Women’s Hockey WC: গোল করেই বয়ফ্রেন্ডকে বিয়ের প্রস্তাব! শর্ত জিতে মন জয় চিলির হকি খেলোয়াড়ের

ম্যাচ জিতল নেদারল্যান্ডস। কিন্তু মন জিতে নিল চিলির মেয়েরা। মেয়েদের হকি বিশ্বকাপের ঘটনা। ডিফেন্ডিং চ্য়াম্পিয়ন নেদারল্যান্ডসের বিরুদ্ধে গোল করেই বয়ফ্রেন্ডকে প্রপোজ করে বসলেন চিলির হকি খেলোয়াড় ফ্রান্সিসকা টালা।

Women’s Hockey WC: গোল করেই বয়ফ্রেন্ডকে বিয়ের প্রস্তাব! শর্ত জিতে মন জয় চিলির হকি খেলোয়াড়ের
মাঠেই প্রেম প্রস্তাব!Image Credit source: Twitter

| Edited By: তিথিমালা মাজী

Jul 08, 2022 | 8:50 PM

আমস্টারডাম : শর্ত ছিল একটাই। গোল করতে পারলে বিয়ে করতে হবে বয়ফ্রেন্ডকে। সতীর্থদের সঙ্গে শর্ত জিতলেন। বয়ফ্রেন্ডকে বিয়ের প্রস্তাবও দিলেন। তাও আবার ম্যাচের মাঝপথেই। ঘটনাটি ঘটেছে মেয়েদের হকি বিশ্বকাপের আসরে। ফ্রান্সিসকা টালা নামে চিলির ওই খেলোয়াড় নেদারল্যান্ডসের বিরুদ্ধে গোল করার পরই বয়ফ্রেন্ডকে বিয়ের প্রস্তাব দেন। যদিও সেই গোল চিলির মেয়েদের ম্যাচ জেতাতে পারেনি। তবে টুর্নামেন্টের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন নেদারল্যান্ডসের বিরুদ্ধে হেরেও মন জিতে নিলেন চিলির মেয়েরা। গোটা স্টেডিয়ামে উঠল হাততালির ঝড়। ম্যাচ হারলেও মন জিতলেন চিলির ফ্রান্সিসকা টালা।

চলছে মেয়েদের হকি বিশ্বকাপ। প্রতিযোগিতায় নিজেদের টিকিয়ে রাখতে যথেষ্ট সংগ্রাম করতে হচ্ছে ভারতীয় দলকে। কিন্তু এই ঘটনা ভারতের বিরুদ্ধে ম্যাচের নয়। মেয়েদের হকি বিশ্বকাপের পুল এ-র ম্যাচে মুখোমুখি হয়েছিল নেদারল্যান্ডস এবং চিলি। ম্যাচে গোল করতে পারলে বয়ফ্রেন্ডকে বিয়ে করে নেবেন। এমনই শর্ত দিয়ে বসেন চিলি টিমের সদস্য ফ্রান্সিসকা টালা। শর্ত পূরণ করেন ফ্রান্সিসকা। ডাচস মেয়েদের বিরুদ্ধে গোল করলেন। এবার তো শর্ত অনুযায়ী বিয়ের প্রস্তাব দিতেই হবে। হাসিমুখে বয়ফ্রেন্ডকে গিয়ে জড়িয়ে ধরলেন। ঠোঁটো ঠোঁট মিলল। বিয়ের প্রস্তাব পেয়ে কী বললেন বয়ফ্রেন্ড? হাসি ফেটে পড়ে চিলির হকি খেলোয়াড় বললেন, “ও হ্যাঁ বলেছে।”

এবারই হকি বিশ্বকাপে প্রথমবার যোগ্যতা অর্জন করেছে চিলি। ফলে বিশ্বকাপে গোল করাটা স্বপ্নের সমান। তাই জোশের বশে শর্ত দিয়ে ফেলেন সতীর্থদের। এতে অবশ্য খুশি ফ্রান্সিসকার টালা। বলছেন, “আমরা এই টুর্নামেন্টের বিস্ময়। প্রতিটি মুহূর্ত স্বপ্নের মতো মে হচ্ছে। আর এই মুহূর্তটা আমাদের হকি জীবনের সেরা মুহূর্ত হয়ে থাকবে।”