Rohan Bopanna: মাহুতদের হারিয়ে যুক্তরাষ্ট্র ওপেনের ডাবলস ফাইনালে বোপান্না
US Open-Men's Doubles: পুরুষদের ডাবলসে জুটি বেঁধেছেন অস্ট্রেলিয়ার ম্যাথু এবডেনের সঙ্গে। কেরিয়ারে আরও একটা গ্র্যান্ড স্লামের ফাইনালে। এ বার ট্রফিরও স্বপ্ন দেখাচ্ছেন ভারতীয় টেনিসের অন্যতম আইকন রোহন বোপান্না।

নিউ ইয়র্ক: যুক্তরাষ্ট্র ওপেনে জয়ের রথ ছুটছে ভারতীয় টেনিস তারকা রোহন বোপান্নার। পুরুষদের ডাবলসে জুটি বেঁধেছেন অস্ট্রেলিয়ার ম্যাথু এবডেনের সঙ্গে। গ্র্যান্ড স্লামের স্বপ্ন দেখাচ্ছেন ভারতীয় টেনিসের অন্যতম আইকন রোহন বোপান্না। ইউএস ওপেনে পুরুষদের ডাবলসের ফাইনালে জায়গা করে নিলেন বোপান্না। সেমিফাইনালে নিকোলাস মাহুত-পিয়েরে হিউজ হার্বার্ট জুটিকে তাঁরা হারালেন ৭-৬ (৭-৩), ৬-২ ব্যবধানে। বিস্তারিত রইল TV9Bangla Sports-এর প্রতিবেদনে।
টেনিসের লম্বা কেরিয়ারে পুরুষদের ডাবলসে এই নিয়ে দ্বিতীয় বার গ্র্যান্ড স্লামের ফাইনালে জায়গা করে নিলেন রোহন বোপান্না। এর আগে ২০১০ সালে যুক্তরাষ্ট্র ওপেনেই পুরুষদের ডাবলস ফাইনালে উঠেছিলেন। এক যুগেরও বেশি সময় পর কোনও গ্র্যান্ড স্লাম ইভেন্টের ফাইনালে জায়গা করে নিলেন ভারতীয় টেনিস তারকা। রোহন বোপান্না এবং নিকোলাস মাহুত জুটি এ বছর উইম্বলডনের সেমিফাইনালে উঠেছিল। সেখানেই বিদায় নেন বোপান্নারা।
ফরাসি ওপেনে এক বার সেমিফাইনাল, উইম্বলডনে তিন বার সেমিফাইনালে উঠেছেন বোপান্না। বারবার ট্রফির সঙ্গে দূরত্ব থেকেইছে। এ বার স্বপ্নের ফর্মে রয়েছেন। পাশাপাশি আরও একটি নজিরও গড়লেন রোহন। ৪৩ বছর বয়সে গ্র্যান্ড স্লামের ফাইনালে। সবচেয়ে বেশি বয়সে কোনও গ্র্যান্ড স্লাম ফাইনালে ওঠার রেকর্ড গড়লেন ভারতীয় টেনিস তারকা। ২০১০ সালে যুক্তরাষ্ট্র ওপেনের ফাইনালে জায়গা করার সময় বোপান্না জুটি বেঁধেছিলেন পাকিস্তানের আইসাম-উল-হক কুরেশির সঙ্গে।
যুক্তরাষ্ট্র ওপেনের মিক্সড ডাবলসে আগেই ছিটকে গিয়েছেন বোপান্না। পুরুষদের ডাবলসে ট্রফি জয়ের স্বপ্ন জিইয়ে থাকল। এখন দেখার, এই একটা বাধা পেরোতে পারেন কিনা। কেরিয়ারের প্রথম গ্র্যান্ড স্লাম জয়ের স্বাদ হয়তো এ বারই পেলেন!





