AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Tokyo Olympics 2020: টোকিওয় ভারত বেশি পদক পাবে, আশা গোপী, অঞ্জুর

পদকের সংখ্যার বিচারে ভারতীয় অ্যাথলিটদের (Indian Athletes) সেরা পারফরম্যান্স লন্ডন গেমসে। সব মিলিয়ে ছ'টা পদক জিতেছিলেন ভারতীয়রা। এ বার সেই সংখ্যাটা ছাপিয়ে যেতে পারে।

Tokyo Olympics 2020: টোকিওয় ভারত বেশি পদক পাবে, আশা গোপী, অঞ্জুর
ফাইল চিত্র
| Updated on: Jul 04, 2021 | 12:42 PM
Share

নয়াদিল্লি: করোনার (COVID-19) আতঙ্ক যতই থাকুক, টোকিও গেমস (Tokyo) ভারতের কাছে স্মরণীয় হয়ে থাকতে পারে। অন্তত পুল্লেলা গোপীচাঁদের (Pullela Gopichand) মনে হচ্ছে, এ বারের অলিম্পিক থেকে অনেক বেশি পদক আসতে চলেছে ভারতের।

পদকের সংখ্যার বিচারে ভারতীয় অ্যাথলিটদের (Indian Athletes) সেরা পারফরম্যান্স লন্ডন গেমসে। সব মিলিয়ে ছ’টা পদক জিতেছিলেন ভারতীয়রা। এ বার সেই সংখ্যাটা ছাপিয়ে যেতে পারে। গোপীর কথায়, ‘ভারতীয়দের কাছে এই অলিম্পিক খুব কঠিন হতে চলেছে। মাস্ক পরতে হবে, মাথা নীচু করে হাঁটতে হবে, ফোকাসড রাখতে হবে নিজেকে। পদক জিতেই আবার ফিরে আসতে হবে টোকিও থেকে। একটা বড় চ্যালেঞ্চের মুখে পড়তে দেশকে, কোনও সন্দেহ নেই। কিন্তু এটা নিয়েও কোনও সন্দেহ নেই, টোকিও গেমসে ভারত অনেক বেশি পদক জিততে পারে। অন্তত সেই সম্ভাবনা দেখতে পাচ্ছি।’

গোপীচাঁদের মতোই ভারতের আর এক নামী অলিম্পিয়ান অঞ্জু ববি জর্জও (Anju Bobby George) টোকিও গেমসে সিন্ধু, মেরিদের গলায় পদক দেখতে চাইছেন। তঁর কথায়, ‘আমরা অলিম্পিয়ানরা কী হারালাম, তার হিসেব রাখি না। অতিমারির মধ্যেও কিন্তু ভারতীয় অ্যাথলিটরা নিজেদের প্রস্তুতিটা ঠিকঠাক সেরেছে। যে কারণে ভালো কিছুর আশাই রাখব আমরা।’

আরও পড়ুন: Tokyo Olympics 2020: অলিম্পিকের সুইমিং পুলে ভারতের প্রথম মহিলা সাঁতারু মানা প্যাটেল