
চেন্নাই: হরমনপ্রীত সিংয়ের ভারতকে থামানো যাচ্ছে না। চেন্নাইতে চলতি এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফির (Asian Champions Trophy) গ্রুপ পর্বের সেরা হয়ে শেষ চারের লড়াইয়ে উঠেছে ভারত (India)। রাউন্ড-রবিন দৌড়ে চার ম্যাচে জয় ও ১টিতে ড্রয়ের পর এ বার সেমিফাইনালে জাপানের বিরুদ্ধে নামতে চলেছে ভারতীয় পুরুষ হকি দল। আগামী কাল এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফিতে হবে ভারত বনাম জাপানের সেমিফাইনাল ম্যাচ। TV9Bangla Sports এর এই প্রতিবেদনে জেনে নিন কখন, কোথায় এবং কী ভাবে দেখবেন ভারত-জাপানের (India vs Japan) সেমিফাইনাল ম্যাচ।
গ্রুপ পর্বে ভারত যে টিমের বিরুদ্ধে ড্র করেছিল তা হল এই জাপান। ফলে সেমির কাঁটা হমনপ্রীতরা উতরোতে পারেন কিনা সেটাই দেখার। ব়্যাঙ্কিংয়ের দিক থেকে ভারতের থেকে অনেকটাই পিছিয়ে রয়েছে জাপান। চার নম্বরে রয়েছে ভারত। অন্যদিকে জাপান রয়েছে ১৯ নম্বরে। চলতি এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত এখনও ২০টি গোল করেছে। কিন্তু জাপানের বিরুদ্ধে গ্রুপ পর্বের ম্যাচে ভারত সেই অর্থে দাগ কাটতে পারেনি। তাই সেমিফাইনাল ম্যাচে টিম ইন্ডিয়া কেমন পারফর্ম করে সেদিকেই সকলের নজর থাকবে।
ভারত বনাম জাপান এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনাল ম্যাচ কবে অনুষ্ঠিত হবে?
ভারত বনাম জাপান এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনাল ম্যাচ হবে ১১ অগস্ট, শুক্রবার।
ভারত বনাম জাপান এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনাল ম্যাচ কোথায় খেলা হবে?
ভারত বনাম জাপান এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনাল ম্যাচ চেন্নাইয়ের মেয়র রাধাকৃষ্ণণ হকি স্টেডিয়ামে হবে।
ভারত বনাম জাপান এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনাল ম্যাচ কখন শুরু হবে?
ভারত বনাম জাপান এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনাল ম্যাচ শুরু হবে রাত ৮.৩০ থেকে।
ভারত বনাম জাপান এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনাল ম্যাচ কোথায় সরাসরি দেখা যাবে?
ভারতে এই ম্যাচের সরাসরি সম্প্রচার হবে স্টার স্পোর্টস নেটওয়ার্কে।
ভারত বনাম জাপান এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনাল ম্যাচ কোন ওটিটি প্ল্যাটফর্মে দেখা যাবে?
ভারত বনাম জাপান এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনাল ম্যাচ দর্শকরা দেখতে পারবেন ফ্যানকোড মোবাইল অ্যাপ এবং ওয়েবসাইটে। এ ছাড়া এই ম্যাচের পুঙ্খানুপুঙ্খ আপডেটের জন্য চোখ রাখুন TV9 Bangla Sports-এ। সেখানে থাকবে লাইভ ব্লগ।