জাকার্তা : জোড়া অলিম্পিক পদকজয়ী। প্রাক্তন বিশ্ব চ্যাম্পিয়ন। গত কয়েক মাস ভারতীয় শাটলার পিভি সিন্ধুকে নিয়ে অস্বস্তিতে কাটছিল। টানা ব্যর্থতা তাড়া করছিল পিভি সিন্ধুকে। তবে ইন্দোনেশিয়ায় প্রথম ম্যাচের পারফরম্যান্স কিচুটা স্বস্তি দিতে পারে ভারতের ব্যাডমিন্টন অনুরাগীদের। ক্রমশ যেন ছন্দে ফেরার ইঙ্গিত পিভি সিন্ধুর। গত দুটো ইভেন্টেই প্রথম রাউন্ডে বিদায় নিয়েছিলেন। বিশ্ব ব্যাডমিন্টনের এই তারকা ইন্দোনেশিয়া ওপেন ওয়ার্ল্ড টুর সুপার ১০০০ ইভেন্টের প্রি-কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিলেন। প্রথম রাউন্ডে তিনি হারালেন টুর্নামেন্টের অন্যতম ফেভারিট ইন্দোনেশিয়ার শাটলার জর্জিয়া মারিসাকা তাংজুংকে। মাত্র ৩৮ মিনিটের লড়াই সিন্ধুর পক্ষে ম্যাচের ফল ২১-১৯, ২১-১৫। এই প্রতিদ্বন্দ্বীর বিরুদ্ধে শেষ তিন সাক্ষাতেই হেরেছিলেন সিন্ধু। বছরের শুরুতে মাদ্রিদ মাস্টার্সের ফাইনাল, মালয়েশিয়ান মাস্টার্স সেমিফাইনালে তাংজুংয়ের কাছেই হেরেছিলেন সিন্ধু। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।
টানা ব্যর্থতার জেরে বিশ্ব ব্যাডমিন্টন ক্রমতালিকায় ১৩ নম্বরে নেমে গিয়েছিলেন পিভি সিন্ধু। ইন্দোনেশিয়ার এই টুর্নামেন্টে ভালো পারফর্ম করতে পারলে হয়তো উন্নতি হতে পারে। প্রথম রাউন্ডে শুরুটা অবশ্য চ্যালেঞ্জিং ছিল সিন্ধুর জন্য। স্থানীয় শাটলার তাংজুংয়ের বিরুদ্ধে ক্রসকোর্ট ড্রপে ৭-৯ পিছিয়ে ছিলেন সিন্ধু। তবে উচ্চতাকে দারুণ ভাবে কাজে লাগিয়ে ম্যাচে ফেরেন। ১১-১০’র লিড নেন সিন্ধু। প্রথম গেম জেতেন ২১-১৯ ব্যবধানে।
দ্বিতীয় গেমে অবশ্য দারুণ ছন্দে দেখায় সিন্ধুকে। তাঁর তৈরি করা চাপে ক্রমশ ভুলের পর ভুল করতে থাকেন ইন্দোনেশিয়ার তাংজুং। দ্বিতীয় গেমে ২১-১৫ জয়ে প্রি-কোয়ার্টার ফাইনালও নিশ্চিত করেন সিন্ধু। তাঁর জন্য আরও একটা কঠিন ম্যাচ অপেক্ষা করছে। প্রি-কোয়ার্টারে প্রতিযোগিতার তৃতীয় বাছাই তাই জু ইংয়ের বিরুদ্ধে খেলবেন সিন্ধু।
পুরুষদের সিঙ্গলসে প্রি-কোয়ার্টারে জায়গা করে নিলেন ভারতের এইচএস প্রণয়ও। দারুণ ছন্দে রয়েছেন তিনি। ইন্দোনেশিয়া ওপেনের প্রথম রাউন্ডে জাপানের কেন্তো নিশিমোতোকে ৫০ মিনিটের লড়াইয়ে ২১-১৬, ২১-১৪ ব্যবধানে হারালেন প্রণয়। প্রতিযোগিতার সপ্তম বাছাই প্রণয় সদ্য মালয়েশিয়া মাস্টার্স ৩০০ জিতেছেন। শেষ ষোলোয় প্রণয়ের প্রতিপক্ষ হংকংয়ের এনজি কা লং।