World Archery Championships: বার্লিনে ভারতের মেয়েদের জয়জয়কার! বিশ্ব আর্চারি চ্যাম্পিয়নশিপে সোনা জয় জ্যোতি-অদিতিদের
বার্লিনে ভারতের মুখ উজ্জ্বল করলেন দেশের তিন মহিলা তিরন্দাজ। ওয়ার্ল্ড আর্চারি চ্যাম্পিয়নশিপে নতুন বিশ্ব চ্যাম্পিয়ন পাওয়া গেল।
নয়াদিল্লি: বিশ্ব আর্চারি চ্যাম্পিয়নশিপে (World Archery Championships) ইতিহাস ভারতের মেয়েদের। ওয়ার্ল্ড আর্চারি চ্যাম্পিয়নশিপে ভারতের (India) মেয়েদের কমপাউন্ড আর্চারি টিম বার্লিনে লক্ষ্যভেদ করে তিরন্দাজিতে দেশকে সোনা এনে দিয়েছেন। বার্লিনে চলা ওয়ার্ল্ড আর্চারি চ্যাম্পিয়নশিপে মেয়েদের কমপাউন্ড ফাইনালে মেক্সিকোকে হারিয়ে এই ইতিহাস তৈরি করেছেন ভারতের তিন কন্যা। জ্যোতি সুরেখা ভেন্নাম, অদিতি স্বামী ও প্রণীত কৌরের হাত ধরে সোনা এসেছে দেশে। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।
বার্লিনে সোনার ইতিহাস গড়লেন ভারতের মেয়েরা
ফাইনালে ভারতের মেয়েরা ২৩৫-২২৯ ব্যবধানে হারায় মেক্সিকোর মেয়েদের। জ্যোতি-অদিতিরা এ বারের বিশ্ব আর্চারি চ্যাম্পিয়নশিপ থেকে দেশকে প্রথম সোনার পদক এনে দিলেন। শুধু ফাইনালে মেক্সিকোকে হারানোই ভারতের এই টুর্নামেন্টে সেরা পারফরম্যান্স ছিল না। একাধিক কঠিন প্রতিপক্ষকে হারিয়ে ফাইনালে উঠে চ্যাম্পিয়ন হয়েছেন ভারতের মেয়েরা। এর আগে ভারতের মেয়েরা এই টুর্নামেন্টের সেমিফাইনালে হারিয়েছিলেন কলম্বিয়াকে। ওই ম্যাচে ভারত ২২০-২১৬ ব্যবধানে জিতেছিল। তার আগে কোয়ার্টার ফাইনালে চাইনিজ তাইপেকে ২২৮-২২৬ ব্যবধানে হারিয়েছিল ভারত।
Team ?? creates history at the #ArcheryWorldChampionships, Berlin & brings home?
The Women’s Compound ? Team comprising of @kheloindia Athletes and @SAI_Sonepat trainees Jyothi, Parneet & Aditi were crowned the World Champions after they defeated ?? 235-229 in the Finals… pic.twitter.com/rJMp6ZAb59
— SAI Media (@Media_SAI) August 4, 2023
ওয়ার্ল্ড আর্চারির তরফ থেকে টুইটারে ভারতের জয়ের এক ভিডিয়ো শেয়ার করা হয়েছে। এবং ক্যাপশনে লেখা হয়েছে, ‘ভারতের ঐতিহাসিক জয়। বিশ্ব তিরন্দাজি চ্যাম্পিয়নশিপে নতুন বিশ্ব চ্যাম্পিয়ন পাওয়া গেল।’
HISTORIC win for India ??? New world champions at the Hyundai @worldarchery Championships.#WorldArchery pic.twitter.com/8dNHLZJkCR
— World Archery (@worldarchery) August 4, 2023