AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Junior Women Asia Cup Hockey : ক্রিকেটের হতাশার দিনে হকিতে চ্যাম্পিয়ন ভারত, এশিয়া কাপ জিতল দেশের মেয়েরা

আয়োজক জাপানকে সেমিফাইনালে হারিয়ে ফাইনালে ওঠে ভারতের মেয়েরা। রবিবার কাকিমিগহারায় এশিয়া কাপের ফাইনালে চার বারের চ্যাম্পিয়ন দক্ষিণ কোরিয়ার মুখোমুখি হয় ভারত।

Junior Women Asia Cup Hockey : ক্রিকেটের হতাশার দিনে হকিতে চ্যাম্পিয়ন ভারত, এশিয়া কাপ জিতল দেশের মেয়েরা
Image Credit: Twitter
| Edited By: | Updated on: Jun 11, 2023 | 8:42 PM
Share

নয়াদিল্লি: টেস্টে বিশ্ব চ্যাম্পিয়নের (WTC Final 2023) খেতাব জিততে পারেনি ভারত। রবিবার দিনটা দেশের আপামর ক্রিকেটপ্রেমীদের জন্য হতাশার। এই হতাশায় কিছুটা হলেও প্রলেপ দিতে পারে দেশের জুনিয়র মহিলা হকি দল। রোহিতদের ব্যর্থতার দিনে চ্যাম্পিয়নের খেতাব ও ট্রফি নিয়ে ফিরছে দেশের জুনিয়র মহিলা হকি টিম। জাপানের কাকিমিগহারাতে চলছিল মহিলাদের জুনিয়র হকি এশিয়া কাপ (Junior Women Asia Cup Hockey)। রবিবার টুর্নামেন্টের ফাইনালে ৪ বারের চ্যাম্পিয়ন দক্ষিণ কোরিয়াকে ২-১ ব্যবধানে হারিয়ে খেতাব ছিনিয়ে নিয়েছে দেশের ছোটরা। এই প্রথম বার এশিয়া কাপ চ্যাম্পিয়ন হল মহিলা জুনিয়র হকি (Hockey) টিম। জাপানে গিয়ে ইতিহাস গড়ে ফিরছে দেশের মেয়েরা। ২০২১ সালে এই টুর্নামেন্ট হওয়ার কথা ছিল। কোভিডের জন্য পিছিয়ে যায়। বিস্তারিত TV9 Bangla Sportsর এই প্রতিবেদনে।

আয়োজক জাপানকে সেমিফাইনালে হারিয়ে ফাইনালে ওঠে ভারতের মেয়েরা। রবিবার কাকিমিগহারায় এশিয়া কাপের ফাইনালে চার বারের চ্যাম্পিয়ন দক্ষিণ কোরিয়ার মুখোমুখি হয় ভারত। প্রথম কোয়ার্টারে ম্যাচ গোলশূন্য ছিল। ম্যাচের ২২ মিনিটে পেনাল্টি কর্নার থেকে গোল করে ভারতকে এগিয়ে দেন অনু। মিনিট তিনেকের মধ্যে সমতা ফেরান দক্ষিণ কোরিয়ার পার্ক সিয়ো ইওন। ৪১ মিনিটে দক্ষিণ কোরিয়ার গোলকিপারকে বোকা বানিয়ে ভারতের স্কোর ২-১ করে দেন নীলম। সেটাই ম্যাচের নির্ণায়ক স্কোর হয়ে দাঁড়াল। আর কোনও গোল না হওয়ায় ২-১ ব্যবধানে প্রথম বার মহিলা জুনিয়র হকি এশিয়া কাপে চ্যাম্পিয়ন হল ভারত। এর আগে ২০১২ সালে ব্যাংককে প্রথম বার এশিয়া কাপের ফাইনালে ওঠে দেশের জুনিয়র মহিলা হকি টিম। ম্যাচটি ২-৫ গোলে হেরে গিয়েছিল ভারত। এক দশকের অপেক্ষার পর চ্যাম্পিয়নের খেতাব ভারতের মেয়েদের ঝুলিতে।

ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুর জুনিয়র মহিলা হকি টিমকে শুভেচ্ছা জানিয়ে টুইট করেছেন। তিনি লেখেন, “একটি দারুণ ও অবিস্মরণীয় রবিবার!ইতিহাস রচনার জন্য আমাদের নারীশক্তিকে আন্তরিক শুভেচ্ছা জানাই। কারণ তারা প্রথম মহিলা জুনিয়র হকি এশিয়া কাপ জিতেছে। দক্ষতা ও আবেগের দৃঢ় প্রদর্শনে চারবারের চ্যাম্পিয়ন দক্ষিণ কোরিয়াকে হারিয়ে এশিয়া কাপে চ্যাম্পিয়ন হয়েছে। আমরা অত্যন্ত গর্বিত এবং গোটা দেশ তোমাদের সাফল্যে আনন্দিত।”