Asian Games 2023: রোয়িংয়ে অপ্রতিরোধ্য ভারত, ফাইনালে উঠে পদকের স্বপ্ন দেখাচ্ছেন অরবিন্দ-সৎনাম
Asian Games 2023: এশিয়ান গেমসের রোয়িংয়ে বরাবরই সফল ভারতীয় অ্যাথলিটরা। সব মিলিয়ে ২৩টা পদক এসেছে এই খেলা থেকে। ২টো সোনা, ৫টা রুপো ও ১৬টা ব্রোঞ্জ সব মিলিয়ে। জাকার্তা এশিয়ান গেমস থেকে ১টা সোনা ২টো ব্রোঞ্জ এসেছিল। খুব স্বাভাবিক ভাবেই হানঝাউয়ের ফুইয়াং ওয়াটার স্পোর্টস সেন্টারের পোডিয়ামে দাঁড়িয়ে ভারতীয়রা গলায় পদক ঝোলাবেন, এমন স্বপ্নই দেখছেন সকলে।

হানঝাউ: এশিয়ান গেমসে পদকের খাতা কে প্রথম খুলবেন, তা নিয়ে আলোচনার শেষ নেই। গত বার জাকার্তা এশিয়ান গেমস (Asian Games 2023) থেকে এসেছিল ৭০-এর বেশি পদক। এ বার সেই সংখ্যা যাতে ১০০ ছুঁয়ে ফেলে, তার জন্য মরিয়া হয়ে নিজেদের ইভেন্টে নামবেন ভারতীয় অ্যাথলিটরা। প্রথম দিন ভারতীয় ফুটবল টিম নিরাশ করলেও ভলিবল উস্কে দিচ্ছে স্বপ্ন। ঠিক তেমনই রোয়িংয়ের (Rowing) স্কালস-এ দুরন্ত পারফর্ম করছেন ভারতীয় খেলোয়াড়রা। লাইটওয়েট ডাবল স্কালস, ডাবল স্কালস— দুই ইভেন্টেরই ফাইনালে উঠে পড়েছেন অরবিন্দ সিং-অর্জুন লাট জাট (Arvind Singh-Arjun Lat Jat) এবং সৎনাম সিং-পারমিন্দর সিং (Satnam Singh-Parminder Singh)। রবিবার ফাইনাল। ওই দিনই কি দেশের মুখ উজ্জ্বল হবে রোয়িংয়ে? TV9Bangla Sportsএ বিস্তারিত।
হিটে শীর্ষস্থান অর্জন করতে পারেননি কেউই। কিন্তু রেপেচেজে ভারতের চার রোয়ার ছাপিয়ে গেলেন প্রতিপক্ষ রোয়ারদের। লাইটওয়েট ডাবল স্কালস ও ডাবল স্কালসে অবিশ্বাস্য পারফর্ম করলেন অরবিন্দ-অর্জুন ও সৎনাম-পারমিন্দর। ফাইনালে উঠতে গেলে দারুণ কিছু করতে হত। তাই করে দেখালেন তাঁরা। লাইটওয়েট ডাবল স্কালসে অরবিন্দ-অর্জুন জুটি ৬:৫৫.৭৮ সময় নিলেন রেস শেষ করতে। বো এবং স্ট্রোকে চমৎকার তালমেল ছিল এই দু’জনের। জাপানের দুই রোয়ারের সঙ্গে শুরু থেকে যে ফারাক তৈরি করেছিলেন, শেষ পর্যন্ত তাই বজার রেখেছিলেন। রেপেচেজে জাপান দ্বিতীয়, ফিলিপিন্স তৃতীয়। এই ছন্দ যদি ধরে রাখতে পারেন অরবিন্দ ও অর্জুন, পদকের স্বপ্ন নিশ্চিত ভাবেই দেখা যেতে পারে। ডাবল স্কালসেও অনবদ্য পারফর্ম করেছেন সৎনাম ও পারমিন্দর। এই ইভেন্টেও শীর্ষে ছিলেন দুই ভারতীয়। ৬:৪৮.০৬ সময় লেগেছে তাঁদের রেস শেষ করতে। ফাইনালে উঠে পড়েছেন এই দুই রোয়ারও।
এশিয়ান গেমসের রোয়িংয়ে বরাবরই সফল ভারতীয় অ্যাথলিটরা। সব মিলিয়ে ২৩টা পদক এসেছে এই খেলা থেকে। ২টো সোনা, ৫টা রুপো ও ১৬টা ব্রোঞ্জ সব মিলিয়ে। জাকার্তা এশিয়ান গেমস থেকে ১টা সোনা ২টো ব্রোঞ্জ এসেছিল। খুব স্বাভাবিক ভাবেই হানঝাউয়ের ফুইয়াং ওয়াটার স্পোর্টস সেন্টারের পোডিয়ামে দাঁড়িয়ে ভারতীয়রা গলায় পদক ঝোলাবেন, এমন স্বপ্নই দেখছেন সকলে।





