নিয়ম বদলে অলিম্পিকের পথ কঠিন হবে ভারতীয় শুটারদের

TV9 Bangla Digital | Edited By: raktim ghosh

Aug 15, 2021 | 9:33 AM

সব মিলিয়ে রিও এবং টোকিও অলিম্পিকে শূন্য হাতে ফেরা ভারতীয় শুটারদের কাছে প্যারিস অলিম্পিক কঠিন পরীক্ষা হতে চলছে।

নিয়ম বদলে অলিম্পিকের পথ কঠিন হবে ভারতীয় শুটারদের
নিয়ম বদলে অলিম্পিকের পথ কঠিন হবে ভারতীয় শুটারদের

Follow Us

নয়াদিল্লি: অলিম্পিকের (Olympics) যোগ্যতা অর্জন করার ক্ষেত্রে শুটিং বিশ্বকাপের গুরুত্ব কমছে। প্যারিস অলিম্পিক (Paris Olympics) থেকেই হয়তো বিশ্ব চ্যাম্পিয়নশিপ ও মহাদেশীয় চ্যাম্পিয়নশিপগুলো থেকেই কোটা পাওয়া যাবে। পুরনো নিয়ম পাল্টে ফেলার কথা ভাবতে শুরু করেছে আন্তর্জাতিক শুটিং স্পোর্টস ফেডারেশন (ISSF)।

সর্বভারতীয় রাইফেল সংস্থার (NRAI) এক কর্তার কথায়, ‘আইএসএসএফ নিয়ম বদলের কথা ইতিমধ্যে জানিয়েছে। প্রস্তাব মনোনীত হলেই পুরনো নিয়ম বদলে যাবে। বিশ্বকাপ থেকে আর অলিম্পিকের কোটা পাওয়া যাবে না। বিশ্ব চ্যাম্পিয়নশিপ বা মহাদেশীয় চ্যাম্পিয়নশিপগুলোর দিকে তাকাতে হবে তখন।’

টোকিও অলিম্পিকে ভারতীয় শুটারদের চরম ভারাডুবি নিয়ে ব্যাপক সমালোচনা চলছে। বলা হচ্ছে, সৌরভ চৌধুরি, মনু ভাকের, অভিষেক ভার্মারা বেশি পরিমাণ বিশ্বকাপে অংশ নিয়েছেন। যে কারণে তাঁদের সম্পর্কে অনেক বেশি ওয়াকিবহাল থাকছেন প্রতিপক্ষরা। আন্তর্জাতিক শুটিং ফেডারেশনের নতুন নিয়ম কিছুটা হলেও কাজে লাগবে ভারতের, এমনই মনে করছে ভারতীয় রাইফেল সংস্থা। ওই কর্তার কথায়, ‘ভারতীয় শুটাররা অধিকাংশ বিশ্বকাপেই নামে। পুরনো নিয়মটা যদি পাল্টে যায়, তা হলে বিশ্বকাপে নামার প্রবণতা কমবে। তা ছাড়া, সব টুর্নামেন্টে নামার কোনও মানেও হয় না।’

এতেই শেষ নয়, অলিম্পিকে যোগ্যতা অর্জন করার নুন্যতম কোয়ালিফিকেশন স্কোরও শুটিংয়ের ক্ষেত্রে বদলে যেতে পারে। এত দিন যা ছিল, তা বেড়ে যেতে পারে। ওই কর্তা যা নিয়ে বলছেন, ‘এত দিন যে পয়েন্ট পেলে অলিম্পিকে যোগ্যতা অর্জন করা যেত, তা যদি বেড়ে যায়, অনেক কঠিন পরিস্থিতির মুখে পড়তে হবে। বিশ্ব চ্যাম্পিয়নশিপে যে হেতু সেরা শুটাররা নামে, সে হেতু, কোয়ালিফাইং মার্ক ছোঁয়া কঠিন হবে।’

সব মিলিয়ে রিও এবং টোকিও অলিম্পিকে শূন্য হাতে ফেরা ভারতীয় শুটারদের কাছে প্যারিস অলিম্পিক কঠিন পরীক্ষা হতে চলছে। পদকের স্বপ্ন দেখার আগে কঠিন ধাপগুলো পেরতে হবে সৌরভ, মনুদের।

Next Article