Asian Games 2023, Hockey: বাংলাদেশকে একডজন গোল, সোনার স্বপ্ন দেখাচ্ছে ভারতীয় হকি টিম

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Oct 02, 2023 | 3:16 PM

এই মুহূর্তে এশিয়ান টিমগুলোর পক্ষে ভারতকে আটকানো কঠিন। গত বারের চ্যাম্পিয়ন জাপান, চিন কিংবা কোরিয়ার মতো গতিশীল টিমগুলোর পক্ষেও যে কঠিন কাজ, তা গ্রুপ লিগেই প্রমাণ করে দিয়েছে ভারত। জাপানকে হারিয়ে শেষ চার কার্যত নিশ্চিত করে ফেলেছিলেন ললিত-সুমিতরা। পাকিস্তানের ১০-২ হারিয়ে শেষ চার কনফার্মড ছিল। বাংলাদেশের ম্যাচ তাই কার্যত নিয়মরক্ষারই ছিল। সেই ম্যাচও হালকা নিলেন না ভারতীয়রা।

Asian Games 2023, Hockey: বাংলাদেশকে একডজন গোল, সোনার স্বপ্ন দেখাচ্ছে ভারতীয় হকি টিম
বাংলাদেশকে একডজন গোল, সোনার স্বপ্ন দেখাচ্ছে ভারতীয় হকি টিম
Image Credit source: Twitter

Follow Us

হানঝাউ: যে ছন্দে শুরু হয়েছিল গ্রুপ লিগ, সেই আগ্রাসন রেখেই শেষ করল ভারতীয় হকি টিম। গ্রুপের শেষ ম্যাচেও বাংলাদেশকে একডজন গোল দিল হরমনপ্রীত সিংয়ের টিম। গ্রুপ এ আর বি-র সব ম্যাচের দিকে নজর রাখলে বলা যেতে পারে, এশিয়ান গেমসের (Asian Games 2023) হকিতে এখনও পর্যন্ত সেরা টিম ভারতই। পাঁচটা ম্য়াচে মোট ৫৬ গোল দিলেন ভারতীয় প্লেয়াররা। গ্রুপ শীর্ষে থেকেই সেমিফাইনালে পা রাখল ভারত। বি গ্রুপের ম্যাচ এখনও শেষ হয়নি। মালয়েশিয়া কিংবা চিনের বিরুদ্ধে সেমিফাইনালে মুখোমুখি হতে পারে ভারত। হরমনপ্রীত, অভিষেকরা থেকে সোনা আর প্যারিস অলিম্পিকের টিকিট দুইই নিয়ে ফিরতে চাইছেন এই এশিয়ান গেমস থেকে। TV9Bangla Sports এ বিস্তারিত।

এই মুহূর্তে এশিয়ান টিমগুলোর পক্ষে ভারতকে আটকানো কঠিন। গত বারের চ্যাম্পিয়ন জাপান, চিন কিংবা কোরিয়ার মতো গতিশীল টিমগুলোর পক্ষেও যে কঠিন কাজ, তা গ্রুপ লিগেই প্রমাণ করে দিয়েছে ভারত। জাপানকে হারিয়ে শেষ চার কার্যত নিশ্চিত করে ফেলেছিলেন ললিত-সুমিতরা। পাকিস্তানের ১০-২ হারিয়ে শেষ চার কনফার্মড ছিল। বাংলাদেশের ম্যাচ তাই কার্যত নিয়মরক্ষারই ছিল। সেই ম্যাচও হালকা নিলেন না ভারতীয়রা। বরং সেরা তারকাদেরই মাঠে নামালেন কোচ ক্রেগ ফুলটন। আর এই ম্যাচেও হ্যাটট্রিক করে ফেললেন হরমনপ্রীত। এ বারের এশিয়ান গেমসে তৃতীয়। বিশ্বের সেরা ড্র্যাগফ্লিকার দুরন্ত ফর্মে যেমন আছেন, তেমনই ডিফেন্স থেকে টিমকে নেতৃত্ব দিচ্ছেন।

এশিয়ান গেমসে ভারতের সাফল্যের কারণ দুটো। এক, অভিজ্ঞ ও তারুণ্যের চমৎকার মিশেল। দুই, উল্টো দিকে যেই থাকুন না কেন, সেরাটাই দেওয়ার চেষ্টা করছেন সবাই। আর তা করতে গিয়ে টিমগেম তুলে ধরার চেষ্টা করছে ভারত। আর তাতেই ছাড়খাড় হয়ে যাচ্ছে প্রতিপক্ষ। বাংলাদেশের বিরুদ্ধে সেই দৃশ্যাবলীই চোখে পড়ল। মনদীপ-ললিত-অভিষেকের দুরন্ত ফরোয়ার্ড লাইনকে থামানোর মতো মশলা ছিল না বাংলাদেশিদের। হয়ওনি। ১২-০ জিতল ভারত। মনদীপ, ললিত, অভিষেক, সুমিত, অমিতরা নাম লিখিয়েছেন স্কোরলাইনে। গ্রুপ পর্বের ম্যাচ শেষ হয়ে গিয়েছে। ভারতের চোখ এখন সেমিফাইনালে। এশিয়ান গেমসের সোনা থেকে আর দুটো ম্যাচ দূরে হরমনপ্রীতরা।

Next Article