Asian Games 2023: খোঁজ মিলল ভিসা বাতিল হওয়া অ্যাথলিটের, সাইয়ের হস্টলে আছেন মেপাং

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Sep 23, 2023 | 6:57 PM

Mepung Lamgu: মেপাংয়ের দাদা পেশায় ডাক্তার। ইটানগরের একটি হাসপাতালে চাক্তারি করেন গান্ধী লামগু। তিনি সাংবাদসংস্থাকে বলেছিলেন, 'মেপাং আমাদের ফোনও ধরছে না। ওর ফোন বন্ধ। ওর জন্য বড্ড চিন্তা হচ্ছে আমাদের। ভয় পাচ্ছি, কেঁদে কেঁদে খারাপ কিছু করে না বসে।' মেপাংয়ের জন্য উদ্বিগ্ন হয়ে পড়েছিলেন সকলেই। বছর কুড়ি বয়স তাঁর। এশিয়ান গেমসের উসু থেকে পদক নিয়ে ফিরবেন, এই স্বপ্নই ছিল তাঁর। চিনে যাওয়ার ভিসা বাতিল হওয়ার পর মেপাং আর প্লেনে উঠতে পারেননি। বিমানবন্দর থেকে ফিরে আসেন। কিন্তু কোথায় আছেন, তাই জানতে পারছিল না মেপাংয়ের পরিবার।

Asian Games 2023: খোঁজ মিলল ভিসা বাতিল হওয়া অ্যাথলিটের, সাইয়ের হস্টলে আছেন মেপাং
অবশেষে খোঁজ মিলল মেপাং লামগুর।
Image Credit source: টুইটার

Follow Us

নয়াদিল্লি: ভিসা না পাওয়ায় শেষ পর্যন্ত চিনে এশিয়ান গেমসের (Asian Games 2023) জন্য যাওয়া হয়নি উসু (Wushu) টিমের তিন অ্যাথলিটের। এই তিনজনই অরুণাচলের প্লেয়ার। অরুণাচল ইস্যুতে ভারত-চিনের সীমান্ত সংক্রান্ত মতবিরোধ বহুদিনের। সেই কারণেই এই অ্যাথলিটদের ভিসা বাতিল করা হয়েছে, এমনই মনে করা হচ্ছে। স্টেপল ভিসা দেওয়া হয়েছে তাঁদের। যা ভারত সরকার মেনে নিতে পারেনি। যে কারণে এশিয়ান গেমসে উপস্থিত থাকার জন্য চিন সফর বাতিল করেছেন কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুর (Anurag Thakur)। এই নিয়ে যখন বিতর্ক তুঙ্গে তখনই রটে গিয়েছিল যে তিন অ্যাথলিটের ভিসা বাতিল হয়েছে, তাঁদের একজনের সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না। মেপাং লামগু (Mepung Lamgu) কোথায় গেলেন? TV9Bangla Sports এ বিস্তারিত।

মেপাংয়ের দাদা পেশায় ডাক্তার। ইটানগরের একটি হাসপাতালে চাক্তারি করেন গান্ধী লামগু। তিনি সাংবাদসংস্থাকে বলেছিলেন, ‘মেপাং আমাদের ফোনও ধরছে না। ওর ফোন বন্ধ। ওর জন্য বড্ড চিন্তা হচ্ছে আমাদের। ভয় পাচ্ছি, কেঁদে কেঁদে খারাপ কিছু করে না বসে।’ মেপাংয়ের জন্য উদ্বিগ্ন হয়ে পড়েছিলেন সকলেই। বছর কুড়ি বয়স তাঁর। এশিয়ান গেমসের উসু থেকে পদক নিয়ে ফিরবেন, এই স্বপ্নই ছিল তাঁর। চিনে যাওয়ার ভিসা বাতিল হওয়ার পর মেপাং আর প্লেনে উঠতে পারেননি। বিমানবন্দর থেকে ফিরে আসেন। কিন্তু কোথায় আছেন, তাই জানতে পারছিল না মেপাংয়ের পরিবার।

পরে অবশ্য এক্স-এ, যা আগে টুইটার, সেখানে মেপাং একটি ছবি পোস্ট করেছেন। তাতে দেখা যাচ্ছে, সতীর্থদের সঙ্গে প্রাতঃরাশ করছেন তিনি। একই সঙ্গে লিখেছেন, ‘আমি এখন ঠিক আছি। সাইয়ের হস্টলেই আছি। পরিবারের সঙ্গে যোগাযোগেই আছি। আমাকে নিয়ে চিন্তা করার কিছু নেই। তবে সবাই আমাকে নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন, পাশে থেকেছেন, তার জন্য ধন্যবাদ।’ সাইয়ের তরফেও টুইট করে জানানো হয়েছে, ‘আমরা উসু টিমের তিন অ্যাথলিটের সঙ্গে এবং পাশে আছি। ওদের এখন সাই হস্টেলেই রাখা হয়েছে।’

Next Article