আনন্দ (Viswanathan Anand)। সর্বভারতীয় দাবা সংস্থা (AICF) সর্বসম্মতিক্রমে আন্তর্জাতিক দাবা সংস্থার সহ সভাপতি পদের নির্বাচনে পাঁচ বারের বিশ্ব চ্যাম্পিয়ন বিশ্বনাথন আনন্দের নাম পাঠিয়েছে। বিশ্বনাথন আনন্দ বলছেন, ‘গত তিন চার বছরের তুলনায় খেলার দিকে সময় কমিয়ে দিয়েছি। দীর্ঘ সময় থেকেই পরিকল্পনা ছিল দাবার প্রশাসনে আসার। আন্তর্জাতিক দাবা সংস্থার সহ সভাপতি হওয়া, আমার কাছে অনেক শিক্ষণীয় অধ্যায় হতে চলেছে।’ দাবা প্রশাসনে এলে তাঁর লক্ষ্য কী হবে, সে প্রসঙ্গে আনন্দ জানালেন, ‘আমি আজ যা কিছু, সবটাই দাবার জন্য। এই খেলা থেকে অনেক কিছু পেয়েছি। এবার সময় হয়েছে আমারও কিছু ফিরিয়ে দেওয়ার। নতুন প্রজন্মের মধ্যে দাবার প্রতি আগ্রহ বাড়ানো, তারা যাতে এটিকে পেশা হিসেবে নেয়, সেদিকে অনুপ্রাণিত করার চেষ্টা করব। আন্তর্জাতিক দাবা সংস্থার প্যানেলে এলেই, নিজের পরিকল্পনা গুলো পেশ করবো।’

 

আগামী মাসে চেস অলিম্পিয়াড (Chess Olympiad)। চেন্নাইতে হবে এই প্রতিযোগিতা। আগামীকাল চেস অলিম্পিয়াডের টর্চ রিলে শুরু হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এর সূচনা করবেন। ৪৪তম চেস অলিম্পিয়াডে ভারতের পদক জয়ের সম্ভাবনা প্রবল। এমনটাই বলছেন কিংবদন্তি বিশ্বনাথন আনন্দ। প্রতিযোগিতায় প্রায় ২ হাজার প্রতিযোগী অংশগ্রহণ করবেন। আনন্দ বলছেন ‘এই প্রতিযোগিতা নিয়ে আমি উত্তেজনায় ফুটছি। অনেক বড় ইভেন্ট হতে চলেছে। প্রায় ২ হাজার দাবাড়ু অংশ নেবে। আমাদের প্লেয়ারদের মেন্টর আমি। চেস অলিম্পিয়াডে আমাদের পদক জয়ের সম্ভাবনা প্রবল।’

 

ভারতীয় দাবার ভবিষ্যৎ সম্পর্কে আনন্দ বলছেন, ‘আমরা খুবই ভাগ্যবান, দাবায় আমাদের ভবিষ্যৎ খুবই উজ্জ্বল। তরুণ প্রজন্ম খুবই ভালো পারফর্ম করছে। দেশকে গর্বিত করবে ওরা।’ সম্প্রতি ভারতীয় তরুণ দাবাড়ু রমেশবাবু প্রজ্ঞানন্দ নরওয়ে চেস ওপেন জিতেছে। তাঁকে নিয়েও উচ্ছ্বসিত বিশ্বনাথন। ‘রমেশবাবু প্রজ্ঞানন্দ এবং অন্যান্য তরুণ দাবাড়ু খুবই ভালো পারফর্ম করছে। আশা করছি, তারা ভারতীয় দাবার লেগ্যাসিকে এগিয়ে নিয়ে যাবে। চেস অলিম্পিয়াডেও পদক জয়ের দারুণ সম্ভাবনা রয়েছে আমাদের।’

২৮ জুলাই শুরু হবে চেস অলিম্পিয়াড। চলবে ১০ অগস্ট পর্যন্ত। চেস অলিম্পিয়াডের প্রায় ১০০ বছরের ইতিহাসে এবারই প্রথম ভারতে অনুষ্ঠিত হবে এই প্রতিযোগিতা। ১৮৮টি দেশের প্রতিযোগিতা নাম নথিভূক্ত করেছে।

Next Article