Hockey World Cup 2023: ওয়েলসকে ৪-২ হারাল ভারত, তবু নিশ্চিত নয় কোয়ার্টার ফাইনাল
ইংল্যান্ড ও ভারতের একই পয়েন্ট থাকলও গোল পার্থক্যে প্রথমস্থানে থেকে সরাসরি কোয়ার্টার ফাইনালে চলে গিয়েছে ইংল্যান্ড। ভারতকে শেষ আটের জন্য এখনও অপেক্ষা করতে হবে।

ভুবনেশ্বর: হকি বিশ্বকাপে গ্রুপের (Hockey World Cup 2023) শেষ ম্যাচে ভারতের ম্যাচ ছিল ওয়েলসের বিরুদ্ধে। সরাসরি কোয়ার্টার ফাইনালে উঠতে গেলে ৮ গোলের বড়সড় ব্যবধানে জিততে হত ভারতকে। পাশাপাশি তাকিয়ে থাকতে হত গ্রুপের অন্য ম্যাচের দিকে। ওয়েলসের বিরুদ্ধে ৪-২ ভারত (India vs Wales) জিতলেও বড় ব্যবধানে জেতা হল না। ফলে ইংল্যান্ড ও ভারতের একই পয়েন্ট (৭) থাকলও গোল পার্থক্যে প্রথমস্থানে থেকে সরাসরি কোয়ার্টার ফাইনালে চলে গিয়েছে ইংল্যান্ড। গ্রুপের দ্বিতীয় স্থানে থাকা ভারতকে এ বার নামতে হবে ক্রসওভার রাউন্ডে। গ্রুপ বি-র তিন নম্বর দল নিউজিল্যান্ডের বিরুদ্ধে ক্রসওভার ম্যাচে নামবেন হরমনপ্রীত সিংরা। ম্যাচটি জিতলে তবেই কোয়ার্টার ফাইনালের টিকিট পাবে ভারত। ম্যাচের বিস্তারিত TV9 bangla।
প্রথম কোয়ার্টারের শুরুর দিকে দু’দুবার ওয়েলসের বক্সে ঢুকেও গোল করতে পারেনি ভারত। মনদীপ সিং ও নীলকণ্ঠ শর্মার আক্রমণ প্রতিহত হয়। প্রথম কোয়ার্টারে ভারতের তিনটে আক্রমণ আটকে দেন ওয়েলস গোলকিপার কটরেল। গোলশূন্যভাবে শেষ হয় প্রথম কোয়ার্টার। দ্বিতীয় কোয়ার্টারের শুরুতেই পেনাল্টি কর্নার আদায় করে নেয় ভারত। গোল আসেনি। ২১ মিনিটে দ্বিতীয় পেনাল্টি কর্নার থেকে হরমনপ্রীত সরাসরি গোল করতে পারেননি হরমনপ্রীত সিং। ফিরতি বলে শট নিয়ে গোল করেন সামশের সিং। ১-০ গোলে এগিয়ে যাওয়ার পর। তৃতীয় কোয়ার্টারের শুরুতে ফের ব্যবধান বাড়ায় ভারত। গোল করে যান আকাশদীপ। যদিও তৃতীয় কোয়ার্টারেই সমতা ফেরায় ওয়েলস। পেনাল্টি কর্নার থেকে গ্যারেথ ফার্লং গোল করেন। পরের গোলটি জেকব ড্রেপারের।
আশঙ্কা কাটিয়ে চতুর্থ কোয়ার্টারে জোড়া গোল করে ভারত। ৪৫ মিনিটে আকাশদীপের ফিল্ড গোল। ৬০ মিনিটে পেনাল্টি কর্নার থেকে চতুর্থ গোলটি করেন অধিনায়ক হরমনপ্রীত। এরপর আর গোল করতে পারেনি কোনও দলই। ভারত ম্যাচ জেতে ৪-২ ব্যবধানে। তবে কোয়ার্টার ফাইনালের জন্য অপেক্ষা বাড়ল।





