French Open 2022: সব টুকরো মিলিয়ে ট্রফি জয়ের উচ্ছ্বাসে ইগা

রোলাঁ গারোয় ট্রফি জয়ের পর পোডিয়ামে ইগা। পোল্যান্ডের জাতীয় সঙ্গীত বাজতেই আনন্দাশ্রু ইগার চোখে। মাঠে যেমন বিধ্বংসী মেজাজে ছিলেন, পোডিয়ামে দাঁড়িয়ে শান্তির বার্তা দিলেন পোল্যান্ডের ইগা স্বোয়াতেক।

French Open 2022: সব টুকরো মিলিয়ে ট্রফি জয়ের উচ্ছ্বাসে ইগা
French Open 2022: সব টুকরো মিলিয়ে ট্রফি জয়ের উচ্ছ্বাসে ইগা

| Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Jun 05, 2022 | 11:12 AM

প্যারিস: ঠিক যেন রুবিক’জ কিউব। হাতে নিয়ে ঝটপট সব রঙ মিলিয়ে দিলেন। সময় লাগলো সব মিলিয়ে মাত্র ৬৮ মিনিট। ফরাসি ওপেনে (French open 2022) মেয়েদের সিঙ্গলসের ফাইনালে ‘নতুন সেরেনা’ কোকো গফকে (Coco Gauff) ৬-১, ৬-৩ ব্যবধানে হারালেন বিশ্বের এক নম্বর ইগা স্বোয়াতেক (Iga Swiatek)। এতটা একপেশে ম্যাচ তিনিও চাননি। ম্যাচের আগে জানিয়েছিলেন রাফায়েল নাদাল-জকোভিচের মানের প্রতিদ্বন্দ্বিতা মেয়েদের টেনিসেও হোক। সেরেনা বনাম শারাপোভার মতো একপেশে নয়। ভবিষ্যৎ প্রতিদ্বন্দ্বিতা যেমনই হোক, ফাইনাল হলো একপেশে। দ্বিতীয়বার ফরাসি ওপেন চ্যাম্পিয়ন হয়ে দ্বিগুণ উচ্ছ্বাসে ভাসলেন পোল্যান্ডের ইগা স্বোয়াতেক। ২০২০’তে প্রথমবার খেতাব জেতার সময় কোভিড পরিস্থিতি কঠিন ছিল। নানা বিধিনিষেধে হয়েছিল ফরাসি ওপেন। মাস্ক পরেই সেরার ট্রফি নিতে হয়েছিল ইগাকে। ছবিগুলো ‘পছন্দসই হয়নি’। এবার মাস্ক ছাড়া, সুন্দর মুহূর্তের, স্মরণীয় ছবি উঠলো, সঙ্গী হয়ে রইলো না ভুলতে পারার মতো স্বোয়াতেক-স্মৃতি।

ম্যাচ জিতে বলছেন, ‘অবশেষে প্রতিটা টুকরো নিখুঁত ভাবে মিলে গেল। দু-বছর আগে এখানে ট্রফি জেতা, দুর্দান্ত অভিজ্ঞতা ছিল। সত্যি বলতে, আগে হলে এই ট্রফিটা প্রত্যাশা করতাম না। তবে এবার মনে হচ্ছে, এই জায়গায় পৌঁছনোর জন্য প্রচুর পরিশ্রম করেছি। রাস্তাটা মসৃণ ছিল না। প্রচুর চাপ ছিল। তবে ফরাসি ওপেনে বাড়তি প্রেরণা নিয়ে নামি, বারবার খেলতে ইচ্ছে করে এখানে।’

ওপেন এরায় চতুর্থ কণিষ্ঠতম হিসেবে একাধিকবার ফরাসি ওপেন জয় ইগার। এই কৃতিত্ব রয়েছে মোনিকা সেলেস, স্টেফি গ্রাফ, ক্রিস এভার্টের মতো কিংবদন্তিদের। ২০০৬ সালে মারিয়া শারাপোভার পর কণিষ্ঠতম হিসেবে একাধিক গ্র্যান্ড স্ল্যাম জয়ের কীর্তিও গড়লেন ইগা। প্রথম মহিলা খেলোয়াড় হিসেবে টানা ছ’টি ট্রফি জিতলেন ইগা। ২০০৭/৮ মরসুমে জাস্টিন হেনিন এই কৃতিত্ব গড়েছিলেন। ২১ বছরে ইগা স্বোয়াতেক গত ন’টি ফাইনালে একটিও সেট খোয়াননি। ফিলিপে শ্যাটরিয়ের কোর্টে এই রেকর্ড বাড়িয়ে নিলেন। ফরাসি ওপেনে চতুর্থ রাউন্ডেই একটি মাত্র সেট খুঁইয়েছেন। পিছিয়ে পড়েও জিতেছিলেন। রোলাঁ গারোয় ট্রফি জয়ের পর পোডিয়ামে ইগা। পোল্যান্ডের জাতীয় সঙ্গীত বাজতেই আনন্দাশ্রু ইগার চোখে। মাঠে যেমন বিধ্বংসী মেজাজে ছিলেন, পোডিয়ামে দাঁড়িয়ে শান্তির বার্তা দিলেন পোল্যান্ডের ইগা স্বোয়াতেক। প্রতিবেশি দেশ ইউক্রেণকে নিয়ে বলেন, ‘ইউক্রেণের জন্য আমি কিছু বলতে চাই। আপনারা শক্ত থাকুন, পুরো বিশ্ব পাশে আছে।’ সঙ্গে যোগ করেন, ‘দোহায় ট্রফি জেতার পর আশা করেছিলাম, পরিস্থিতি শান্ত হবে। আমি এখনও সেটাই বিশ্বাস করি, আমি আশাবাদী সব ঠিক হয়ে যাবে, আমি ওদের পাশে রয়েছি।’