Asian Games 2023, Shooting: সোনার পর পিস্তল শুটিংয়ে রুপো অষ্টাদশী এষার
Esha Singh, Asian Games: আজ, বুধবার সকাল থেকে শুটিংয়ে একের পর এক সোনা-রুপো-ব্রোঞ্জ এসেই চলেছে। চলতি এশিয়ান গেমসে (Asian Games 2023) মেয়েদের ২৫ মিটার পিস্তল শুটিংয়ের টিম ইভেন্ট থেকে সোনা জেতার পর এ বার ব্যক্তিগত বিভাগে রুপো পেলেন ভারতের এষা সিং (Esha Singh)।

হানঝাউ: ভারতীয় অ্যাথলিটরা চলতি এশিয়াডে একের পর এক পদক জিতে চলেছেন। আজ, বুধবার সকাল থেকে শুটিংয়ে একের পর এক সোনা-রুপো-ব্রোঞ্জ এসেই চলেছে। চলতি এশিয়ান গেমসে (Asian Games 2023) মেয়েদের ২৫ মিটার পিস্তল শুটিংয়ের টিম ইভেন্ট থেকে সোনা জেতার পর এ বার ব্যক্তিগত বিভাগে রুপো পেলেন ভারতের এষা সিং (Esha Singh)। অষ্টাদশী এষা মেয়েদের ২৫ মিটার পিস্তল শুটিং ফাইনালে ৩৪ পয়েন্ট নিয়ে শেষ করেন। এই ইভেন্টের ফাইনালে পদক জয়ের অন্যতম দাবিদার ছিলেন ভারতীয় অলিম্পিয়ান মানু ভাকের। কিন্তু ফাইনালে তিনি হতাশ করেছেন। ২১ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে শেষ করেন মানু। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।
এশিয়াডে মেয়েদের ব্যক্তিগত বিভাগের ২৫ মিটার পিস্তল শুটিংয়ে সোনা জিতেছেন চিনের লিউ রুই। ফাইনালে ৩৮ পয়েন্ট অর্জন করে তিনি নয়া গেমস রেকর্ড গড়েছেন। তাঁর থেকে ৪ পয়েন্ট কম অর্জন করে রুপো পেলেন ভারতের ১৮ বছর বয়সী শুটার এষা সিং। কোরিয়ার ইয়াং জিন ২৯ পয়েন্ট অর্জন করে ব্রোঞ্জ পেয়েছেন।
🥈 A Shining Silver for Esha Singh! 🇮🇳🔫
18-year-old @singhesha10 #TOPSchemeAthlete won a spectacular silver 🥈 in the 25m Pistol event at the #AsianGames2022
Let’s applaud her unwavering spirit 🎯🫡
Congratulations, Esha! 🌟🎯
P.S: A special shoutout to the Olympian,… pic.twitter.com/D0AkuBPIAY
— SAI Media (@Media_SAI) September 27, 2023
২৫ মিটার পিস্তল শুটিংয়ের ফাইনালে এষা শুরুটা ধীরে করেছিলেন। কিন্তু পরের দিকে তিনি আর লক্ষ্যভ্রষ্ট হননি। এষার রুপো এ বারের এশিয়ান গেমসে শুটিং থেকে পাওয়া ১১তম পদক। ভারত ইতিমধ্যে জাকার্তা গেমসের পদক সংখ্যা ছাড়িয়ে গিয়েছে। কারণ ২০১৮ সালে এশিয়ান গেমসে শুটিং থেকে ৯টি পদক পেয়েছিলেন ভারতের শুটাররা।
উল্লেখ্য, এষা সিং ২০১৪ সালে শুটিং শুরু করেন। ২০১৫ সালে ১০ মিটার এয়ার পিস্তল বিভাগে তেলেঙ্গানা রাজ্য চ্যাম্পিয়ন হন। কেরলের তিরুবনন্তপুরমে জাতীয় শুটিং চ্যাম্পিয়নশিপে ১০ মিটার এয়ার পিস্তল ইভেন্টে এষা কমনওয়েলথ গেমস এবং যুব অলিম্পিকের সোনাজয়ী মানু ভাকের এবং একাধিক পদক জয়ী হিনা সিধুকে ৬২তম হারান। মাত্র ১৩ বছর বয়সে সিনিয়র বিভাগে সর্বকণিষ্ঠ চ্যাম্পিয়ন হন এষা।