টোকিও: জাপান ওপেনে (Japan Open 2023) দুরন্ত ছন্দে ভারতের চার ব্যাডমিন্টন তারকা। একের পর এক ম্যাচ জিতে চলেছেন ছন্দে থাকা সাত্বিকসাইরাজ রানকিরেড্ডি, চিরাগ শেট্টিরা। পিছিয়ে নেই লক্ষ্য সেন (Lakshya Sen) এবং এইচএস প্রণয়রাও (HS Prannoy)। অন্যদিকে রাউন্ড অব সিক্সটিনের লড়াইয়ে ভারতীয় তারকা প্রণয়ের কাছে হেরে গিয়ে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছেন কিদাম্বি শ্রীকান্ত। জাপান ওপেনের প্রি কোয়ার্টারে দাপট দেখিয়ে কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেলেন লক্ষ্য-প্রণয়-সাত্বিকরা। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।
চলতি জাপান ওপেনের প্রি কোয়ার্টারে পুরুষদের সিঙ্গলসে মুখোমুখি হয়েছিলেন এইচএস প্রণয় ও কিদাম্বি শ্রীকান্ত। প্রথম গেমে প্রণয়কে ২১-১৯ ব্যবধানে হারান শ্রীকান্ত। কিন্তু পরের দুই গেমে প্রণয় আর শ্রীকান্তকে দাঁড়াতেই দেননি। দ্বিতীয় ও তৃতীয় গেমে শ্রীকান্তকে ২১-৯, ২১-৯ ব্যবধানে হারিয়ে কোয়ার্টার ফাইনালের টিকিট পান প্রণয়।
জাপানি প্রতিপক্ষ কান্তা সুনেয়ামার বিরুদ্ধে সহজ জয় পেয়েছেন ভারতের রাইজিং স্টার লক্ষ্য সেন। ৫০ মিনিটের লড়াইয়ে আগা গোড়া দাপট ছিল লক্ষ্য সেনের। ২৭ বছর বয়সী জাপানি শাটলার লক্ষ্যর কাছে ১৪-২১, ১৬-২১ ব্যবধানে হারেন। এ বার কোয়ার্টার ফাইনালে লক্ষ্যর সামনে জাপানি ব্যাডমিন্টন প্লেয়ার কোকি ওয়াতানাবে।
স্বপ্নের ছন্দে থাকা ভারতীয় শাটলার জুটি সাত্বিকসাইজার রানকিরেড্ডি ও চিরাগ শেট্টি জাপান ওপেনের প্রি কোয়ার্টারে নেমেছিলেন ড্যানিশ জুটি জেপে বে-লাসে মোহেডের বিরুদ্ধে। দুরন্ত গতিতে সাত্বিকরা মাত করেছেন ডেনমার্কের জুটিকে। মাত্র ৩৫ মিনিটেই সেই ম্যাচের ফয়সলা হয়ে গিয়েছিল। প্রথম গেমে চিরাগদের বিরুদ্ধে খানিক প্রতিরোধ গড়ার চেষ্টা করেও ১৭-২১ ব্যবধানে হারেন জেপেরা। এরপর দ্বিতীয় গেমে তো সা-চি জুটির কাছে ১১-২১ ব্যবধানে হারেন তাঁরা। আগামী কাল চাইনিজ তাইপে জুটির বিরুদ্ধে কোয়ার্টার ফাইনালে নামবেন সাত্বিক-চিরাগরা।
অন্যদিকে মহিলাদের ডবলসে শেষ-১৬-র ম্যাচে তৃষা জলি ও গায়েত্রী গোপীচাঁদ হেরে গিয়েছেন জাপানের জুটির কাছে। নামি মাৎসুয়ামা ও চিহারু শিদা ২৩-২১, ২১-১৯ ব্যবধানে হারান গায়েত্রীদের।