
রাঁচি: ভারতের মাটিতে এখন চলছে ক্রিকেটের মহোৎসব। বিশ্বকাপের মঞ্চে রোহিত শর্মার ভারতের (India) অশ্বমেধের ঘোড়া ছুটছে। ওডিআই বিশ্বকাপের উত্তেজনার মাঝেই এ বার আর এক ভারতীয় দল জিতল এক খেতাব। তা হকিতে। জাপানকে (Japan) হারিয়ে এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফির (Women’s Asian Champions Trophy) খেতাব জিতেছেন সবিতা পুনিয়া, বন্দনা কাটারিয়ারা। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।
২ বারের এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ী জাপানকে রাঁচিতে রবিবার ৪-০ ব্যবধানে হারিয়েছে ভারতীয় মহিলা হকি টিম। এটি ভারতের দ্বিতীয় এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি জয়। এর আগে ২০১৬ সালে এই খেতাব জিতেছিল ভারতীয় মহিলা হকি টিম। গত বারের এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি চ্যাম্পিয়ন জাপানের বিরুদ্ধে ফাইনালে গোল করেছেন সঙ্গীতা, নেহা, লালরেমসিয়ামি এবং বন্দনা।
ভারত বনাম জাপান এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালের প্রথম কোয়ার্টার ছিল গোলশূন্য। এরপর ম্যাচের ১৭ মিনিটে প্রথম গোল করে ভারতকে এগিয়ে দেন সঙ্গীতা কুমারি। ভারতের দ্বিতীয় গোল আসে ৪৬ মিনিটে। তা করেন নেহা। এরপর ৫৭ ও ৬০ মিনিটে টিম ইন্ডিয়ার হয়ে অপর দুটি গোল করেন যথাক্রমে লালরেমসিয়ামি এবং বন্দনা।
Here are your winners – Team India 🇮🇳#IndiaKaGame #HockeyIndia #JWACT2023 pic.twitter.com/KO06y5ODBJ
— Hockey India (@TheHockeyIndia) November 5, 2023
জাপানকে হারানোর পর ভারতীয় মহিলা হকি দলের অধিনায়ক সবিতা পুনিয়া বলেন, ‘দারুণ অনুভূতি হচ্ছে। ফাইনাল ম্যাচের আগে আমরা কিছুটা নার্ভাস ছিলাম। কারণ জাপান খুব ভালো দল। ওদের প্লেয়াররাও ভীষণ ভালো। হাফটাইমের পর আমরা আক্রমণাত্মকভাবে খেলেছি।’
Podium finish for the #WomenInBlue 💙#HockeyIndia #IndiaKaGame #JWACT2023 pic.twitter.com/qWYlDM58gy
— Hockey India (@TheHockeyIndia) November 6, 2023
সারা টুর্নামেন্ট জুড়ে অপরাজিত ছিল ভারতীয় মহিলা হকি টিম। শেষ অবধি গতবারের চ্যাম্পিয়ন জাপানকে হারিয়ে খেতাব জিতেছে ভারত। সবিতা পুনিয়াদের এই জয়ের পর হকি ইন্ডিয়া প্রত্যেক প্লেয়ারকে ৩ লক্ষ করে টাকা এবং দলের সাপোর্ট স্টাফদের জন্য ১.৫০ লক্ষ টাকা আর্থিক পুরষ্কার দেওযার কথা ঘোষণা করেছে।