Commonwealth Games 2026: ২০২৬ সালের কমনওয়েলথ গেমস থেকে ছেঁটে ফেলা হল শুটিং, আর্চারি, কুস্তি

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Apr 14, 2022 | 8:00 AM

২০২৬ সালের কমনওয়েলথ গেমসে বড় ধাক্কা খেতে পারে ভারত। কুস্তি, শুটিং, আর্চারির মতো খেলাগুলোকে ছেঁটে ফেলা হল। ভারতের পদক তালিকা ভরিয়ে দেয় এই তিনটে খেলা। সরকার ও অলিম্পিক সংস্থা কি হস্তক্ষেপ করবে?

Commonwealth Games 2026: ২০২৬ সালের কমনওয়েলথ গেমস থেকে ছেঁটে ফেলা হল শুটিং, আর্চারি, কুস্তি
Commonwealth Games 2026: ২০২৬ সালের কমনওয়েলথ গেমস থেকে ছেঁটে ফেলা হল শুটিং, আর্চারি, কুস্তি

Follow Us

নয়াদিল্লি: শুটিং, আর্চারি, কুস্তির মতো ইভেন্টগুলো কি ক্রমশ জৌলুস হারাচ্ছে? এই প্রশ্ন বড় হয়ে দেখা দিতে চলেছে। এমনিতেই, শুটিং এবং বক্সিংয়ের মতো ইভেন্টগুলো, যেখানে ডোপিং প্রবণতা বেশি, সেগুলো নিয়ে নতুন করে ভাবনা চিন্তা শুরু করেছে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি। তারই মধ্যে আবার শুটিং, আর্চারি, কুস্তি ‘মুছে যেতে বসেছে’ ২০২৬ সালের কমনওয়েল গেমসে (Commonwealth Games 2026)। অস্ট্রেলিয়া গেমসে যে ১৬টা খেলাকে প্রধান্য দিয়েছে, সেখানে অ্যাথলেটিক্স, ব্যাডমিন্টন, বক্সিং, বিচ ভলিবল, টি-টোয়েন্টি ক্রিকেট, সাইক্লিং, জিমন্যাস্টিকস, হকি, লন বল, নেটবল, রাগবি সেভেন্স, স্কোয়াশ, টেবল টেনিস, ট্রাইথলন, ভারোত্তোলক, পাওয়ারলিফ্টিং এবং প্যারা ইভেন্ট থাকছে। এমনিতে কোন খেলা জায়গা পাবে, কোন খেলাগুলো পাবে না, তার অনেকটাই নির্ভর করে আয়োজক দেশের উপর। তবে, বাধ্যতামূলক কিছু খেলা থাকে, তা সব গেমসেই থাকে। ২০২১ সালের অক্টোবরে কমনওয়েলথ গেমস ফেডারেশনের সভায় যে রোডম্যাপ তৈরি হয়েছে, তাতে শুটিং, আর্চারি, কুস্তির মতো খেলাগুলোকে প্রাধান্য না দেওয়ার ব্যাপার এক মত হয়েছেন শীর্ষ কর্তারা। আধুনিক প্রজন্মের কাছে গেমসকে আরও আকর্ষণীয় করে তোলার জন্য অ্যাথলেটিক্সকে গুরুত্ব দেওয়া হবে।

২০০৬ সালের মেলবোর্ন কমনওয়েলথ গেমসে কুস্তি রাখা হয়নি। পরের দুটো গেমসে আবার কুস্তি ফিরেছিল। গোল্ড কোয়েস্ট গেমসের কথা ধরলে, ভারতীয় টিম ৫টা সোনা সহ ১২টা পদক জিতেছিল। ২০১০ সালে আর্চারি থেকে ৮টা পদক এসেছিল। সিডব্লিউজি থেকে বরাবর প্রচুর পদক আনেন শুটাররা। অবশ্য শুটিং গতবারের গেমসেও জায়গা পায়নি। এই তিনটে খেলা না থাকলে পদক তালিকায় ভারত যে বিশাল ধাক্কা খাবে, তা নিয়ে কোনও সন্দেহ নেই। ভারতীয় অলিম্পিকর সংস্থা কি এ নিয়ে প্রতিবাদ জানাবে? তা অবশ্য জানা যায়নি এখনও।

জাতীয় রাইফেল সংস্থার সচিব কুমার সুলতান সিং বলেছেন, ‘অত্যন্ত হতাশাজনক একটা খবর। শুটিংয়ের মতো ইভেন্টকে ছেঁটে ফেলা যুক্তিহীনও বটে। আগের বারও শুটিংকে জায়গা দেওয়া হয়নি। শুটারদের কাছে এটা একটা বিরাট ধাক্কা। সবচেয়ে বড় কথা হল, শুটিং সারা বিশ্বে অত্যন্ত জনপ্রিয় একটা খেলা। ভারত সরকার ও আইওএ-র কাছে আবেদন করব, যেন তাঁরা এই ব্যাপারে কমনওয়েলথ গেমস ফেডারেশনের সঙ্গে কথা বলে।’ একই দাবি তুলছেন সর্বভারতীয় কুস্তি ফেডারেশনের কর্তারাও।

Next Article