Hockey India: প্রয়োজনে পাকিস্তানে খেলতে যাবে ভারতীয় দল!

India Team in Pakistan: ভারতীয় হকি সংস্থার সভাপতি তথা দেশের প্রাক্তন হকি তারকা দিলীপ তিরকে ঘোষণা করেন, এশিয়ান গেমসে সোনা জিতে ভারত যদি প্যারিস অলিম্পিকের যোগ্যতা অর্জন করতে না পারে, পাকিস্তানে যাবে ভারতীয় হকি দল।

Hockey India: প্রয়োজনে পাকিস্তানে খেলতে যাবে ভারতীয় দল!
Image Credit source: Twitter
Follow Us:
| Edited By: | Updated on: Aug 02, 2023 | 10:47 PM

অল্প সময়ের ব্যবধানে ভারতে এসেছে পাকিস্তান দল। কিছুদিন আগে সাফ চ্যাম্পিয়নশিপ ফুটবল হয়েছে বেঙ্গালুরুতে। এই টুর্নামেন্টে অংশ নিয়েছিল পাকিস্তান ফুটবল দলও। সাফে নিজেদের প্রথম ম্যাচেই পরস্পরের বিরুদ্ধে নেমেছিল ভারত-পাকিস্তান। ভর্তি গ্যালারির সামনে বড় ব্যবধানে জেতে ভারত। অধিনায়ক সুনীল ছেত্রী হ্যাটট্রিক করেন। এ বার এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশ নিতে ভারতে এসেছে পাকিস্তান হকি দল। এই টুর্নামেন্টটি হবে চেন্নাইতে। ৯ অগস্ট মুখোমুখি ভারত-পাকিস্তান। সামনে ক্রিকেট বিশ্বকাপ। ওয়ান ডে বিশ্বকাপ খেলতে ভারতে আসবে পাকিস্তান ক্রিকেট টিম। কিন্তু ভারতীয় দল পাকিস্তানে যাবে! সেই সম্ভাবনা রয়েছে। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports– এর এই প্রতিবেদনে।

চেন্নাইতে এখন ভারত-পাকিস্তান ম্যাচের অপেক্ষা। যদিও সেটা হকিতে। তবে ভারত-পাকিস্তান যে খেলাতেই মুখোমুখি হোক, উত্তেজনা থাকবে এ নিয়ে নতুন করে বলার নেই। সাফ চ্যাম্পিয়নশিপেও তা দেখা গিয়েছে। চেন্নাইতে আকর্ষণীয় একটা হকি ম্যাচ হবে। কিন্তু ভারতীয় হকি দলকে কেন পাকিস্তানে যেতে হতে পারে? সামনেই এশিয়ান গেমস। অংশ নেবে ভারতীয় হকি দলও। নিয়ম অনুযায়ী এশিয়ান গেমসে সোনার পদক জিতলে সরাসরি প্যারিস অলিম্পিকের যোগ্যতা অর্জন করতে পারবে ভারতীয় হকি দল। কিন্তু সোনা জিততে না পারলে?

ভারতীয় হকি সংস্থার সভাপতি তথা দেশের প্রাক্তন হকি তারকা দিলীপ তিরকে ঘোষণা করেন, এশিয়ান গেমসে সোনা জিতে ভারত যদি প্যারিস অলিম্পিকের যোগ্যতা অর্জন করতে না পারে, পাকিস্তানে যাবে ভারতীয় হকি দল। ২৩ সেপ্টেম্বর শুরু এশিয়ান গেমস। হকি ইন্ডিয়ার সভাপতি বলেন, ‘আমাদের লক্ষ্য থাকবে এশিয়ান গেমস থেকেই প্যারিস অলিম্পিকের যোগ্যতা অর্জন করার দিকে। কিন্তু কোনও কারণে যদি যোগ্যতা অর্জনে ব্যর্থ হই, সেক্ষেত্রে যোগ্যতা অর্জন পর্বের জন্য যে ভেনু গুলি সংক্ষিপ্ত তালিকায় রয়েছে তা হল পাকিস্তান ও স্পেন। যোগ্যতা অর্জন পর্বে এই দু-দেশের মধ্যে যে দেশেই হোক, আমরা অবশ্যই যাব।’