Asian Games 2023, Shooting: বিশ্বরেকর্ড গড়ে ৫০ মিটার প্রোনে সোনা স্বপ্নিল-ঐশ্বর্য-অখিলদের

Asian Games, Men's 50m Rifle 3Ps: সকাল সকাল হানঝাউ শুটিং রেঞ্জে রুপোর পদক এনেছেন ভারতের তিন মেয়ে। তার রেশ কাটতে না কাটতেই ভারতকে সোনা উপহার দিলেন তিন ছেলে। বিশ্বরেকর্ড গড়ে এশিয়ান গেমসে ৫০ মিটার প্রোনে সোনা জিতলেন ঐশ্বর্য প্রতাপ সিং তোমর, স্বপ্নিল কুসালে, অখিল শেওরন।

Asian Games 2023, Shooting: বিশ্বরেকর্ড গড়ে ৫০ মিটার প্রোনে সোনা স্বপ্নিল-ঐশ্বর্য-অখিলদের
Asian Games 2023, Shooting: বিশ্বরেকর্ড গড়ে ৫০ মিটার প্রোনে সোনা স্বপ্নিল-ঐশ্বর্য-অখিলদেরImage Credit source: Twitter

| Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Sep 29, 2023 | 9:12 AM

হানঝাউ: শুক্রবার সকাল সকাল হানঝাউ শুটিং রেঞ্জে রুপোর পদক এনেছেন ভারতের তিন মেয়ে। তার রেশ কাটতে না কাটতেই ভারতকে সোনা উপহার দিলেন তিন ছেলে। বিশ্বরেকর্ড গড়ে এশিয়ান গেমসে (Asian Games 2023) ৫০ মিটার প্রোনে সোনা জিতলেন ঐশ্বর্য প্রতাপ সিং টোমার (Aishwary Pratap Singh Tomar), স্বপ্নিল কুসালে (Swapnil Kusale), অখিল সেওরান (Akhil Sheoran)। শুটিং টিম ইভেন্টে এ বারের এশিয়াডে ভালো পারফর্ম করছেন ভারতের শুটাররা। এশিয়ান গেমস থেকে এটি ভারতের সপ্তম সোনা। এবং চলতি এশিয়ান গেমসের ষষ্ঠ দিনে ভারতের দ্বিতীয় পদক। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।

শুটিংয়ে ভারতকে থামানো যাচ্ছে না। ঐশ্বর্য-স্বপ্নিল-অখিল ১৭৬৯ পয়েন্ট তুলে বিশ্বরেকর্ড করেছেন। চিন আর দক্ষিণ কোরিয়ার শুটাররা শেষ করেছেন রুপো ও ব্রোঞ্জে। শুটিং থেকে সব মিলিয়ে এল ৫টা সোনা। এখনও পর্যন্ত ২৭টা পদক এসেছে। যে ভাবে পারফর্ম করছেন শুটাররা, আরও পদক আসছে, নিশ্চিত ভাবেই বলা যায়। দু’দিন আগেই ১০ মিটার এয়ার রাইফেলে দেশের হয়ে প্রথম সোনা জিতেছিলেন ঐশ্বর্য প্রতাপ সিং টোমার। টিম ইভেন্টে তাঁর সঙ্গী ছিলেন দিব্যাংশ সিং পানওয়ার, রুদ্রাংশ পাটিল। টিম ইভেন্ট হলেই যেন জ্বলে উঠছেন ঐশ্বর্য। সোনা জেতার সঙ্গে বিশ্বরেকর্ড করা অভ্যেস করে ফেলেছেন।

শুটিংয়ে ৫০ মিটার রাইফেল থ্রি-পি-র ব্যক্তিগত ইভেন্টের ফাইনালে উঠেছেন স্বপ্নিল কুসালে এবং ঐশ্বর্য প্রতাপ সিং টোমার।  প্রথম এবং দ্বিতীয় স্থানে থেকে কোয়ালিফিকেশন পর্ব শেষ করেছেন স্বপ্নিল ও ঐশ্বর্য। গড়েছেন এশিয়ান গেমস এবং এশিয়ান রেকর্ড। আজই ৫০ মিটার থ্রি-পি-র ব্যক্তিগত বিভাগের ফাইনালে নামবেন ভারতের এই দুই শুটার। তাতেও পদক প্রাপ্তির প্রবল সম্ভবনা রয়েছে।

চলতি এশিয়াডে শুটিং থেকে একের পর এক পদক আসছে ভারতে। পুরুষদের ৫০ মিটার রাইফেল ৩ পজিশনের টিম ইভেন্টে ভারতের ঐশ্বর্য-স্বপ্নিল-অখিল ত্রয়ী সোনা জেতার পর দোহা গেমসের পারফরম্যান্স ছাপিয়ে গেলেন ভারতীয় শুটাররা। কারণ ২০০৬ সালে দোহাতে ভারতীয় শুটাররা সর্বাধিক ১৪টি পদক পেয়েছিলেন। এ বার তা আপাতত দাঁড়াল ১৫টি পদকে। শুটিং থেকে আরও পদকের প্রত্যাশা বাড়ছে।