মাদ্রিদ: চোট সারিয়ে প্রায় এক বছর পর আবার কোর্টে ফিরতে চলেছেন রাফায়েল নাদাল (Rafael Nadal)। আগামী বছরের শুরুতেই তাঁকে দেখা যাবে একটি টুর্নামেন্টে। যা অস্ট্রেলিয়ান ওপেনের আগে প্রস্তুতি হিসেবে নেবেন তিনি। চলতি বছরের শুরুতে কোমরের চোটের কারণে ছিটকে গিয়েছিলেন কোর্ট থেকে। তার পর থেকে চেষ্টা করলেও আর টেনিস ব়্যাকেট হাতে নামতে পারেননি। হিপে অস্ত্রোপচারও করাতে হয়েছে। দীর্ঘ রিহ্যাবের পর আবার কোর্টে ফিরছেন ২২টা গ্র্যান্ড স্লাম জেতা নাদাল। তবে ৩৭ বছরের তারকাকে চোটের সঙ্গে যে লড়তে হবে, তাও ভালো করে জানেন। আগামী বছরটাই কি কেরিয়ারের শেষ মরসুম হতে চলেছে? নাদাল কী বলছেন? বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।
সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিয়ো পোস্ট করে নাদাল বলেছেন, ‘আমার মনে হয়, আমি কোর্টে নামার জন্য তৈরি। সব যদি ঠিকঠাক এগোয়, যে ভাবে পরিকল্পনা করেছি, সেই মতো স্বপ্ন দেখতে পারি, তা হলে কোর্টে নেমে আবার টেনিস উপভোগ করতে পারব। আর সোজা কথা হল, আমি নিজের কাছে কোনও প্রত্যাশাই রাখছি না।’
ব্রিসবেন ওপেনে নিজের প্রস্তুতি সারতে চাইছেন নাদাল। বিশ্বের প্রাক্তন এক নম্বর টেনিস তারকার সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী হতে পারেন নোভাক জকোভিচ। রজার ফেডেরার ও রাফায়েল নাদালকে টপকে গিয়েছেন তিনি। সর্বকালের সেরা টেনিস প্লেয়ার হওয়ার পথেও এগিয়ে গিয়েছেন। সেই জোকারকে কি থামাতে পারবেন রাফা? কোর্টে ফেরার ঠিক এক কদম আগে দাঁড়িয়ে থাকলেও বিশ্ব টেনিস ব়্যাঙ্কিংয়ে ব্যাপক পতন হয়েছে নাদালের। দীর্ঘদিন না খেলার জন্য ৬৬৩ নম্বরে নেমে গিয়েছেন। সেখান থেকে আবার ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখবেন বাঁ হাতি টেনিস প্লেয়ার। রাফা বলে দিচ্ছেন, ‘কেরিয়ার জুড়ে নিজের কাছে যা প্রত্যাশা করেছি, এ বার সেটা করা যাবে না। আমি অন্তত করছিও না।’
De mi anuncio del viernes… algunas explicaciones esta semana. Aquí la primera:
👉🏻 Tengo y he tenido miedo de anunciar las cosas. Me ha causado miedo querer anunciar algo sin estar seguro al 100%…
👉🏻 Creo que estoy preparado y confío y espero que las cosas vayan bien y que me… pic.twitter.com/vHnDSQzBCx— Rafa Nadal (@RafaelNadal) December 4, 2023
কোনও লক্ষ্য সামনে না রেখেই এগোতে চাইছেন রাফা। আগামী বছরই অবসর নিতে পারেন টেনিস থেকে, এমনও বলা হচ্ছে। টেনিস উপভোগ করতে চান তার আগে। নাদালের কথায়, ‘এই মুহূর্তে আমি একদম অন্য রকম একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে আছি। সত্যি কথা বলতে কী, আমি সম্পূর্ণ নতুন একটা দুনিয়ায় দাঁড়িয়ে আছি। সোজা কথাটা সোজা ভাবেই মেনে নিতে হবে। এখন আমি অনেক কিছুই আমি করতে পারব না। শুরুতে কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে। নিজেকে প্রয়োজনীয় সময় দিতেই হবে।’