Hockey World Cup 2023: ইংল্যান্ডকে রুখে হকি বিশ্বকাপে গোলশূন্য ড্র ভারতের
দুই দলের হাড্ডাহাড্ডি লড়াইয়ে জমে উঠেছিল খেলা। নিজেদের রক্ষণ মজবুত রেখে ভারত ইংল্যান্ডকে রুখে দিয়েছে ঠিকই, তবে সুযোগও হাতছাড়া করেছে।

রৌরকেল্লা: স্পেনের বিরুদ্ধে জয় দিয়ে হকি বিশ্বকাপে অভিযান শুরু করেছিল ভারত (India vs England)। দ্বিতীয় ম্যাচে সামনে ছিল কঠিন প্রতিপক্ষ ইংল্যান্ড। ইংরেজদের বিরুদ্ধে লড়াইটা যে সহজ হবে না তা আগেই আশঙ্কা করেছিলেন কোচ গ্রাহাম রিড (Graham Reid)। তবে বিনা যুদ্ধে ময়দান ছেড়ে দেওয়ার পাত্র নয় টোকিও অলিম্পিকে পদকজয়ী ভারতীয় দল। ম্যাচেও তার প্রতিফলন দেখা গেল। দুই দলের হাড্ডাহাড্ডি লড়াইয়ে জমে উঠেছিল খেলা। নিজেদের রক্ষণ মজবুত রেখে ভারত ইংল্যান্ডকে রুখে দিয়েছে ঠিকই, তবে সুযোগও হাতছাড়া করেছে (Hockey World Cup 2023)। একটিও পেনাল্টি কর্নার গোলে রূপান্তরিত করতে না পারার ব্যর্থতা কুরে কুরে খাচ্ছে ইংল্যান্ডকেও। বিস্তারিত TV9 Bangla-র এই প্রতিবেদনে।
শনিবার রৌরকেল্লার বিরসা মুণ্ডা স্টেডিয়ামে নিজেদের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয়েছিল ভারত ও ইংল্যান্ড। প্রথম কোয়ার্টার থেকেই ভুরি ভুরি সুযোগ পেয়েছে ইংল্যান্ড। প্রথম কোয়ার্টারে পাঁচটি পেনাল্টি কর্নার পায় ডেভিড এমসের দল। কোয়ার্টারের একেবারে শেষে পেনাল্টি কর্নার পান হরমনপ্রীত সিংরা। কিন্তু গোল করতে পারেনি কোনও দলই। ০-০ থাকার পর দ্বিতীয় কোয়ার্টারেও ম্যাচে ইংল্যান্ডের দাপট বেশি ছিল। গোলের সুযোগ ছিল মনপ্রীত সিংয়ের কাছে। গোল লক্ষ্য করে শট রাখলেও বল জালে জড়াতে পারেননি বিবেক। এই কোয়ার্টারে ভারত তিনটি ও ইংল্যান্ড দুটি পেনাল্টি কর্নার পায়।
ভুরি ভুরি সুযোগ হাতছাড়া করে দুটি দল প্রথমার্ধ শেষ করে ০-০ ব্যবধানে। তৃতীয় কোয়ার্টারের শুরু থেকেই আক্রমণাত্মক ভঙ্গিতে শুরু করে হরমনপ্রীত সিংয়ের দল। আক্রমণ-প্রতি আক্রমণে লড়াই জমে ওঠে। ম্যাচের শেষদিকে যেন হতাশ হয়ে পড়েছিল ভারত। সেই সুযোগ কাজে লাগিয়ে চতুর্থ কোয়ার্টারের শেষ হওয়ার মুখে পোনাল্টি কর্নার পায় ইংল্যান্ড। তবে শেষ মুহূর্তে বিপদ এড়িয়ে গোলশূন্য ড্র করতে সক্ষম হয়েছে টিম ইন্ডিয়া। পুল ডি-তে একটি ম্যাচে জয় ও একটিতে ড্র নিয়ে প্রথম ও দ্বিতীয় স্থানে রয়েছে ইংল্যান্ড ও ভারত। দুটি দলেরই পয়েন্ট ৪। গোল পার্থক্যে এগিয়ে রয়েছে ইংল্যান্ড।





