HS Pronnoy : চোয়ালচাপা লড়াইয়েও হার, অস্ট্রেলিয়ান ওপেনে রুপো পেলেন প্রণয়

Australian Open Final 2023 : ম্যাচের সূচনাটা একেবারে ফাইনালের মতো হয়নি প্রণয়ের। ৯-২১ ব্যবাধানে প্রতিপক্ষের কাছে অসহায় আত্মসমর্পণ করেন। দর্শকরা ফাইনালের আঁচ পেতে শুরু করেন দ্বিতীয় গেম থেকে।

HS Pronnoy : চোয়ালচাপা লড়াইয়েও হার, অস্ট্রেলিয়ান ওপেনে রুপো পেলেন প্রণয়

| Edited By: তিথিমালা মাজী

Aug 06, 2023 | 4:40 PM

মেলবোর্ন : সহজে হার মানতে রাজি ছিলেন না। ফাইনালে অসামান্য লড়াই। তারপরও পরাজয় স্বীকার করতে হল ভারতীয় শাটলার এইচএস প্রণয়কে (HS Pronnoy)। আজ অস্ট্রেলিয়া ওপেন সুপার ৫০০ ব্যাডমিন্টনে (Australian Open Final 2023) ছেলেদের সিঙ্গলসের ফাইনালে মুখোমুখি হন প্রণয় এবং চিনের ওয়েং হং ইয়ং। রবিবার সিডনিতে অনুষ্ঠিত এই তিন গেমের ম্যাচ প্রণয় হারলেন ৯-২১, ২৩-২১, ২০-২২ ব্যবধানে। প্রথম গেমে প্রতিপক্ষের কাছে প্রায় উড়ে যাওয়ার পরও আত্মবিশ্বাসে টাল খায়নি প্রণয়ের। অনবদ্যভাবে দ্বিতীয় গেমে ঘুরে দাঁড়ান। তাঁর কামব্যাকে অস্ট্রেলিয়ান ওপেন পুরুষদের সিঙ্গলস ফাইনাল তৃতীয় গেম পর্যন্ত গড়ায়। তৃতীয় তথা নির্ণায়ক গেমেও হাড্ডাহাড্ডি লড়লেন। তবে শেষ হাসি হাসলেন চিনা শাটলার। বিস্তারিত জেনে নিন TV9 Bangla Sports এর এই প্রতিবেদনে।

ম্যাচের সূচনাটা একেবারে ফাইনালের মতো হয়নি প্রণয়ের। ৯-২১ ব্যবাধানে প্রতিপক্ষের কাছে অসহায় আত্মসমর্পণ করেন। দর্শকরা ফাইনালের আঁচ পেতে শুরু করেন দ্বিতীয় গেম থেকে। দুরন্ত কামব্যাকে দ্বিতীয় গেম জিতে নেন তিনি। এরপর নির্ণায়ক গেমে খেতাব জয়ের জন্য দুই শাটলার নিজের সেরাটা উজাড় করে দিয়েছেন। তবে প্রণয়ের খেতাব হাতছাড়া হল অল্পের জন্য। একটা সময় ১৯-১৪ ব্য়বধানে এগিয়ে ছিলেন তিনি। নির্ণায়ক গেম যখন ২০-১৯ তখন ম্যাচ পয়েন্টও পান। কিন্তু শেষমেশ ২০-২২ ব্যবধানে হার। খেতাব হাতছাড়া হলেও ভারতীয় শাটলারের পারফরম্যান্সে মুগ্ধ ব্যাডমিন্টন জগত। নেটিজেনদের বাহবা পাচ্ছেন। জিতলে মরসুমে দ্বিতীয় সিঙ্গলস খেতাব হাতে উঠত প্রণয়ের। পুলেল্লা গোপীচাঁদের ছাত্রকে রুপোর পদকে সন্তুষ্ট থাকতে হচ্ছে।

এই নিয়ে দ্বিতীয় বার ফাইনালে মুখোমুখি হলেন প্রণয় এবং ওয়েং হং ইয়ং। মে মাসে মালয়েশিয়া মাস্টার্স ওপেনে চিনা শাটলারকে হারিয়ে খেতাব জিতেছিলেন প্রণয়। সেই ফলাফলের পুনরাবৃত্তি হল না সিডনিতে।