কলকাতা : জ্যাভলিনে ভারতের জয়জয়কার। নীরজ চোপড়ার মতো চ্যাম্পিয়ন জ্যাভলিন থ্রোয়ার (Javelin Throw) রয়েছে ভারতের কাছে। প্যারা অ্যাথলিটেও গর্ব করার মতো রেকর্ড গড়া হল। বিশ্বরেকর্ড গড়লেন দেশের প্যারা জ্যাভলিন থ্রোয়ার সুমিত আন্টিল। প্যারিসে চলছে ২০২৩ বিশ্ব প্যারা অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ। F64 জ্যাভলিন থ্রোয়ে কেরিয়ার সেরা ৭০.৮৩ মিটার দূরে বর্শা ছুঁড়েছেন সুমিত (Sumit Antil)। একইসঙ্গে বিশ্বের কোনও প্যারা জ্যাভলিন থ্রোয়ারের এটাই সেরা জ্যাভলিন থ্রো। গতবছর মে মাসে ইন্ডিয়ান ওপেন জাতীয় প্য়ারা অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে ৭০.১৭ মিটার দূরে বর্শা নিক্ষেপ করেছিলেন সুমিত। এতদিন সেটিই ছিল তাঁর কেরিয়ারের সেরা থ্রো। বিশ্বমঞ্চে নিজের গড়া রেকর্ড নিজেই ছাপিয়ে গেলেন সুমিত আন্টিল। তাঁর বর্শা গিয়ে গেঁথেছে ৭০.৮৩ মিটার দূরে। বিশ্বরেকর্ড গড়া তো হলই, টুর্নামেন্ট থেকে সোনার পদক জিতলেন ভারতীয় প্যারা জ্যাভলিন থ্রোয়ার। বিস্তারিত TV9 Bangla Sports-র এই প্রতিবেদনে।
সুমিতের রেকর্ড ভাঙাগড়ার অভ্যেস আজকের নয়। ২০২০ প্যারালিম্পিক্সে ৬৮.৫৫ মিটার থ্রো করে সোনা জিতেছিলেন সুমিত। সেটিও ছিল বিশ্বরেকর্ড। তিনটি থ্রোয়ে ৬৬.৯৫, ৬৮.০৮ এবং সবশেষে ৬৮.৫৫ মিটার দূরে বর্শা ছোঁড়েন সুমিত। প্রতিটি থ্রোয়ে নিজেকে ছাপিয়ে গিয়েছেন সুমিত। টোকিয়োতে নীরজের সোনা জয়ের পাশাপাশি প্যারালিম্পিক্সে সুমিতের স্বর্ণপদকে উচ্ছ্বসিত ছিল দেশ। এ বার বিশ্ব অ্যাথলেটিক্সের মঞ্চে দুরন্ত সুমিত।
SUMIT CREATS NEW WORLD RECORD TO WIN PARA ATHLETICS WORLD CH’S GOLD
WR holder Sumit Antil secures ? medal after setting another world record with a best throw of 70.83m in F64 Men’s Javelin throw finals event at ongoing Para Athletics World Ch’s pic.twitter.com/NXIYcvG4jZ
— SPORTS ARENA?? (@SportsArena1234) July 13, 2023
বিশ্বজয় ও সোনা জেতার পাশাপাশি ৭০.৮৩ মিটার দূরে কেরিয়ারের সেরা থ্রোয়ে প্যারিস প্যারালিম্পিকের কোটা হাসিল করেছেন সুমিত আন্টিল। প্যারিস প্যারালিম্পিকসে দেশের পঞ্চম কোটা সুমিত।