AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Kolkata Hockey League 2023: সভাপতির পক্ষপাতদুষ্ট আচরণের অভিযোগ, হকির ডার্বি থেকে নাম তুলে নিল ইস্টবেঙ্গল!

তাঁদের সমস্যার সমাধান না হলে হকি বেঙ্গলের কোনও ধরনের প্রতিযোগিতায় না খেলার কথা জানিয়েছে ইস্টবেঙ্গল।

Kolkata Hockey League 2023: সভাপতির পক্ষপাতদুষ্ট আচরণের অভিযোগ, হকির ডার্বি থেকে নাম তুলে নিল ইস্টবেঙ্গল!
Image Credit: Twitter
| Edited By: | Updated on: Mar 19, 2023 | 8:09 AM
Share

কলকাতা: কলকাতা হকি লিগে (Kolkata Hockey League 2023) চ্যাম্পিয়ন হয়েই গিয়েছে মোহনবাগান। তাও টুর্নামেন্টের শেষ ম্যাচ খেলার কথা রয়েছে ইস্টবেঙ্গলের বিরুদ্ধে। আজ, রবিবার কলকাতা হকি লিগে গুরুত্বহীন হকির ডার্বি (Hockey Derby) হওয়ার কথা। কিন্তু নির্ধারিত দিনের আগের রাতে রীতিমতো অভিযোগ হেনে চিঠি পাঠিয়ে ডার্বি থেকে নাম তুলে নিল ইস্টবেঙ্গল (East Bengal)। চিঠির পরতে পরতে হকি বেঙ্গলের সভাপতি তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাই স্বপন বন্দ্যোপাধ্যায়ের দিকে সরাসরি আঙুল তোলা হয়েছে। গত ১৯ ফেব্রুয়ারি ইস্টবেঙ্গল-মোহনবাগান হকি ম্যাচে ধুন্ধুমার বেঁধে গিয়েছিল। তুমুল অশান্তি, চেয়ার ছোড়া, চলে ইটবৃষ্টি, হাতাহাতি। মোহনবাগান গ্যালারি থেকে ইস্টবেঙ্গল কর্তাদের উদ্দেশে কটাক্ষ করা হয়। পাল্টা জবাব দেয় ইস্টবেঙ্গল সমর্থকরাও। পরিস্থিতি সামলাতে পুলিশকে হস্তক্ষেপ করতে হয়। লাল-হলুদের দাবি, সেই ঘটনার পিছনে হকি বেঙ্গলের সভাপতির ইন্ধন রয়েছে। তাঁর প্রতি পক্ষপাতদুষ্ট আচরণের অভিযোগ তুলে চিঠি দিয়েছে ইস্টবেঙ্গল। বিস্তারিত রইল Tv9 Bangla-র এই প্রতিবেদনে।

ঘটনাচক্রে হকি বেঙ্গলের সভাপতি স্বপন (বাবুন) বন্দ্যোপাধ্যায় মোহনবাগান ক্লাবের ফুটবল সচিব। চিঠিতে ইস্টবেঙ্গল ক্লাবের অভিযোগ, প্রতিদ্বন্দ্বী ক্লাবের ফুটবল সচিবের ইন্ধনেই সেদিন লাল-হলুদ কর্তাদের উপর চড়াও হয়েছিলেন মোহনবাগান সমর্থকরা। এমনকী ডার্বি ম্যাচের ঝামেলার পর ইস্টবেঙ্গল-পঞ্জাব স্পোর্টস হকি ম্যাচেও রণক্ষেত্র চেহারা নিয়েছিল। ইস্টবেঙ্গল মাঠের ওই ম্যাচে দুই দলের ম্যাচ ধুন্ধুমার আকার নেয়। খেলার শুরু থেকেই দুই দলের সমর্থকদের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় হচ্ছিল। ম্যাচের পর যা ভয়াবহ আকার ধারণ করে। বাঁশ, হকি স্টিক দিয়ে দুই দলের সমর্থকরা হাতাহাতিতে জড়িয়ে পড়ে। গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি হন ইস্টবেঙ্গলের এক কর্তা। ইস্টবেঙ্গলের অভিযোগ, “ওই ঘটনার নেপথ্যেও ছিলেন হকি বেঙ্গলের সভাপতি। অথচ ঘটনার পর পুলিশ প্রশাসন বা আয়োজক হকি বেঙ্গলের তরফে কোনও পদক্ষেপ নেওয়া হয়নি। ঘটনায় জড়িতদের গ্রেফতার করা হয়নি।”

ইস্টবেঙ্গলের দাবি, ১৯ ফেব্রুয়ারির ভেস্তে যাওয়া হকি ডার্বি ম্যাচ অন্য কোথাও আয়োজন করার অনুরোধ জানানো হলেও তা গ্রাহ্য হয়নি। এছাড়া রেজিস্ট্রেশন ইত্যাদি বিষয়ে হকি বেঙ্গলকে নিজেদের আপত্তির কথা জানালেও উত্তর পাওয়া যায়নি। এসবের প্রতিবাদ জানিয়ে ১৯ মার্চ অর্থাৎ রবিবারের হকি ডার্বিতে খেলবে না ইস্টবেঙ্গল। এমনকী সমস্যার সমাধান না টুর্নামেন্টে আর অংশগ্রহণ করবে না ইস্টবেঙ্গল।

বড়দিনের আগের রাতে গির্জায় প্রার্থনাসভায় যোগ দিলেন মমতা
বড়দিনের আগের রাতে গির্জায় প্রার্থনাসভায় যোগ দিলেন মমতা
এবার বাংলাদেশে তৈরি হবে বিপ্লবী সরকার? ঢাকায় গুঞ্জন
এবার বাংলাদেশে তৈরি হবে বিপ্লবী সরকার? ঢাকায় গুঞ্জন
'ব্রাহ্মণের মেয়েকে' সরিয়ে বালিগঞ্জে নতুন মুখ আনলেন হুমায়ুন
'ব্রাহ্মণের মেয়েকে' সরিয়ে বালিগঞ্জে নতুন মুখ আনলেন হুমায়ুন
শুনানিতে যেতে না পারলে কী হবে? অকূলপাথারে বর্ধমানের মুখোপাধ্যায় পরিবার
শুনানিতে যেতে না পারলে কী হবে? অকূলপাথারে বর্ধমানের মুখোপাধ্যায় পরিবার
'এরা বাংলাকে বাংলাদেশ তৈরি করতে চাইছে...', তৃণমূলকে তোপ মিঠুনের
'এরা বাংলাকে বাংলাদেশ তৈরি করতে চাইছে...', তৃণমূলকে তোপ মিঠুনের
তৃণমূলকে এনেছিলাম, এবার বিজেপিকে আনব: শুভেন্দু
তৃণমূলকে এনেছিলাম, এবার বিজেপিকে আনব: শুভেন্দু
'বাবরি পাহারা দিচ্ছে পুলিশ...', বাংলা নিয়ে তোপ BJP নেতার
'বাবরি পাহারা দিচ্ছে পুলিশ...', বাংলা নিয়ে তোপ BJP নেতার
কারা হচ্ছেন মাইক্রো অবজার্ভার, উদ্দেশ্য কী?
কারা হচ্ছেন মাইক্রো অবজার্ভার, উদ্দেশ্য কী?
মদ্যপান, ছোট পোশাকে নাচ নাকি ব্রাহ্মণের মেয়ে বলে বাদ পড়লেন নিশা?
মদ্যপান, ছোট পোশাকে নাচ নাকি ব্রাহ্মণের মেয়ে বলে বাদ পড়লেন নিশা?
মেয়ে হারিয়েছেন, হাঁসখালিকাণ্ডে সাজা শুনে কী বললেন নির্যাতিতার মা?
মেয়ে হারিয়েছেন, হাঁসখালিকাণ্ডে সাজা শুনে কী বললেন নির্যাতিতার মা?