Iga Swiatek: সেরেনাকে নিয়ে বিরাট মন্তব্য ফরাসি ওপেন চ্যাম্পিয়নের

TV9 Bangla Digital | Edited By: দীপঙ্কর ঘোষাল

Jun 11, 2022 | 4:16 PM

কেরিয়ারের দুটি গ্র‍্যান্ড স্ল্যামই ফরাসি ওপেনে। এবার উইম্বলডনে তাই বাড়তি নজর ইগার।

Iga Swiatek: সেরেনাকে নিয়ে বিরাট মন্তব্য ফরাসি ওপেন চ্যাম্পিয়নের
ফরাসি ওপেন জয়ের পর ফটোশুটে ইগা স্বোয়াতেক।
Image Credit source: TWITTER

Follow Us

বার্লিন: মেয়েদের টেনিসে (WTA) বিশ্বের এক নম্বর ইগা স্বোয়াতেক (Iga Swiatek) বার্লিন ওপেন থেকে নাম তুলে নিলেন। সদ্য কেরিয়ারের দ্বিতীয় ফরাসি ওপেন (French Open) জিতেছেন। সামনে উইম্বলডন (Wimbledon) ওপেন রয়েছে। আরও একটা গ্র‍্যান্ড স্ল্যামের (Grand Slam) মঞ্চকেই পাখির চোখ করছেন ইগা। ফরাসি ওপেনে কাঁধে চোট লেগেছে। সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টে নিজেই একথা জানান ইগা। সে কারণেই বার্লিন ওপেন থেকে সরার সিদ্ধান্ত বলে জানান তিনি। ফরাসি ওপেনের ফাইনালে মার্কিন যুক্তরাষ্ট্রের কোকো গফকে  ৬-১, ৬-৩’র স্ট্রেট সেটে উড়িয়ে দেন ইগা। টানা ৩৫ ম্যাচ জিতে নজিরও গড়েছেন। সেরেনা উইলিয়ামসের (Serena Williams) টানা ৩৪ ম্যাচ জয়ের রেকর্ড ছাপিয়ে গিয়েছেন ইগা। সম্প্রতি একটি সাক্ষাৎকারে সেরেনা উইলিয়ামসকে নিয়েও নানা মন্তব্য করেছেন ফরাসি ওপেন চ্যাম্পিয়ন। বার্লিন ওপেন থেকে সরে দাঁড়ানো প্রসঙ্গে জানিয়েছেন, ‘কাঁধে সমস্যা হচ্ছে। সে কারণেই বার্লিন ওপেন থেকে সরে দাঁড়াতে হল। আমি দুঃখিত। বিশ্রাম নিয়ে উইম্বলডনের প্রস্তুতির দিকে ফোকাস করবো।’

উইমেন্স টেনিস অ্যাসোসিয়েশন (ডব্লিউটিএ) ইনসাইডারে একটি সাক্ষাৎকারে বিশ্বের এক নম্বর ইগা স্বোয়াতেক বলেন, ‘বিষয়টা হয়তো একটু অদ্ভুত। কিন্তু টানা ৩৫ ম্যাচে জয় এবং সেরেনার নজির ছাপিয়ে যাওয়া, স্পেশাল ব্যাপার। আমি সবসময়ই এরকম রেকর্ড গড়তে চাই। টেনিস সার্কিটে সেরেনা আসার পর থেকেই বাকিদের পথ কঠিন হয়েছিল। সেরেনার চেয়েও ভালো কিছু করতে চাই। ও অনেক বছর ধরে প্রচুর রেকর্ড গড়েছে।’

এর আগে ২০২০ সালেও ফরাসি ওপেন জিতেছিলেন ইগা স্বোয়াতেক। এবার কেরিয়ারের দ্বিতীয় গ্র‍্যান্ড স্ল্যাম জিতেছেন। তাঁর দুটি গ্র‍্যান্ড স্ল্যামই ফরাসি ওপেনে। এবার উইম্বলডনে তাই বাড়তি নজর ইগার। পোল্যান্ডের এই টেনিস তারকার কথায়, ‘আমি অনবরত দ্বিতীয় গ্র‍্যান্ড স্ল্যাম জয়ের লক্ষ্য নিয়ে এগিয়েছি। আমার সবসময়ই মনে হত, প্রথমটা জিতেছি, ঠিক আছে, দ্বিতীয়টা জিতলে বুঝতে পারব, আমি আসলে ঠিক পথে এগোচ্ছি। গার্বিন মুগুরুজা, সিমোনা হালেপ এবং অন্য অনেকেই দুটি করে গ্র‍্যান্ড স্ল্যাম জিতেছে। তাদের আমি শ্রদ্ধা করি। আমার মনে হয়, দুটো গ্র‍্যান্ড স্ল্যাম জেতা মানে নিশ্চিত হওয়া, আরও জেতার দক্ষতা রয়েছে।’ বিশ্বের এক নম্বর টেনিস তারকা কেরিয়ারে ইতিমধ্যেই সিঙ্গলসে ৯টি খেতাব জিতেছেন। এবং কোনও ফাইনালেই একটিও সেট হারেননি।

Next Article