TOKYO OLYMPIC : টোকিওর স্বপ্ন শেষ হতে চলেছে হিমার!

TV9 Bangla Digital | Edited By: raktim ghosh

Jun 30, 2021 | 7:13 AM

হিমার দুঃসংবাদের মাঝেই ভারতীয় অ্যাথলেটিক্সে রয়েছে সুসংবাদও। ৩৭ বছরের ডিসকাস থ্রোয়ার সীমা পুনিয়া যোগ্যতা অর্জন করলেন টোকিও অলিম্পিকের জন্য।এই নিয়ে চতুর্থবারের জন্য অলিম্পিকের যোগ্যতা অর্জন করলেন সীমা পুনিয়া।

TOKYO OLYMPIC : টোকিওর স্বপ্ন শেষ হতে চলেছে হিমার!
টোকিওর স্বপ্ন শেষ হিমার

Follow Us

পাতিয়ালাঃ ভারতীয় অ্যাথলেটিক্সের(ATHLETICS) পক্ষে দুঃসংবাদ। টোকিও অলিম্পিকের(TOKYO OLYMPIC) স্বপ্ন শেেষ হতে চলেছে হিমা দাসের(HIMA DAS)। শনিবার ১০০ মিটার দৌড়ের সময় হ্যামস্ট্রিংয়ে চোট পান হিমা। পাঁচ নম্বরে শেষ করেন হিমা। ২০০ মিটারেও পারফরম্যান্স আশাপ্রদ নয়। ৪০০ মিটার রিলেতে চোটের কারনে নামতে পারেননি। ফল, এবারের মত টোকিওর আশা শেষ হচ্ছে হিমার। হিমার দুঃসংবাদের দিনই অলিম্পিকে যোগ্যতা অর্জন করলেন ডিসকাস থ্রোয়ার (DISCUSS THROWER)সীমা পুনিয়া(SEEMA PUNIYA)।

শনিবার ১০০ মিটার হিটে নামার পর হ্যামস্ট্রিংয়ে চোট পান হিমা দাস। পঞ্চম স্থানে শেষ করেন হিমা। ভারতীয় দলের এই তারকা স্প্রিন্টার অংশগ্রহণ করেছিলেন ২০০ মিটার ফাইনালে। সেখানে যোগ্যতা অর্জনের মাপকাঠি ছিল ২২.৮ সেকেন্ড। হিমা সেখানে পঞ্চম স্থান অধিকার করেন।দৌড় শেষ করতে সময় নেন ২৫.০৩ সেকেন্ড। শুধু তাই নয় ৪০০ মিটার রিলেতেও চোটের জন্য নামতে পারেননি হিমা। হিমার পরিবর্তে যে মহিলা দল নেমেছিল এই ৪০০ মিটার রিলেতে তাঁরা দৌড় শেষ করেন ৪৪.১৫ সেকেন্ডে।

চোটই শেষ করে দিল হিমার যাবতীয় স্বপ্ন। মঙ্গলবার গভীর রাত পর্যন্ত সময়সীমা ছিল অলিম্পিকে যোগ্যতা অর্জনের জন্য। বৃহস্পতিবারই বিশ্ব অ্যাথলেটিক্স সংস্থা প্রকাশ করবেন, বিশ্বের কোন অ্যাথলেটিক্সরা যোগ্যতা অর্জন করলেন অলিম্পিকের জন্য। সেখানে হিমার নাম থাকার সম্ভাবণা নেই।

হিমার দুঃসংবাদের মাঝেই ভারতীয় অ্যাথলেটিক্সে রয়েছে সুসংবাদও। ৩৭ বছরের ডিসকাস থ্রোয়ার সীমা পুনিয়া যোগ্যতা অর্জন করলেন টোকিও অলিম্পিকের জন্য।এই নিয়ে চতুর্থবারের জন্য অলিম্পিকের যোগ্যতা অর্জন করলেন সীমা পুনিয়া।

৩৭ বছরে অলিম্পিকের যোগ্যতা অর্জন করলেন সীমা পুনিয়া

২০১৮ এশিয়ান গেমসের পর মাত্র ৩টি প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পেরেছিলেন সীমা। চোট জেরবার হয়ে গিয়েছিল তাঁর কেরিয়ার।অবশেষে সীমা যোগ্যতা অর্জন করায় খুশির হাওয়া ভারতীয় ক্রীড়ায়।

Next Article