TOKYO OLYMPICS 2020: অলিম্পিক থেকে ছিটকে গেলেন করোনা সংক্রমিত এক অ্যাথলিট

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Jul 21, 2021 | 12:40 PM

এই প্রথম কোনও অ্যাথলিট টোকিও পৌঁছানোর পর করোনা সংক্রমিত হয়ে ছিটকে গেলেন অলিম্পিক থেকে।

TOKYO OLYMPICS 2020: অলিম্পিক থেকে ছিটকে গেলেন করোনা সংক্রমিত এক অ্যাথলিট
TOKYO OLYMPICS 2020: অলিম্পিক থেকে ছিটকে গেলেন করোনা সংক্রমিত এক অ্যাথলিট (সৌজন্যে-টুইটার)

Follow Us

টোকিও: হাতে আর মাত্র ২দিন। তারপরই শুরু অলিম্পিক (Olympics)। তবে কোভিডের থাবায় জর্জরিত টোকিও গেমস (Tokyo Games)। করোনা (COVID-19) আক্রান্তের সংখ্যা ক্রমশ বাড়ছে। উদ্বেগ বাড়িয়েছে আয়োজকদের মন্তব্যও। করোনার কারণে টোকিও অলিম্পিক (Tokyo Olympics) বাতিলের আশঙ্কা উড়িয়ে দিচ্ছেন না উদ্যোক্তারা। রোজই বাড়ছে সংক্রমিতের সংখ্যা।

ভিলেজে আক্রান্ত চিলির (Chile) এক তাইকোন্ডো অ্যাথলিট (taekwondo athlete)। করোনা সংক্রমিত হয়ে অলিম্পিক থেকেই ছিটকে গেলেন চিলিয়ান (Chilean) অ্যাথলিট। এই প্রথম কোনও অ্যাথলিট টোকিও পৌঁছানোর পর করোনা সংক্রমিত হয়ে ছিটকে গেলেন অলিম্পিক থেকে। গেমসের সঙ্গে যুক্ত আরও ৮জন সংক্রমিত হয়েছেন করোনাভাইরাসে। কয়েকদিন আগেই মার্কিন যুক্তরাষ্ট্রের এক জিমন্যাস্ট প্রি অলিম্পিক ক্যাম্পে করোনায় সংক্রমিত হয়েছেন।

আরও বেশ কয়েকজন বিদেশি অ্যাথলিট এবং চেক প্রজাতন্ত্রের কোচ করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন। চেকের ৩ সদস্যের কোভিড রিপোর্ট পজিটিভ। গত সোমবার চেক প্রজাতন্ত্রের বিচ ভলিবলার অন্দ্রেজ পেরুসিচ করোনায় সংক্রমিত হয়েছিলেন। বিচ ভলিবল দলের অপর এক সদস্য নাউশের করোনা সংক্রমিত হওয়ার খবরও সামনে এসেছে।

আরও পড়ুন: TOKYO OLYMPICS 2020: সফটবল দিয়ে শুরু টোকিও অলিম্পিক

Next Article