রৌরকেল্লা: হকির দুনিয়ায় ভারতের জয়জয়কার। রৌরকেল্লায় অনুষ্ঠিত হকি প্রো লিগে অপরাজেয় থেকেই টুর্নামেন্ট শেষ করল হরমনপ্রীত সিংয়ের (Harmanpreet Singh) নেতৃত্বাধীন ভারতীয় হকি দল। গত হকি বিশ্বকাপে গ্রুপ স্টেজ থেকেই ছিটকে গিয়েছিলেন তাঁরা। যার ফলে পদত্যাগও করেছিলেন তৎকালীন কোচ গ্রাহাম রিড। কিন্তু তারপরেই হকি দলের রদবদল। নতুন কোচ ক্রেগ ফুলটনের তত্ত্বাবধানে আবার প্রত্যাবর্তন হল ভারতের। হকি প্রো লিগে (FIH Pro League) বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানি এবং শক্তিশালী অস্ট্রেলিয়াকে আগেই পরাজিত করেছে ভারত। আবার হরমনপ্রীতদের কাছে পরাজিত হল অজিরা (Australia)। ম্যাচের বিস্তারিত বিবরণী জেনে নিন TV9 Bangla য়।
হকি প্রো লিগ একটি মিনি টুর্নামেন্ট। এই টুর্নামেন্টে অংশগ্রহণ করা দলগুলি অলিম্পিকের দিকে ফোকাস করেই ধীরে ধীরে প্রস্তুতি নেয়। আগামী বছর প্যারিসে অলিম্পিক। টোকিও অলিম্পিকে ভারত ব্রোঞ্জ পেয়েছিল। প্যারিস অলিম্পিকের জন্য স্ট্র্যাটেজি, টেকনিক, প্লেয়ারদের বোঝাপড়া সমস্ত কিছু নিয়েই প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। এ বার প্রো লিগে ভারত, জার্মানি এবং অস্ট্রেলিয়াও একই কাজ সেরে নিল। টুর্নামেন্ট থেকে ভারতের প্রাপ্তি কী? অপরাজিত থাকা। এ দিন অজিদের সঙ্গে ম্যাচে নির্ধারিত সময়ে ২-২ গোলে শেষ হয় খেলা। টাইব্রেকারে ৪-৩ গোলে ম্যাচ পকেটে পুরে নেন হরমনপ্রীত সিংয়ের ভারত। ম্যাচের ২ মিনিটের মাথায় ভারতের হয়ে প্রথম গোলটি করেন বিবেক প্রসাদ। ৩৭ মিনিট অবধি এগিয়ে ছিল ভারত। কিন্তু তৃতীয় কোয়ার্টারে ম্যাচের সমতা ফেরান অস্ট্রেলিয়ার এফ্রেমস। ১০ মিনিট পরেই ভারতের হয়ে দ্বিতীয় গোলটি করেন সুখজিৎ। যদিও ৫২ মিনিটের মাথায় আবার অজিদের হয়ে গোল করে হাওয়ার্ড। ফলে ম্যাচের ফলাফল গিয়ে দাঁড়ায় ২-২ এ। টাইব্রেকারে ম্যাচ জিতে নেয় ভারত।
টুর্নামেন্টে এর আগের ম্যাচে ভারত ৫-৪ গোলে ম্যাচ জিতেছিল। হ্যাটট্রিক করেছিলেন অধিনায়ক হরমনপ্রীত সিং। ম্যান অফ দ্য ম্যাচও হয়েছিলেন তিনি। এ দিনও নিজে গোল না পেলেও ম্যাচের সেরার তকমা নিয়ে পেয়েছেন তিনিই। এরপর মে মাসে লন্ডনে ব্রিটেন এবং বেলজিয়ামের সঙ্গে এরকম একটি মিনি টুর্নামেন্ট খেলতে যাবে ভারতীয় টিম। তারপরে রয়েছে নেদারল্যান্ডস ও আর্জেন্টিনার বিরুদ্ধে প্রো লিগের ম্যাচ। সুতরাং ভারতের সামনে এখন বড় চ্যালেঞ্জ। নতুন কোচের তত্ত্বাবধানে দেশের মাটিতে নিজেদের ইতিমধ্যেই প্রমাণ করেছেন হরমনপ্রীতরা। এ বার বিদেশে গিয়েও তাঁরা এই অপরাজেয় হকি খেলতে পারেন কিনা সেটাই দেখার।