Asian Games 2023, Hockey: গত বারের চ্যাম্পিয়ন জাপানকে হারিয়ে কার্যত শেষ চারে অভিষেক-অমিতরা

প্রথম দুটো ম্যাচে উজবেকিস্তান ও সিঙ্গাপুরকে গোলের মালা পরিয়েছিল ক্রেগ ফুলটনের টিম। প্রথম কোয়ার্টারেই কার্যত ম্যাচের ফলাফল বোঝা গিয়েছিল। জাপানের বিরুদ্ধে তা যে সম্ভব হবে না, জানাই ছিল। হল না ঠিকই, কিন্তু হরমনপ্রীতের টিম অঙ্ক কষে ৪-২ জিতলেন ম্যাচ। টানা তিন ম্যাচ জয়ের ফলে সেমিফাইনাল কার্যত নিশ্চিত ভারতের।

Asian Games 2023, Hockey: গত বারের চ্যাম্পিয়ন জাপানকে হারিয়ে কার্যত শেষ চারে অভিষেক-অমিতরা
গত বারের চ্যাম্পিয়ন জাপানকে হারিয়ে কার্যত শেষ চারে অভিষেক-অমিতরাImage Credit source: Twitter

| Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Sep 28, 2023 | 7:55 PM

হানঝাউ: সোনার লক্ষ্য কতটা এগোতে পারল ভারতীয় হকি টিম? সোনালি মঞ্চ এখনও অনেক দূর। স্বপ্নপূরণের দরজা যে ধীরে ধীরে খুলছে, তা কিন্তু বলা যেতেই পারে। গত বার এশিয়ান গেমসে (Asian Games 2023) চ্যাম্পিয়ন জাপানকে (India vs Japan, Hockey) গ্রুপের ম্যাচে হারিয়ে হরমনপ্রীত সিং, ললিত উপাধ্যায়রা কিন্তু দেখিয়ে দিলেন, ভারতের হকি বদলেছে অনেকটা। যে কোনও কঠিন টিমের বিরুদ্ধে জয় তুলতে হলে স্ট্যাটেজি দরকার। তাতেও গল্প শেষ হয় না। মাঠে নেমে সেই পরিকল্পনা সফল ভাবে প্রয়োগ করতে হয়। প্রথম দুটো ম্যাচে উজবেকিস্তান ও সিঙ্গাপুরকে গোলের মালা পরিয়েছিল ক্রেগ ফুলটনের টিম। প্রথম কোয়ার্টারেই কার্যত ম্যাচের ফলাফল বোঝা গিয়েছিল। জাপানের বিরুদ্ধে তা যে সম্ভব হবে না, জানাই ছিল। হল না ঠিকই, কিন্তু হরমনপ্রীতের টিম অঙ্ক কষে ৪-২ জিতলেন ম্যাচ। টানা তিন ম্যাচ জয়ের ফলে সেমিফাইনাল কার্যত নিশ্চিত ভারতের। পাকিস্তান আর জাপানের শেষ চার সেই সঙ্গে কঠিন হয়ে গেল। TV9Bangla Sportsএ বিস্তারিত।

ক্লোজ মার্কিন। তিন-চার পাসে বিপক্ষের বক্সে হানা দেওয়া। ঘন ঘন সেন্টারে কাউন্টার অ্যাটাক তৈরি করা। দ্রুত লুজ় বলের দখল নেওয়া। নিয়ন্ত্রণ রাখা খেলায়। সেই সঙ্গে টাইট ডিফেন্স। জাপানের বিরুদ্ধে ভারতের আগ্রাসী হকির পিছনে এ ছাড়া আর কোনও রহস্য নেই। আগের দুটো ম্যাচে ফরোয়ার্ড আর ডিফেন্সের যোগসূত্র অটুট রেখেছিলেন হরমনপ্রীত। এই ম্য়াচেও নীরবে পালন করেছেন নিজের ভূমিকা। প্রাপ্তি হল, এই ভারতীয় টিমের গড় বয়স কম। গতিও অনেক বেশি। মনপ্রীত সিংয়ের মতো অভিজ্ঞ প্লেয়াররা যেমন আছেন, একঝাঁক তরুণ পাল্টা জবাব দেওয়ার কাজ করছেন। ভারত চেয়েছিল শুরুতেই জাপানকে চাপে ফেলে দিতে। আর তা হতে পারত দু’ভাবে। পেনাল্টি কর্নার ক্রিয়েট করা, জাপানি বক্সে বারবার হানা দেওয়া। দুটো কাজই সাফল্যের সঙ্গে করেছেন ভারতীয় হকি প্লেয়াররা।

জাপানের বিরুদ্ধে তিনটে পেনাল্টি কর্নার প্রথম দুটো কোয়ার্টারে পেয়েছিল ভারত। কিন্তু কাজে লাগাতে পারেননি হরমনপ্রীত সিংরা। তাতেও গোলমুখ খুলতে অসুবিধা হয়নি। চাপ তৈরি করলে যে কোনও টিমের ডিফেন্স ভেঙে পড়তে পারে। জাপানের বিরুদ্ধে গোলটা ঠিক সে ভাবেই তুলল ভারত। বক্সের বাঁ দিক থেকে আসা লুজ় বলটা ধরে রিভার্স স্ট্রিকে চমৎকার গোল করেন অভিষেক। এত দ্রুত এবং নিখুঁত সেরেছেন কাজটা যে জাপানি গোলকিপার ইউশিকাবা তাকাশি বুঝতেই পারেননি। ভারতের হয়ে ৪৮ ম্যাচে ১৯ গোল করে ফেললেন অভিষেক। যত সময় যাচ্ছে তত ধারালো হয়ে উঠছেন। দ্বিতীয় গোলও করলেন জাপানের বিরুদ্ধে।

ভারতীয় প্লেয়ারদের তীব্রতা রোখার জন্য একটা সময় রক্ষণে পায়ের জটলা তৈরি করতে বাধ্য হয়েছিল জাপান। দ্বিতীয় কোয়ার্টারে তাও গোল আসে। ২৪ মিনিটে নীলকন্ঠ শর্মা চকিতে বল রাখেন ডি-বক্সের মাঝ বরাবর। মনদীপ দ্রুত ড্র্যাগ করেন বল। আলতো টোকায় রাখেন জাপানি কিপারের ভারসাম্যের বিপরীতে। চেষ্টা করেও গোল বাঁচাতে পারেননি তাকাশি। ২-০ পর জাপান ফেরার মরিয়া চেষ্টা করেছিল। কিন্তু লাভ হয়নি।

হকি ম্যাচের সবচেয়ে টেনশন আর টার্নিং পয়েন্ট বলে ধরা হয় তৃতীয় কোয়ার্টারকে। খেলার পালাবদল হতে সময় লাগে না। জাপানের মতো পিছিয়ে পড়া টিম যে ছোবল মারতে চাইবে, জানাই ছিল। কিন্তু ভারতীয়দের মাপা হকিতে তা হল না। জাপান চাপ কাটানোর আগেই স্কোরলাইনের বোঝা বাড়িয়ে দিল ভারত। প্রথম দুটো কোয়ার্টারে কাজে লাগাতে না পারলেও তৃতীয় কোয়ার্টারের শুরুর দিকে পেনাল্টি কর্নারটা দারুণ কাজে লাগাল। হার্দিকের পুশ ধরে অমিত রোহিদাস ৩-০ করেন। অভিষেকের গোলে স্কোরলাইন ৪-০ হয়। শেষ মুহূর্তে ২ গোল শোধ করেন জাপানের প্লেয়াররা। ফলে শেষ অবধি ৪-২ ব্যবধানে জিতল ভারত।