TOKYO OLYMPICS 2020 : টোকিও কবে রওনা দিচ্ছে ভারত?
প্রতিযোগীরা এয়ার ইন্ডিয়ার চার্টার্ড ফ্লাইটে রওনা দেবেন টোকিওর উদ্দেশ্যে। এরপর বাকি প্রতিযোগীরা আগামি ১৬ থেকে ১৯ তারিখের মধ্যে রওনা দেবেন টোকিও-র উদ্দেশ্যে। জানিয়েছেন ভারতীয় অলিম্পিক সংস্থার সচিব রাজীব মেহতা।
নয়াদিল্লিঃ ২৩ শে জুলাই থেকে শুরু হচ্ছে টোকিও অলিম্পিক (TOKYO OLYMPIC)। প্রস্তুতি তুঙ্গে। অংশগ্রহণকারী দলগুলি তৈরি হচ্ছে টোকিও যাওয়ার জন্য। তৈরি ভারতও (INDIA)।টোকিও কবে যাবে ভারতীয় দল? জানালেন ভারতীয় অলিম্পিক সংস্থার (INDIAN OLYMPIC ASSOCIATION)সেক্রেটারি জেনারেল রাজীব মেহতা। সেক্রেটারি জেনারেল (SECRETARY GENERAL) জানিয়েছেন একবারে সব প্রতিযোগীরা যাবেন না। ধাপে ধাপে যাবেন প্রতিযোগীতা। প্রথম দল টোকিও যাবে আগামি ১৪ই জুলাই (JULY)।
প্রতিযোগীরা এয়ার ইন্ডিয়ার চার্টার্ড ফ্লাইটে রওনা দেবেন টোকিওর উদ্দেশ্যে। এরপর বাকি প্রতিযোগীরা আগামি ১৬ থেকে ১৯ তারিখের মধ্যে রওনা দেবেন টোকিও-র উদ্দেশ্যে। জানিয়েছেন ভারতীয় অলিম্পিক সংস্থার সচিব রাজীব মেহতা। টোকিওতে পৌঁছানোর পর অ্যাথলিটদের ৩দিনের কোয়ারেন্টাইনে থাকতে হবে। তারপর তাঁরা অনুশীলনে নামতে পারবেন টোকিওতে। ইতিমধ্যেই যাঁরা অলিম্পিকের ছাড়পত্র পেয়েছেন, তাঁদের বেশিরভাগেরই টিকাকরণের কাজ সম্পন্ন হয়েছে বলে জানিয়েছে ভারতীয় অলিম্পিক সংস্থা।
এবার মোট ১১৫ জন প্রতিযোগী যাচ্ছেন ভারত থেকে। যাঁরা মোট ১৮টি বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণ করবেন। অলিম্পিকে এবারও বেশ কয়েকটি পদকের সম্ভাবণা দেখছে ভারতীয় ক্রীড়ামহল। যেন-পিভি সিন্ধু, দীপিকা কুমারি, বজরঙ্গ পুনিয়া, সৌরভ চৌধুরির মত প্রতিযোগীদের দিকে পদকের জন্য তাকিয়ে রয়েছে ভারত।
এবারই প্রথম ফেন্সিংয়ে অংশগ্রহণ করছে কোনও ভারতীয়। তামিলনাড়ুর সি এ ভবানী দেবী প্রথম ভারতীয় ফেন্সার যিনি অলিম্পিকে অংশগ্রহণ করতে চলেছেন।
আরও পড়ুন: Tokyo Olympics 2020: টোকিওয় ভারত বেশি পদক পাবে, আশা গোপী, অঞ্জুর