Neeraj Chopra : দোহায় দাপট, জিতে মরসুম শুরু নীরজের; নিজেকে ভাগ্যবান বলছেন!

TV9 Bangla Digital | Edited By: দীপঙ্কর ঘোষাল

May 06, 2023 | 3:39 AM

Doha Diamond League : দোহা পর্বে জিতে নীরজ বলেন, 'প্রতিটা অ্যাথলিটের জন্যই এখানকার পরিস্থিতি খুবই কঠিন ছিল। শেষ অবধি জিততে পেরে ভালো লাগছে। মরসুমের শুরুটা ভালো হল, এটুকু বলতে পারি। পরবর্তী যে টুর্নামেন্টেই নামি, লক্ষ্য থাকবে প্রথম হওয়া। পুরো মরসুমে ধারাবাহিকতা বজায় রাখতে চাই। পরের ইভেন্টে আরও ভালো থ্রো করার জন্যই পরিশ্রম করে যাব।'

Neeraj Chopra : দোহায় দাপট, জিতে মরসুম শুরু নীরজের; নিজেকে ভাগ্যবান বলছেন!
Image Credit source: twitter

Follow Us

দোহা : একটা লক্ষ্য স্থির করে রেখেছেন। যা কোনও ভাবেই পূরণ হচ্ছে না। একদিন না একদিন হবেই। সেই আশা ছাড়ছেন না অলিম্পিকে ট্র্য়াক অ্যান্ড ফিল্ডে ভারতের একমাত্র সোনাজয়ী নীরজ চোপড়া। টোকিও অলিম্পিকে সোনা জিতে ইতিহাস গড়েছিলেন। গত বছর ডায়মন্ড লিগ জিতেছিলেন। সেটাও ভারতের ইতিহাস। চোটের কারণে ২০২২ কমনওয়েলথ গেমসে অংশ নিতে পারেননি। দোহায় নতুন মরসুম শুরু করলেন ভারতের জ্যাভলিন থ্রোয়ার নীরজ। ৯০ মিটারের সেই লক্ষ্য পূরণ না হলেও জয় দিয়েই মরসুম শুরু করলেন নীরজ। দোহার পরিস্থিতিতে মানিয়ে নেওয়া সহজ ছিল না। তবে নীরজ মানিয়ে নিলেন। জিতলেনও। আর জিতে নিজেকে ভাগ্যবান বলছেন। ঠিক কী কারণে তাঁর এমন মন্তব্য়? বিস্তারিত TV9Bangla Sports-এ।

ডায়মন্ড লিগের দোহা পর্বে প্রথম চেষ্টাতেই ৮৮.৬৭ মিটার থ্রো করেন নীরজ চোপড়া। শেষ অবধি প্রথম চেষ্টাতেই জয়। পরবর্তী চেষ্টায় লক্ষ্য ছিল আরও দূরত্ব পেরনো। সেটা যদিও হয়নি। অলিম্পিকে নীরজের পর শেষ করা অর্থাৎ রুপোর পদক পাওয়া জ্যাকুব ভালেচ এখানেও দ্বিতীয় স্থানে শেষ করলেন। তিনি ছুড়েছেন ৮৮.৬৩ মিটার। মাত্র চার সেন্টিমিটারের পার্থক্যে জিতলেন নীরজ। বিশ্ব চ্য়াম্পিয়ন অ্যান্ডারসন পিটার্স তৃতীয় স্থানে শেষ করেন। তিনি ছুড়েছেন ৮৫.৮৮ মিটার। দোহার পরিস্থিতি কতটা কঠিন ছিল, এখান থেকেও যেন আন্দাজ করা যায়। ইভেন্ট শেষে সেকথা জানালেন নীরজও।

দোহা পর্বে জিতে নীরজ বলেন, ‘প্রতিটা অ্যাথলিটের জন্য়ই এখানকার পরিস্থিতি খুবই কঠিন ছিল। শেষ অবধি জিততে পেরে ভালো লাগছে। মরসুমের শুরুটা ভালো হল, এটুকু বলতে পারি। পরবর্তী যে টুর্নামেন্টেই নামি, লক্ষ্য থাকবে প্রথম হওয়া। পুরো মরসুমে ধারাবাহিকতা বজায় রাখতে চাই। পরের ইভেন্টে আরও ভালো থ্রো করার জন্যই পরিশ্রম করে যাব।’ নিজেকে ভাগ্যবান বলার কারণ হিসেবে যোগ করলেন, ‘আমি খুব ভাগ্যবান, সকলে আমার ওপর এত ভরসা করেন। আমার খুবই ভালো লাগে। নিজেকে সত্যিই ভাগ্যবান মনে করি।’

Next Article