French Open: ফরাসি ওপেনে আমি কোনও ভাবেই ফেভারিট নই, কে বলছেন এমন কথা?

ক্লে কোর্টের সম্রাট তিনি। কেরিয়ারে মোট ১৩বার জিতেছেন ফরাসি ওপেন। তাও তারকা টেনিস প্লেয়ারের মনে হচ্ছে এ বারের ফরাসি ওপেনে তিনি ফেভারিট নন।

French Open: ফরাসি ওপেনে আমি কোনও ভাবেই ফেভারিট নই, কে বলছেন এমন কথা?
French Open: ফরাসি ওপেনে আমি কোনও ভাবেই ফেভারিট নই, কে বলছেন এমন কথা?Image Credit source: Twitter

| Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

May 22, 2022 | 8:30 AM

প্যারিস: ২১টা গ্র্যান্ড স্লাম জিতে ওপেন টেনিস এরায় চিরকালীন রেকর্ড করে ফেলেছেন তিনি। নোভাক জকোভিচ (Novak Djokovic) সে রেকর্ড ভেঙে ফেলতেই পারেন। কিন্তু ফরাসি ওপেনে রাফায়েল নাদালই (Rafael Nadal) ফেভারিট। রোলাঁ গারোয় ১৩বার খেতাব জেতার অবিস্মরণীয় রেকর্ড করেছেন তিনি। রাফারাজ কি এ বারও অটুট থাকবে ফরাসি ওপেনে? গোড়ালির চোট নিয়ে খানিকটা হলেও বিপর্যস্ত তিনি। আর তাই স্প্যানিশ তারকার মনে হচ্ছে, এ বার তিনি ফেভারিট নন। এ বারের ফরাসি ওপেনে (French Open) তারকার হাট বসতে চলেছে। অস্ট্রেলিয়ান ওপেনে ভ্যাকসিন ইস্যুতে নামতে না পারলেও জোকার থাকছেন। দানিল মেদভেদেভ থেকে শুরু করে অন্যান্য তারকারাও নামবেন। কিন্তু আলোচনার কেন্দ্রে সেই নাদালই।

ফরাসি ওপেনে জর্ডন থমসনের বিরুদ্ধে প্রথম ম্যাচ খেলবেন নাদাল। বিশ্বের ৫ নম্বর তারকা কিন্তু বলে দিচ্ছেন, ‘আমি আমার সারা টেনিস কেরিয়ার জুড়ে ফরাসি ওপেনকে সব সময় গুরুত্ব দিয়েছি। কারণ রোলাঁ গারো আমাকে অনেক কিছু দিয়েছে। কিন্তু এ বারের ফরাসি ওপেন শুরু হওয়ার আগে আমার একটাই জিনিস মনে হচ্ছে, আমি ফেভারিট নই। কিন্তু কখন যে কী ঘটে, কেউ বলতে পারে না।’

চলতি বছরের শুরু থেকে চোটে বিপর্যন্ত ছিলেন নাদাল। পাঁজরের হাড়ের চোটের জন্য কোর্ট থেকে ছিটকে গিয়েছিলেন ছ’সপ্তাহ। তার পর কোর্টে ফিরেও খুব একটা সাফল্য পাননি। মাদ্রিদ ওপেনের কোয়ার্টার ফাইনালে কার্লোস আলকারাসের কাছে হেরে গিয়েছিলেন। রোম মাস্টার্সের রাউন্ড সিক্সটিনে হেরেছেন ডেনিস শাপোভালোভের কাছে। নাদাল বলছেন, ‘আমি প্রতিটা দিন ঘিরে বাঁচি। তাই এ সব চোট আঘাত আমার কাছে নতুন নয়। আমি থমকেও যাই না। আমি রোলাঁ গারোয় এসেছি অআমার সেরা টেনিস খেলার জন্যই। সেই বিশ্বাসটা যদি না থাকত, তা হলে আমি এখানে আসতামই না।’

চোট সারিয়ে মাঠে ফিরে সেরা ছন্দ এখনও খুঁজে পাননি তিনি। কিন্তু ক্লে কোর্টের সম্রাটের বিশ্বাস, তিনি এ বারও সেরাটা দিতে পারবেন। ‘ক্লে কোর্টে আমি বরাবরই নিজের সেরাটাই দিয়েছি। আর তা নিয়ে আমার কোনও দ্বিধা নেই। তথ্যও কিন্তু তাই-ই বলে। দুর্ভাগ্যবশত এ বার আমার প্রস্তুতি প্রত্যাশা মতো নয়। পাঁজরের চোটের কারণে আমি মরসুমটা যে ছন্দে শুরু করেছিলাম, সেটা আর ধরে রাখতে পারিনি।’

রাফায়েল নাদাল যতই বলুন প্রস্তুতি তেমন নয়, তবু রোলাঁ গারোয় তাঁকে ঘিরে প্রত্যাশা থাকবেই।