হানঝাউ: এশিয়ান গেমসের (Asian Games 2023, Hockey) হকিতে দুরন্ত শুরু করেছে হরমনপ্রীত সিংয়ের টিম। পর পর দু’ম্যাচে গোলের বন্যা বইয়ে দিয়েছে ভারতের ছেলেরা। সুশীল চানু, সঙ্গীতা কুমারীরাও শুরু করলেন দুরন্ত ছন্দে। আক্রমণের ঝাঁঝ, চূড়ান্ত তালমেল, বিপক্ষের বক্সে বারবার হানা দেওয়া, দুটো প্রান্তকে কাজে লাগানো— প্রথম ম্যাচেই পরিণতবোধ দেখাল সবিতার টিম। যে দলকে একদিন আগে ১৬-১ গোলে হারিয়েছেন ললিত-অভিষেকরা, সেই সিঙ্গাপুরের মেয়েদের ১৩-০ উড়িয়ে দিলেন মনিকা-নেহা-দীপিকারা। দু’দিন পর মালয়েশিয়ার বিরুদ্ধে ম্যাচ। তার আগে নিশ্চিত ভাবেই আত্মবিশ্বাস বাড়িয়ে নিলেন ভারতের মেয়েরা। TV9Bangla Sportsএ বিস্তারিত।
হালফিলে ছেলে-মেয়ে দুই টিমেরই খেলার ধরণ অনেক পাল্টে গিয়েছে। আগের তুলনায় অনেক বেশি আগ্রাসী। পেনাল্টি কর্নার কাজে লাগাচ্ছেন প্লেয়াররা। ছেলেদের মতো মেয়েদের টিমও সেই ঝলকই দেখাল। প্রথম কোয়ার্টারেই ৫-০ এগিয়ে গিয়েছিল ভারত। ৬ মিনিটের মাথায় উদিতা খোলেন ভারতের গোলের খাতা। পরের ৮ মিনিটে আরও চার গোল। সুশীলা চানু, দীপিকা ১১ ও ১৪ মিনিটে দুটো গোল করেন। ১৪ মিনিটে জোড়া গোল নভনীত কৌরের। দ্বিতীয় কোয়ার্টারেও আগ্রাসী ছিল ভারত। ৩ গোল আসে। দীপ গ্রেস এক্কা, নেহা ও সঙ্গীতা গোল করেন। ম্য়াচে হ্যাটট্রিকও করেছেন সঙ্গীতা। ২৩ মিনিটে প্রথম গোল পাওয়ার পর ৪৭ ও ৫৩ মিনিটেও গোল করেন তিনি। ভারতের হয়ে আরও ২ গোল মনিকা ও কাতারিয়ার। শুরুটা কিন্তু চমৎকার করেছেন ভারতের মেয়েরা। সবচেয়ে বড় কথা হল, বড় ব্যবধানে জয় টিমের আত্মবিশ্বাস বাড়িয়ে দেয় অনেকখানি। পরের ম্যাচ জেতার রদসও মেলে।
১৯৮২ সালের এশিয়ান গেমসে প্রথমবার শুরু হয়েছিল মেয়েদের হকি। তাতে চ্যাম্পিয়ন হয়েছিল ভারত। কিন্তু এর পর আর সোনা আসেনি। গতবার জাকার্তা এশিয়ান গেমসে সোনার কাছাকাছি পৌঁছে গিয়েছিলেন ভারতের মেয়েরা। শেষ পর্যন্ত জাপানের কাছে হারতে হয়। ১-২ গোলে। ৪১ বছরের সোনার খরা কি কাটবে এ বার চিনে? সেই প্রশ্নের খোঁজেই বাকি ম্যাচে নামবে সবিতার টিম।